সার্বিয়া ওয়ার্ক পারমিট পাওয়ার পর অনেকের ভিসা হয় না। ফলে মনে সন্দেহ তৈরি হয়। ওয়ার্ক পারমিটটি আসল নাকি নকল। এই সন্দেহ দূর করার জন্য সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করা উচিত। আবার অনেকের ভিসা পাওয়ার পর সন্দেহ জাগে ভিসাটি আসল কিনা। এরকম সন্দেহ জাগা স্বাভাবিক। প্রত্যেকের উচিৎ সার্বিয়া ভিসা অনলাইন চেক করে নেওয়া। এতে অনেক অকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
কারণ ভিসা নকল হলে আপনাকে আইনি জটিলতার সম্মুখীন হতে হবে। সুতরাং সকলের উচিত হবে ওয়ার্ক পারমিট এবং ভিসা অনলাইন চেক করে নেওয়া। এই আর্টিকেলটি পড়লে সার্বিয়া ওয়ার্ক পারমিট দেখতে কেমন হয় জানতে পারবেন। পাশাপাশি সার্বিয়া ভিসা অনলাইন চেক করতে পারবেন।
সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম
অনলাইনে সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন। এজন্য ওয়ার্ক পারমিট নাম্বার প্রয়োজন হবে। যেটা আপনি ওয়ার্ক পারমিট পেপারে পেয়ে যাবেন। এরপর আপনাকে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করতে হবে:
প্রথমে আপনাকে সার্বিয়ার সরকারি একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে ওয়ার্ক পারমিট চেক করার পেজে নিয়ে যাবে। প্রবেশ করার পর ভাষা বুঝতে আপনার সমস্যা হবে। তাই আপনাকে পেজটি অনুবাদ করে নিতে হবে।
আরও পড়ুন: সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি
এরপর “সার্চ” বা “অনুসন্ধান করুন” নামক ফাঁকা বক্স দেখতে পারবেন। সেখানে আপনাকে ওয়ার্ক পারমিটের নাম্বারটি বসাতে হবে। সঠিকভাবে নাম্বারটি বসানোর পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে।যদি আপনার ওয়ার্ক পারমিট সঠিক হয় তাহলে আপনি কোম্পানির সকল তথ্য দেখতে পারবেন। আর যদি নকল হয় তাহলে নট ফাউন্ড এরকম কোন কিছু লেখা আসবে। এভাবে আপনি সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন।
আরও পড়ুন: সার্বিয়া যেতে কত টাকা
সার্বিয়া ভিসা চেক অনলাইন
সার্বিয়া ভিসা বেশ কয়েকটি উপায়ে চেক করা যায়। সার্বিয়া ভিসা চেক করার সকল উপায় সম্পর্কে আমরা জানবো। এজেন্সি কিংবা দালালের কাছ থেকে ভিসা পাওয়ার পর অবশ্যই চেক করে নেওয়া আবশ্যক। কারণ বাংলাদেশে অহরহ ভিসা জালিয়াতির ঘটনা ঘটে থাকে।
আপনি ফ্রিতে সার্বিয়া ভিসা চেক করতে পারবেন। এজন্য আপনাকে নয়া দিল্লির সার্বিয়া দূতাবাসের ওয়েবসাইট ভিজিট করে ইমেইল আইডি সংগ্রহ করতে হবে। এরপর আপনার সার্বিয়া ভিসার তথ্য তাদেরকে মেইল করে দিতে হবে। আর চেক করার অনুরোধ করতে হবে। এভাবে চেক করতে ৩ দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগে।
আপনি চাইলে টাকা দিয়ে সার্বিয়া ভিসা করতে পারবেন। এজন্য আপনাকে ভিএফএস গ্লোবাল ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে কিছু টাকা প্রদান করতে হবে। এরপর ভিসার যাবতীয় তথ্য এবং পিকচার তাদের পাঠাতে হবে। তারা দুই সপ্তাহ সময় নিয়ে আপনার সার্বিয়া ভিসা চেক করে দিবে।
বাংলাদেশে সার্বিয়ার কোন দূতাবাস না থাকায় ওয়ার্ক পারমিট এবং ভিসা পাওয়ার পর অনেকের মনেই সন্দেহের জন্ম দেয়। তাই সকলের উচিত হবে অনলাইনে ওয়ার্ক পারমিট এবং সার্বিয়া ভিসা চেক করে নিশ্চিত হওয়া সেগুলো আসল নাকি নকল।
আরও পড়ুন: সার্বিয়া বেতন কত