বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম

বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপের দেশ পোল্যান্ডে পাড়ি জমাতে চায়। কিন্তু অধিকাংশ মানুষ বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম জানে না। যার কারণে তারা পোল্যান্ড ভিসা আবেদন করতে পারছে না। এটি ইউরোপের একটি উন্নত দেশ। দেশটিতে গেলে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের চেয়ে অনেক বেশি বেতন পাবেন।

দেশটিতে আপনি চাকরি, পড়াশোনা এবং ভ্রমণের জন্য যেতে পারেন। তবে এজন্য অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাই দেশটিতে যেতে আগ্রহীরা শেষ পর্যন্ত আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন আশা করছি সবকিছু জানতে পারবেন।

বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম

বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার জন্য বাধ্যতামূলক ভিসার প্রয়োজন। আমাদের দেশ থেকে স্টুডেন্ট, ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে ইউরোপের এই দেশটিতে যেতে পারবেন।

পোল্যান্ড স্টুডেন্ট ভিসা

পোল্যান্ড স্টুডেন্ট পাওয়ার জন্য দেশটির যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তির অফার লেটার পেতে হবে। পাশাপাশি আপনাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। এটা প্রমাণ করার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগে। আপনার যদি দেশটিতে থাকা, খাওয়া এবং পড়াশোনার জন্য খরচের সামর্থ্য থাকে তাহলে খুব সহজে পোল্যান্ড স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন।

পোল্যান্ড ভিজিট ভিসা

পোল্যান্ড ভিজিট ভিসা পেতে হলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন পর্যটক এবং নিয়মিতভাবে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। পাশাপাশি আপনাকে আরো প্রমাণ করতে হবে আপনি দেশটিতে গেলে পুনরায় নিজ দেশে ফিরে আসবেন। এজন্য ভিসা কর্তৃপক্ষ ভিজিট ভিসা দেওয়ার ক্ষেত্রে সাধারণত ট্রাভেল হিস্ট্রি, পেশা এবং ব্যাংক ব্যালেন্স দেখে থাকে।

আরও পড়ুন: পোল্যান্ড থেকে ফ্রান্স যাওয়ার সহজ উপায়

পোল্যান্ড জব ভিসা

এই ভিসাটি সাধারণত পোল্যান্ড কাজের ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা হিসেবে পরিচিত। এই ভিসা পাওয়ার জন্য আপনাকে দেশটির কোনো প্রতিষ্ঠান থেকে কাজের অফার লেটার পেতে হবে। আপনি অনলাইনে বিভিন্ন জব পোর্টালে চাকরির জন্য আবেদন করতে পারেন। দেশটির কোনো কোম্পানি যদি আপনার আবেদনপত্র গ্রহণ করে তবে তারা আপনাকে ওয়ার্ক পারমিট এবং কাজের অফার লেটার দিবে। তারপর আপনি পোল্যান্ড জব ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: পোল্যান্ড কাজের বেতন কত

পোল্যান্ড ভিসা আবেদন প্রক্রিয়া

আপনি চাইলে নিজে নিজে, সরকারিভাবে, এজেন্সি কিংবা দালালের মাধ্যমে পোল্যান্ড ভিসা আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। ভিসা ক্যাটাগরী অনুযায়ী কাগজপত্র আলাদা হয়ে থাকে। অনলাইনে সাধারণত পোল্যান্ড ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং পোল্যান্ড ভিসা ফি পরিশোধ করতে হয়। যদি ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় তবে পোল্যান্ড ভিসা কর্তৃপক্ষ আপনাকে ডাকবে।

পোল্যান্ড ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • পাসপোর্ট
  • সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি
  • ইউরোপিয়ান সিভি (ওয়ার্ক পারমিট ভিসা)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাজের দক্ষতার সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার প্রমাণ
  • ব্যাংক স্টেটমেন্ট (স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা)
  • ভর্তি অফার লেটার (স্টুডেন্ট ভিসা)
  • মেডিকেল সনদ
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • জব অফার লেটার (ওয়ার্ক পারমিট ভিসা)
  • কাজের চুক্তিপত্র (ওয়ার্ক পারমিট ভিসা)
  • আইইএলটিএস স্কোর (যদি লাগে)

আরও পড়ুন: পোল্যান্ড যেতে কত টাকা লাগে

পোল্যান্ড যেতে কত বয়স লাগে

পোল্যান্ডের শ্রম আইন অনুযায়ী কাজ করার জন্য নূন্যতম বয়স ১৮ বছর প্রয়োজন। তবে দেশটির নাগরিকরা ১৫ বছর বয়স হওয়ার পর কিছু কিছু কাজ করার অনুমতি পাবে। কিন্তু যারা বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে যেতে চান তাদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। তবে যারা স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসা নিয়ে পোল্যান্ডে যেতে হয় তাদের বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই।

পোল্যান্ড থেকে কোন কোন দেশে যাওয়া যায়

পৃথিবীর সকল দেশে পোল্যান্ডের নাগরিকরা যেতে পারবে। বর্তমানে বিশ্বে পাসপোর্ট র‍্যাংকিং এ পোল্যান্ড শক্তিশালী অবস্থানে রয়েছে। পৃথিবীর মধ্যে দেশটির পাসপোর্টের অবস্থান বর্তমান ৬ তম স্থানে রয়েছে। দেশটির শক্তিশালী পাসপোর্ট দিয়ে আপনি ভিসা ছাড়াই পৃথিবীর ১৮৯ টি দেশে ৯০ দিনের জন্য ভ্রমণ করতে পারবেন। দেশটির পাসপোর্ট হোল্ডাররা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডর মত উন্নত যেকোনো দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে। তবে কিছু কিছু দেশে যেতে হলে অবশ্যই ভিসার প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ: আফগানিস্তান, চীন, উত্তর কোরিয়া, আলজেরিয়া, কিউবা, তুর্কমেনিস্তান।

আরও পড়ুন: পোল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি

3 thoughts on “বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম”

Leave a Comment