আলবেনিয়া, মন্টিনিগ্রো থেকে ইতালি যাওয়ার উপায়

আলবেনিয়া ও মন্টিনিগ্রো থেকে বাঙালি প্রবাসীরা ইতালি যেতে চায়। ইতালিতে উন্নত জীবনযাপনের স্বপ্ন বুকে নিয়ে প্রতি বছর অসংখ্য বাঙালি অবৈধভাবে আলবেনিয়া ও মন্টিনিগ্রো থেকে দেশটিতে প্রবেশ করার চেষ্টা করে। এই ঝুঁকিপূর্ণ যাত্রা তাদের জীবনকে ফেলে দেয় অনিশ্চয়তার মুখে। তবুও তারা হাল ছেড়ে দেয় না। তারা জীবন বাজি রেখে দুর্গম পথ পাড়ি দিয়ে থাকে।

দারিদ্র্য, বেকারত্ব, এবং উন্নত জীবনের প্রত্যাশা – এই তিনটি প্রধান কারণেই বাঙালিরা অবৈধভাবে ইতালি অভিবাসনের দিকে ধাবিত হচ্ছে। অনেকেই মনে করে ইতালিতে গেলে তারা ভালো চাকরি পাবেন, বেশি অর্থ উপার্জন করতে পারবে এবং তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে। এজন্যই তারা আলবেনিয়া, মন্টিনিগ্রো থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে জানতে চায়।

আলবেনিয়া থেকে ইতালি যাওয়ার উপায়

অবৈধভাবে ইতালি যাওয়ার পথটি বিপদ ও ঝুঁকিপূর্ণ। মানুষ পাচারকারীদের হাতে পড়ে অনেকেই অমানবিক পরিবেশে বন্দি থাকে।  শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। অনেকেই ভূমধ্যসাগরে ডুবে মারা যায় অথবা দুর্ঘটনায় প্রাণ হারায়। আলবেনিয়া থেকে ইতালি যাওয়ার বৈধ উপায় আছে। এজন্য আপনাকে TR কার্ড পেতে হবে। এরপর ভিসা নিয়ে ইতালি আসতে পারেন।

আলবেনিয়া থেকে ইতালি অবৈধ পথে পাড়ি দেওয়া যায়। এজন্য আপনাকে আলবেনিয়া থেকে বাই রোডে অথবা সমুদ্রপথে মন্টিনিগ্রো যেতে হবে। মন্টিনিগ্রো থেকে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া যেতে হবে। ক্রোয়েশিয়া থেকে আপনি বাই রোডে কিংবা সমুদ্রপথে ইতালি আসতে পারেন।

মন্টিনিগ্রো থেকে ইতালি যাওয়ার উপায়

মন্টিনিগ্রো থেকে আপনি বৈধ এবং অবৈধভাবে স্বপ্নের দেশ ইতালিতে যেতে পারবেন। বৈধভাবে যাওয়ার জন্য মন্টিনিগ্রো বেশ কিছু দিন কাজ করতে হবে। এরপর টিআর কার্ড পেলে সুযোগ বুঝে ছুটি নিতে হবে। তারপর আপনাকে মন্টিনিগ্রো থেকে ইতালি ভিসা নিয়ে আসতে হবে।

মন্টিনিগ্রো থেকে ইতালি যাওয়ার অবৈধ উপায় রয়েছে। আপনি আলবেনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম অনুসরণ করলেই হবে। একই নিয়মে একই পথে যেতে হবে। তবে দালালের সাহায্য ছাড়া একা একা অবৈধ পথে যেতে অসুবিধা হবে। এজন্য একজন দালালের শরণাপন্ন হতে পারেন। চাইলে দালাল ছাড়া  যাওয়া সম্ভব।

আলবেনিয়া থেকে ইতালি যেতে কত লাগে

আলবেনিয়া থেকে ইতালি যাওয়ার খরচ এজেন্সি এবং দালাল অনুসারে কম বেশি হতে পারে। আলবেনিয়া থেকে ইতালি বৈধভাবে যেতে ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা লাগে। তবে অবৈধভাবে গেলে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা লাগে। তবে একদম সঠিক খরচ বলা সম্ভব না। কারণ একেক দালাল একেক রকম টাকা নিয়ে থাকে। এজন্য অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত হবে।

মন্টিনিগ্রো থেকে ইতালি যেতে কত টাকা লাগে

মন্টিনিগ্রো থেকে ইতালি যাওয়ার খরচ দালাল এবং এজেন্সি অনুযায়ী পার্থক্য হয়ে থাকে। প্রকৃত খরচ জানার জন্য একজন অভিজ্ঞ এবং বিশ্বস্ত লোকের সাহায্য নিতে হবে। তবে আলবেনিয়ার চেয়ে মন্টিনিগ্রো থেকে ইতালি যেতে কম টাকা লাগে। আপনি যদি পানি পথে যান তাহলে খরচ কম হবে। কিন্তু বাই রোডে গেলে খরচ বেড়ে যাবে। বর্তমানে ২ লাখ থেকে ৫ লাখ হলে মন্টিনিগ্রো থেকে ইতালি যেতে পারবেন।

ইতালি রিলেটেড আরও আর্টিকেল পড়তে পারেন

ক্রমিক নম্বর আর্টিকেল লিংক
ইতালিতে বৈধ হওয়ার উপায়
ইতালি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়
ইতালি যেতে কত টাকা লাগে
ইতালিতে বেতন কত
ইউরোপে যাওয়ার সহজ উপায়

Leave a Comment