সার্বিয়ান প্রবাসীদের স্বপ্নের দেশ ইতালি। এজন্য অনেকে সার্বিয়া থেকে ইতালি গেম দিয়ে থাকে। সার্বিয়া ইউরোপের একটি উন্নয়নশীল দেশ। যার কারণে বেশিরভাগ প্রবাসী ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত উন্নত দেশ ইতালিতে কাজের সন্ধানে যেতে চায়। এদের কেউ বৈধ পথ বেছে নেয়, আবার অনেকে অবৈধ পথ বেছে নেয়।
উন্নত জীবনের আশায় মানুষ জীবনের ঝুঁকি নিতে দ্বিধাবোধ করে না। ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। এই দেশটিতে সার্বিয়ার তুলনায় কয়েকগুণ বেশি বেতন পাওয়া যায়। জীবনযাত্রার মানও অনেক উন্নত। এই দেশে সার্বিয়ার তুলনায় অনেক বেশি কাজের সুযোগ আছে।
বিশেষ করে উচ্চ-দক্ষতা সম্পন্ন শ্রমিকদের। আপনিও যদি সার্বিয়া থেকে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাতে চান তাহলে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে জেনে নিন। এই আর্টিকেলটিতে সার্বিয়া থেকে ইতালি কিভাবে যাবেন সে সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে।
সার্বিয়া থেকে ইতালি যাওয়ার উপায়
সার্বিয়া থেকে ইতালি যাওয়ার অবৈধ জনপ্রিয় উপায় হলো সার্বিয়া টু ইতালি গেম। তবে অবৈধভাবে দালালের মাধ্যমে গেলে জীবনের ঝুঁকি থাকে। এভাবে গেলে সার্বিয়া থেকে প্রথম আপনাকে পায়ে হেঁটে হাঙ্গেরি বর্ডার অতিক্রম করতে হবে। এরপর হাঙ্গেরি থেকে জঙ্গলের মধ্য দিয়ে আপনাকে অস্ট্রিয়া যেতে হবে। অস্ট্রিয়া থেকে ট্রেনের মাধ্যমে ইতালি যাওয়া যায়। বাস্তবে সার্বিয়া থেকে ইতালি যাওয়া অনেক কঠিন। তবে বৈধভাবে যাওয়ার জন্য ইতালির ভিসা প্রয়োজন।
ইতালির বিভিন্ন ক্যাটাগরি ভিসা রয়েছে। আপনার উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে। অনলাইনে এখন ভিসার জন্য আবেদন করা যায়। এজন্য আপনাকে ইতালি ভিসা আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। সঠিকভাবে ভিসা আবেদন ফরম পূরণ করার পর ইতালি ভিসা আবেদন লিংক ভিজিট করে প্রয়োজনীয় কাগজপত্র, পুরণকৃত ভিসা আবেদন ফরম এবং ভিসা ফি পরিশোধ করতে হবে। এভাবে ভিসা প্রসেসিং করে বৈধ উপায়ে সার্বিয়া থেকে ইতালি যেতে পারবেন।
সার্বিয়া থেকে ইতালি দুই ধরনের ভিসার মাধ্যমে যেতে পারবেন। জাতীয় ভিসা এবং শেনজেন ভিসা। জাতীয় ভিসা কয়েক ধরনের রয়েছে। জাতীয় ভিসার মধ্যে অন্যতম হলো ওয়ার্ক পারমিট ভিসা। এই ভিসা পাওয়ার জন্য ওয়ার্ক পারমিটের প্রয়োজন। এজন্য অবশ্যই ইতালির নিয়োগকর্তার কাজের অফার লেটার লাগবে। এছাড়া স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসায় সার্বিয়া থেকে স্বপ্নের দেশ ইতালিতে যাওয়া যায়।
আরও পড়ুন: ইতালিতে বেতন কত
সার্বিয়া থেকে ইতালি যেতে কি কি লাগে
সার্বিয়া থেকে বৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। এসব ডকুমেন্টস ছাড়া ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। নিম্নোক্ত যোগ্যতা এবং কাগজপত্র সার্বিয়া থেকে ইতালি যেতে প্রয়োজন হবে:
- একটি বৈধ পাসপোর্ট (সর্বনিম্ন ৬ মাস মেয়াদী এবং ২ পৃষ্ঠা খালি থাকতে হবে)
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র
- ইতালি ভিসা এপ্লিকেশন ফর্ম
- পাসপোর্ট সাইজের ছবি
- ভ্রমণ বীমা
- সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি
- স্পন্সর নম্বর
- পুলিশ ক্লিয়ারেন্স
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
- স্কিল সার্টিফিকেট
- করোনা ভ্যাকসিন সার্টিফিকেট
- মেডিকেল সার্টিফিকেট
- রিকমেন্ডেশন লেটার
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
আরও পড়ুন: ইতালিতে বৈধ হওয়ার উপায় (নাগরিকত্ব ও আমেরিকা যাওয়া)
সার্বিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে
সার্বিয়া থেকে অবৈধভাবে বাই রোডে ইতালি যেতে আনুমানিক প্রায় ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা লাগে। সার্বিয়া থেকে ইতালি দূরত্ব আনুমানিক প্রায় ১৪ হাজার কিলোমিটার। অবৈধভাবে গেলে এই দূরত্ব আপনাকে কখনো হেঁটে, কখনো ট্রেনে পাড়ি দিতে হবে। তবে বৈধভাবে গেলে খরচ একটু বেশি পড়ে। বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের জন্য যাবেন। তবে স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসার খরচ তুলনামূলক অনেক কম।
পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ব্যালেন্স এবং ট্রাভেল হিস্ট্রি থাকলে টুরিস্ট ভিসা পাওয়া যায়। সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে স্বপ্নের দেশ ইতালিতে যেতে আনুমানিক প্রায় ৪ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা লাগে। স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসায় যেতে ৪ থেকে ৬ লক্ষ টাকা লাগে। সার্বিয়া থেকেই ইতালি যাওয়ার খরচ সম্পর্কে আরও সঠিক তথ্য পেতে অবশ্যই অভিজ্ঞ প্রবাসীদের সহযোগিতা নিবেন।
আরও পড়ুন: ইতালিতে কোন কাজের চাহিদা বেশি