কোন দেশের টাকার মান বেশি [সর্বশেষ আপডেট]

অনেক মানুষের মনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা বলতেই মার্কিন ডলারের কথা আসে। এটা অবশ্যই স্বাভাবিক। কারণ এটি বিশ্বের সবচেয়ে বেশি লেনদেনে ব্যবহৃত মুদ্রাগুলোর মধ্যে অন্যতম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে মার্কিন ডলার সবচেয়ে শক্তিশালী মুদ্রা নয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা সম্পর্কে জানতে হলে কোন দেশের টাকার মান বেশি জানতে হবে।

কোন দেশের টাকার মান বেশি

অনেকেই কৌতুহলবশত ইন্টারনেটে সার্চ করে থাকে কোন দেশের টাকার মান বেশি জানতে। আবার কেউ হয়তো মনে করে থাকে যে দেশের টাকার মান বেশি সেটি হয়তো বিশ্বের সবচেয়ে ধনী দেশ। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। টাকার মান বেশি হলেই দেশটির ধনী হবে না। পাশাপাশি মাথাপিছু জিডিপি ও আয়ের পরিমাণ সবচেয়ে বেশি হতে হবে।

কোন দেশের টাকার মান বেশি
অবস্থান দেশের নাম মুদ্রা ১ টাকা সমান বাংলাদেশী কত টাকা
কুয়েত দিনার (KWD) ৩৮০৳
বাহরাইন দিনার (BHD) ৩১০৳
ওমান রিয়াল (OMR) ৩০৪৳
জর্ডান দিনার (JOD) ১৬৫৳
যুক্তরাজ্য পাউন্ড (GBP) ১৪৭৳
জিব্রাল্টার পাউন্ড (GIP) ১৪৭৳
কেইম্যান দ্বীপপুঞ্জ ডলার (KYD) ১৪০৳
সুইজারল্যান্ড সুইস ফ্রাঙ্ক (CHF) ১২৯৳
ইউরোপ ইউরোপ (EUR) ১২৬৳
১০ যুক্তরাষ্ট্র ইউএস ডলার (USD) ১১৭৳

আরও পড়ুন: কোন দেশের টাকার মান সবচেয়ে কম

বিশ্বের ধনী দেশের তালিকা

দি সিয়াসাত ডেইলি পত্রিকার সূত্র অনুযায়ী বিশ্বের ধনী দেশের তালিকাটি তৈরি করা হয়েছে। তোর কি অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হলো মোনাকো, দ্বিতীয় স্থানে রয়েছে লিচেনস্টাইন এবং তৃতীয় স্থানে রয়েছে লুক্সেমবার্গ। তবে বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হলো লুক্সেমবার্গ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড এবং তৃতীয় সুইজারল্যান্ড। কোন দেশের টাকার মান বেশি জেনে আপনি বিশ্বের ধনী দেশ নির্ধারণ করতে পারবেন না। কারণ এটি নির্ধারণ করা হয় প্রতিটি দেশের জিডিপি এবং মাথা পিছু আয়ের ভিত্তিতে।

বিশ্বের ধনী ১০ দেশের তালিকা
অবস্থান দেশের নাম মাথাপিছু জিডিপি (ডলার)
মোনাকো ২,৩৪,৩১৭.১
লিচেনস্টাইন ১,৮৪,০৮৩.৩
লুক্সেমবার্গ ১,২৬,৪২৬.১
বারমুডা ১,১৮,৮৪৫.৬
নরওয়ে ১,০৬,১৪৮.৮
আয়ারল্যান্ড ১,০৪,০৩৮.৯
সুইজারল্যান্ড ৯২,১০১.৫
কেম্যান দ্বীপপুঞ্জ ৮৮,৪৭৫.৬
কাতার ৮৮,৪৪৬.৩
১০ সিঙ্গাপুর ৮২,৮০৭.৬

Leave a Comment