কোন দেশের টাকার মান সবচেয়ে কম [সর্বশেষ আপডেট]

অনেকেই ইন্টারনেটে সার্চ করে জানতে চায় যে কোন দেশের টাকার মান সবচেয়ে কম। তবে মনে রাখবেন টাকার মান দিয়ে ধনী কিংবা গরিব দেশ নির্ধারণ করা যাবে না। কারণ বাংলাদেশের চেয়ে জাপানের টাকার মূল্য অনেক কম। তার মানে এই নয় যে বাংলাদেশ জাপানের চেয়ে ধনী ও উন্নত দেশ।

তবে কৌতুহলী মানুষ কোন দেশের টাকার মান সবচেয়ে কম কেন জানতে চায়? এর মূল কারণ হতে পারে তারা টাকার বিনিময় রেট জানতে চায়। অনেকে বিভিন্ন দেশে ভ্রমণ করতে চায় তবে খরচ সম্পর্কে তেমন কোন ধারণা না থাকার কারণে কোন দেশের টাকার মান সবচেয়ে কম জানতে চায়।

তবে অধিকাংশ মানুষ কৌতুহলবশত এটি জানতে চায়। আবার অনেকে মনে করে থাকেন যে দেশের টাকার মান সবচেয়ে কম সে দেশ হয়তো সবচেয়ে গরীব দেশ। এ ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ একটি দেশ ধনী নাকি গরীব সেটা নির্ভর করে দেশটির জনগণের মাথাপিছু আয় এবং জিডিপির উপর।

কোন দেশের টাকার মান সবচেয়ে কম

কল্পনা করুন এমন একটি দেশ যেখানে আপনার ৩০০০ টাকা আপনাকে একজন লাখপতি করে তুলতে পারে। ১০০০ টাকার মূল্য হয় কয়েক লক্ষ টাকা। কিছু দেশের মুদ্রাস্ফীতির হার অত্যন্ত বেশি। এই দেশগুলোতে জিনিসপত্রের দাম দ্রুত বৃদ্ধি পায়। ফলে মুদ্রার মূল্য দ্রুত কমে যায়।

কোন দেশের টাকার মান সবচেয়ে কম
অবস্থান দেশের নাম মুদ্রা  বাংলাদেশী ১ টাকা সমান
ইরান রিয়াল ৩৬০
ভিয়েতনাম ডং ২১৮
সিয়েরা লিওন লিওন ১৯৪
লাওস কিপ ১৮২
ইন্দোনেশিয়া রুপিয়া ১৩৮
উজবেকিস্তান সোম ১০৮
গিনি ফ্র্যাঙ্ক ৭৩
প্যারাগুয়ে গুয়ারানি ৬৩
উগান্ডা শিলিং ৩২
১০ ইরাক দিনার ১১

আরও পড়ুন: কোন দেশের টাকার মান বেশি

বিশ্বের গরিব দেশের তালিকা

অনেকে হয়তো বিশ্বের গরিব দেশের তালিকা জানার জন্য কোন দেশের টাকার মান সবচেয়ে কম লিখে ইন্টারনেটে খোঁজাখুঁজি করেছেন। তবে এভাবে আসলে প্রকৃত গরিব দেশের তালিকা খুঁজে পাবেন না। নিচে জিডিপির ভিত্তিতে বিশ্বের গরিব দেশের তালিকা টেবিল আকারে দেওয়া হলো:

বিশ্বের গরিব দেশের তালিকা
অবস্থান দেশের নাম মাথাপিছু জিডিপি (ডলার)
বুরুন্ডি ২৩৮.৪
আফগানিস্তান ৩৬৩.৭
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ৪২৭.১
সিয়েরা লিওন ৪৬১.৪
সোমালিয়া ৪৬১.৮
মাদাগাস্কার ৫০৫
নাইজার ৫৩৩
সিরিয়ান আরব প্রজাতন্ত্র ৫৩৭.২
মোজাম্বিক ৫৪১.৫
১০ কঙ্গো ৫৮৬.৫

Leave a Comment