ইতালি ভিসা আবেদন করার নিয়ম 2024 (লিংক ও ফরম)

ইতালি যেতে হলে অবশ্যই ইতালি ভিসা আবেদন করার নিয়ম জানতে হবে। এজন্য অবশ্যই ভিসা আবেদন লিংক ও ফরমের প্রয়োজন হবে। ইতালি ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

প্রাচীনতম রাষ্ট্র ইতালিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এদেশে গিয়ে থাকে। সরকারি এবং বেসরকারি মাধ্যমে যেতে অবশ্যই ভিসার প্রয়োজন হবে। আপনি যদি স্বপ্নের দেশ ইতালিতে পড়াশোনা, কাজ, ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য যেতে চান, তাহলে অবশ্যই ইতালি ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ছাড়া বৈধ উপায়ে এই দেশে যাওয়া সম্ভব না।

এই দেশে আপনি যেতে পারলে উপভোগ করতে পারবেন উন্নত মানের জীবনযাপন ব্যবস্থা, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর সুন্দরতম পরিবেশ এবং বিশ্ব বিখ্যাত চিকিৎসা সেবা ইত্যাদি। এজন্য আপনাকে জানতে হবে ইতালি ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সবকিছু।

ইতালি ভিসা আবেদন করতে কি কি লাগে

পৃথিবীর যে কোন দেশের ভিসা তৈরি করতে কিছু আবশ্যিক কাগজপত্রের প্রয়োজন হয়। কিছু কিছু কাগজপত্র ভিসা ক্যাটাগরি অনুযায়ী দরকার হয়ে থাকে, আবার কিছু কিছু কাগজপত্র সকল ধরনের ভিসার ক্ষেত্রে আবশ্যিক। আপনি যদি ইতালি ভিসার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই নিম্নেলিখিত কাগজপত্রের দরকার হবে। নিম্নে উল্লেখিত কাগজপত্রগুলো ছাড়া আপনি ভিসা আবেদন সম্পন্ন করতে পারবেন না।

ক্রমিক নম্বর প্রয়োজনীয় কাগজপত্র
একটি বৈধ পাসপোর্ট (সর্বনিম্ন ৬ মাস মেয়াদী এবং ২ পৃষ্ঠা খালি থাকতে হবে)
আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র
ইতালি ভিসা এপ্লিকেশন ফর্ম
২টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
ভ্রমণ বীমা
সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি
স্পন্সর নম্বর
পুলিশ ক্লিয়ারেন্স এর সনদপত্র
কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
১০ স্কিল সার্টিফিকেট
১১ করোনা সার্টিফিকেট
১২ মেডিকেল সার্টিফিকেট
১৩ রিকমেন্ডেশন লেটার
১৪ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
১৫ ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
১৬ ইতালি ভিসা আবেদন লিংক

ইতালি ভিসা আবেদন লিংক

ইতালি যেতে ইচ্ছুক এমন অনেকেই ভিসা আবেদন করার সময় ইতালি ভিসা আবেদন লিংক খুঁজে পান না। যার ফলে তারা অনলাইনে ভিসা আবেদন সম্পন্ন করতে ব্যর্থ হন। ভিসা আবেদন করার জন্য ইতালি সরকারের ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনাকে ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

ইতালি ভিসা আবেদন লিংকটি হলো: visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa

অনলাইনে অনেক ভুয়া লিংক রয়েছে। এসব ভুয়া লিংকের মাধ্যমে প্রতারকরা আপনার কষ্টের অর্থ হাতিয়ে নিতে পারবে। তাই ভিসা আবেদন করার সময় ইতালি ভিসা আবেদনের লিংকটি ভালোভাবে যাচাই করে নিবেন। প্রয়োজনে অভিজ্ঞ মানুষের সহায়তা নিবেন। শতভাগ নিশ্চিত হয়ে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা কাজের উদ্দেশ্যে ইতালি যাবেন তারা অবশ্যই জেনে নেবেন ইতালিতে কোন কাজের চাহিদা বেশি। নতুবা এই দেশে গিয়ে কাজ খুঁজে পেতে কষ্ট হবে।

ইতালি ভিসা আবেদন ফরম

ইতালি ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই প্রথমে আপনাকে ফরম সংগ্রহ করতে হবে। ইতালি ভিসা এপ্লিকেশন ফর্মটি আপনি অফিসিয়াল সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। ফরমটি ডাউনলোড করার জন্য আপনাকে আপনার ফোনের কিংবা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। এরপর গুগলে গিয়ে সার্চ করতে হবে (italy visa application form) লিখে। সার্চ করার পর প্রথমেই একটি পিডিএফ ফরমেটে আবেদন ফরম দেখতে পারবেন। ওয়েবসাইটটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। ইতালিতে বেতন কত জেনে রাখুন।

ইতালি ভিসা আবেদন করার নিয়ম

ইতালি ভিসার জন্য আবেদন অনলাইনে সম্পন্ন করা যায়। এজন্য অবশ্যই আবেদন লিংক ও ফর্মটি লাগবে। এরপর কয়েকটি ধাপ সম্পন্ন করে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে। এসব কাগজপত্র ছাড়া ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।

  • প্রথমে আপনাকে ইতালি ভিসা আবেদন লিংক ভিজিট করতে হয়। লিংকটি উপরে উল্লেখ করা হয়েছে। সেখানে ক্লিক দিয়ে ভিজিট করুন। এটি ইতালি সরকারের অফিসিয়াল ওয়েবসাইট লিংক।
  • উক্ত লিংকে ভিজিট করার পর আপনাকে ভিসা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর কিভাবে আবেদন করতে হয় সেই অপশনে ক্লিক দিতে হবে।
  • এরপর আপনাকে ইতালি ভিসা আবেদন ফরমটি সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে। ইতালি ভিসা আবেদন ফরম পূরণ সম্পন্ন হলে আপনাকে সাবমিট অপশনে ক্লিক দিতে হবে।
  • তারপর আপনাকে ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সর্বশেষ আপনাকে ইতালি ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে। এই সম্পূর্ণ ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে ভালোভাবে অভিজ্ঞ কোন মানুষের কাছ থেকে জেনে নিবেন। তাহলে অনাকাঙ্ক্ষিত কোন ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।
  • ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনাকে আবেদন ফরমটি ইতালি ভিসা অফিসে জমা করতে হবে। ঢাকার গুলশানে ইতালি ভিসার অফিস রয়েছে। ইতালি যেতে কত টাকা লাগে অবশ্যই জেনে নিবেন।

ইতালি ভিসা প্রসেসিং

ইতালি ভিসা আবেদন সম্পন্ন করার পরেই ভিসা প্রসেসিং শুরু হয়। এই ভিসা প্রসেসিং হতে আনুমানিক প্রায় ২ থেকে ৮ সপ্তাহ সময় লাগে। আপনার আবেদন ফরমটি তারা পর্যবেক্ষণ করে দেখবেন। সকল প্রকার কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়া সঠিক হলে আপনি ভিসার অনুমোদন পেয়ে যাবেন। অনেক সময় ভিসার আবেদন জমা দেওয়ার অনেক পরে ভিসার অনুমোদন পাওয়া যায়। এজন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি অনুমোদন না পান তাহলে আপনাকে কারণ জানিয়ে দেয়া হবে।

45 thoughts on “ইতালি ভিসা আবেদন করার নিয়ম 2024 (লিংক ও ফরম)”

  1. নজরুল ইসলাম পলাশ গ্রাম একদালিয়া বাবার নাম হেলু মিয়া মার নাম নাজমা বেগম পোস্ট অফিস চিওড়া থানা চৌদ্দগ্রাম জেলা কুমিল্লা এটা হল আমার এড্রেস

    Reply
  2. ইতালি রেস্টুরেন্টের ভিসা

    Reply
  3. মাহমুদুল হাসান গ্রাম নতুনহাট জেলা দিনাজপুর পোস্ট অফিস খানপুর পিতা মোঃ মামুনুল ইসলাম

    Reply
  4. sir আমি ইতালি যেতে চাই আমাকে হেল্প করুন প্লিজ

    Reply
  5. আমি ইতালির রেস্টুরেন্টে ভিসা মেতে চাই আমাকে হেল্প করুন প্লিজ ভাই

    Reply
  6. When food is scarce, the best nutrients go to the most important organ in the body. When food is scarce, the best nutrients go to the most important organ in the body.Italy I like you I miss you

    Reply
  7. মোঃ কামাল বাংলাদেশ আমি ই তারিখে যাওয়ার জন্য আগ্রহী 8801811269386

    Reply
  8. আমি রহমতুল্লাহ আমি কৃষি কাজ জানি
    আমার বাসা কুষ্টিয়া, খোকসা থানা

    Reply
  9. আসসালামু আলাইকুম আমি ইটালির রাইতে চাই আমাকে আপনারা ইতালি নিয়ে যান প্লিজ

    Reply

Leave a Comment