প্রতি বছর লক্ষ লক্ষ লোক স্থায়ীভাবে বসবাস, পড়াশোনা, কাজ কিংবা ভ্রমণ করার জন্য কানাডা ভিসা এপ্লিকেশন করে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করে থাকে।
এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। এই দেশে একটি শক্তিশালী অর্থনীতি, নিম্ন বেকারত্ব এবং উচ্চ জীবনযাত্রার মান রয়েছে।
স্বপ্নের এই দেশে অভিবাসীরা ভাল চাকরি, উচ্চ বেতন এবং অর্থনৈতিক নিরাপত্তার সুযোগ পান। তাই এখন কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিবাসন গন্তব্য।
এছাড়া কানাডা একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ। এটিতে একটি স্থিতিশীল সরকার এবং কম অপরাধ রয়েছে। এদেশের অভিবাসীরা তাদের পরিবার এবং সম্পত্তির নিরাপত্তা নিয়ে আশ্বস্ত থাকতে পারেন।
কানাডার শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। কানাডায় অভিবাসীরা তাদের সন্তানদের জন্য উচ্চ-মানের শিক্ষা এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারেন।
ভ্রমণকারীরা কানাডার প্রাকৃতিক সৌন্দর্য এবং আউটডোর জীবনযাত্রার জন্য আকৃষ্ট হয়। এছাড়া এদেশের সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার নীতি নিয়ে সবাই প্রশংসা করে থাকে।
এসব উল্লেখযোগ্য কারণে কানাডাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিবাসন গন্তব্য করে তুলেছে। আপনিও চাইলে উন্নত এই দেশে যেতে পারেন। তবে এজন্য আপনার কানাডা যাওয়ার যোগ্যতা থাকা লাগবে।
এজন্য আপনাকে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করতে হবে। প্রথমে অবশ্যই একটি কানাডা ভিসা এপ্লিকেশন সংগ্রহ করতে হবে।
কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করার নিয়ম
কানাডা ভিসা অনলাইন আবেদন ফরম পূরণ করার পূর্বে আবেদন ফরম সংগ্রহ করতে হয়। এই আবেদন ফরম অনলাইন কিংবা সরকারি এজেন্সির মাধ্যমে খুব সহজে সংগ্রহ করা যায়।
সংগৃহীত আবেদন পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আর এই পুরো প্রসেসটি ধাপে ধাপে আপনাদের দেখানো হবে। এজন্য কানাডা ভিসা আবেদন ফরম নিয়ে লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে।
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট
কানাডা ভিসা আবেদন ফরম আবেদন করার জন্য আপনাকে প্রথমে কানাডা সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক: canada.ca/en/immigration
অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর “Menu” অপশন থেকে “Immigration and citizenship” এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর My Application এ ক্লিক করুন।
ধাপ ২: IRCC একাউন্ট তৈরি
Sign in or Create an account to apply online অপশনে ক্লিক দিয়ে প্রথমে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন অপশনে ক্লিক দিলে আপনার জিমেইলে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটা বসিয়ে দিলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
ধাপ ৩: কানাডা ভিসা আবেদন ফরম নির্বাচন এবং পূরণ
এরপর আপনাকে “Find an application form” অপশনে ক্লিক দিয়ে কানাডা ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা আবেদন ফরম সিলেক্ট করতে হবে।
এরপর পাসপোর্ট এবং প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টস দিয়ে আবেদন ফরমটি পূরণ করতে হবে। এজন্য দক্ষ ও অভিজ্ঞ একজন মানুষের সহযোগিতা নিলে ভালো হয়।
ধাপ ৪: ফি পরিশোধ
আবেদন ফরম পূরণ করার পর আপনাকে ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি প্রদান করা হলে কানাডা ভিসা আবেদন সম্পন্ন হয়ে যাবে।
কানাডা ভিসা ক্যাটাগরি
কানাডা ভিসা ক্যাটাগরিতে স্থায়ী এবং অস্থায়ী ভিসা রয়েছে। স্থায়ী ভিসার মধ্যে রয়েছে স্পাউস বা পার্টনার রেসিডেন্সি, টেম্পোরারি ওয়ার্ক পারমিট, প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম (PNP), ফেডারাল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম (FSWP) এবং অস্থায়ী ভিসার মধ্যে রয়েছে স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, ভিজিটর ভিসা ইত্যাদি।
ভিসার ধরন | উদ্দেশ্য | বিবরণ | আনুমানিক ভিসা খরচ (CAD) |
---|---|---|---|
টুরিস্ট ভিসা | কানাডায় ভ্রমণ করা | কানাডায় ৯০ দিন পর্যন্ত অবস্থান করার অনুমতি দেয়। | $100 থেকে $200 |
স্টাডি পারমিট | কানাডায় পড়াশোনা করা | কানাডায় নির্দিষ্ট সময়ের জন্য পড়াশোনা করার অনুমতি দেয়। | $150 থেকে $250 |
ওয়ার্ক পারমিট | কানাডায় কাজ করা | কানাডায় নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার অনুমতি দেয়। | $150 থেকে $250 |
স্থায়ী বসবাস ভিসা | কানাডায় স্থায়ীভাবে বসবাস | কানাডায় স্থায়ীভাবে বসবাস, কাজ করার, এবং নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেয়। | $1,000 থেকে $2,000 |
কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট ইন বাংলাদেশ
কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট হলো এমন সংস্থা বা ব্যক্তি যারা ভিসা আবেদন প্রক্রিয়াতে সহায়তা করে। তারা আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া, কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করা, এবং সাক্ষাৎকারের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে। উল্লেখ্য, বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিদেশ ভ্রমণ ঝুঁকিপূর্ণ। কারণ বেশিরভাগ এজেন্সি প্রতারণা করে থাকে।
ক্রমিক নম্বর | এজেন্সির নাম | ঠিকানা | ওয়েবসাইট লিংক |
---|---|---|---|
১ | ভিএফএস গ্লোবাল | ৫ম তলা, ডেল্টা লাইফ টাওয়ার, প্লট-৩৭, রোড-৯০, নর্থ গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ | https://www.vfsglobal.com/canada/bangladesh/ |
২ | এপোন ট্যুরস | ২১/১, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ | https://apontours.com/canada-visa/ |
৩ | এক্সেলেন্স ইমিগ্রেশন | ৩০১, ৮ম তলা, ইয়ং স্টার সেন্টার, ২২/এ, রোড-১৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫, বাংলাদেশ | https://www.excellenceimmigrationbd.com/canada-visa/ |
৪ | সীমান্ত ব্রিজ | ৭/১, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ | https://www.borderbridge.com.bd/canada-visa/ |
কানাডা ভিসা সম্পর্কিত আরও আর্টিকেল পড়ুন
ক্রমিক নম্বর | আর্টিকেল লিংক |
---|---|
১ | সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় |
২ | কানাডা যাওয়ার খরচ কত |
৩ | কানাডায় কোন কাজের চাহিদা বেশি |
৪ | কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম |
৫ | কানাডায় সর্বনিম্ন বেতন কত |
আমি কানাডা যেতে চাই
কাজ করার জন্য
ফ্যামিলিকে ভালো রাখার জন্য
আমার কাজের অভিজ্ঞতা আছে
দুবাই নয় বছর কাজ করছি
দুবাই যে কোম্পানির ছিলাম
ওই কোম্পানির নাম হল লোকমান তামির
আমি বিল্ডিং এর এ টু জেড কাজ জানি
আপনার পরিচিত লোকের মাধ্যমে কিংবা বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে।
2024 September intake er jonno canaday ki r akhn o apply kora jabe?
Yes sir. You can apply.
নির্বান শ্রমিক ১০ বছর অভিজ্ঞতা রাজমিস্ত্রি তিন বছরের অভিজ্ঞতা কৃষি তিন বছর ছিলাম ওমানে সৌদি আরবের ছয় বছর
Bangladesh to Canada
আমার কৃষি ফার্ম ট্রাক্টর ড্রাইভিং এবং ট্রাক চালক ১৬ বছরের বেশি অভিজ্ঞতা আছে। এবং লাইসেন্স আছে কি ভাবে কানাডার ভিসা প্রসেসিং করব?
Md. Salim
Chetora Begum
Father: deceased Md. Fazlul Karim
T @ T Kalani
House No. F 1/6 Second Floor
Thana Doublemooring
Post Office port
Agrabad Chittagon
আমি কানাডায় যেতে চাই কি ভাবে যাবো সেই ব্যাপারে সহযোগিতা চাই