কানাডা যাওয়ার যোগ্যতা (ভিসা পাওয়ার সহজ উপায়)

কানাডা যাওয়ার যোগ্যতা জানা আবশ্যক। নতুবা, আপনি কানাডা ভিসা পাওয়ার উপায় জেনেও স্বপ্নের দেশ কানাডায় পাড়ি জমাতে পারবেন না। কারণ উন্নত যে কোন দেশে যেতে হলে অবশ্যই যোগ্যতার মানদন্ড পূরণ করতে হবে।

স্টুডেন্ট ও টুরিস্টদের পছন্দের শীর্ষে রয়েছে কানাডা দেশ। সুন্দর এই দেশে শিক্ষার মান অনেক উন্নত হওয়ায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়ে থাকে।

পাশাপাশি টুরিস্ট ও জব প্রার্থীরাও ভ্রমণ ও কাজের জন্য এই দেশ পছন্দ করে থাকে। যদিও বৈরী আবহাওয়ার কারণে অনেকে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না।

কানাডা যাওয়ার যোগ্যতা থাকলে খুব সহজে স্বপ্নের এই দেশে যাওয়া যায়। কানাডা ভিসা পাওয়ার উপায় জানলে সেটা আপনার জন্য আরও বেশি সহজ হবে। এসব বিষয়ে বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হয়।

কানাডা যাওয়ার যোগ্যতা:

কানাডা যাওয়ার যোগ্যতা মূলত ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে থাকে। অর্থাৎ আপনি কোন উদ্দেশ্যে কানাডা যাবেন সেটার উপর নির্ধারণ করে ভিসা দেওয়া হয়।

আর কানাডা ভিসা ক্যাটাগরি অনুযায়ী কানাডা যাওয়ার যোগ্যতা ভিন্ন হয়ে থাকে। তবে কিছু আবশ্যিক বিষয় রয়েছে যেগুলো সব ধরনের ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে একই।

তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ মানুষ কানাডায় পড়াশোনা, ভ্রমণ কিংবা জবের উদ্দেশ্যে যায়।

কানাডার যাওয়ার আবশ্যিক ডকুমেন্টস

  • বৈধ পাসপোর্ট
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • করোনা ভাইরাসের টিকা কার্ড
  • ব্যাংক স্টেটমেন্ট
  • জন্ম নিবন্ধন সনদ
  • জাতীয় পরিচয় পত্র

আবশ্যিক এই ডকুমেন্টস সকল ভিসার জন্য প্রযোজ্য। সেটা হতে পারে স্টুডেন্ট, ভিজিট কিংবা ওয়ার্ক পারমিট ভিসা।

তবে স্টুডেন্ট, ভিজিট কিংবা ওয়ার্ক পারমিট ভিসায় কানাডায় যেতে চাইলে আরো কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে।

সেগুলো ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা। নিম্নে ভিসা ক্যাটাগরি অনুযায়ী তুলে ধরা হলো:

স্টুডেন্ট ভিসা:

  • IELTS পরিক্ষায় সর্বনিন্ম স্কোর ৬
  • কানাডা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া লেটার অফার
  • অতীতের মূল সার্টিফিকেট সত্যায়িত
  • স্টুডেন্ট আইডেন্টিটি প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

টুরিস্ট ভিসা:

  • হোটেল বুকিং ডকুমেন্টস
  • ব্যাংকের সর্বনিম্ন ব্যালেন্স ১০ লক্ষ টাকা
  • অতীতে ভ্রমণকৃত দেশের প্রমাণপত্র

ওয়ার্ক পারমিট ভিসা:

  • কানাডার যাওয়ার আবশ্যিক ডকুমেন্টস
  • এলএমআইএ নাম্বার
  • বয়স ৪৫ বছরের কম
  • জব অফার লেটার

কানাডা ভিসা পাওয়ার সহজ উপায়

কানাডায় বিভিন্ন উপায়ে যাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো ফ্যামিলি স্পন্সরশিপ। এই ভিসায় আপনি খুব সহজে স্বপ্নের দেশে যেতে পারবেন।

কানাডায় যদি আপনার পরিবারের সদস্য কিংবা আত্মীয়-স্বজন থাকে তাহলে খুব সহজে ভিসা পাওয়া সম্ভব। এক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা শতভাগ।

এ ভিসায় ভিসায় কানাডায় গিয়ে আপনি পড়াশোনা, ভ্রমণ কিংবা চাকরি করতে পারবেন। এভাবে কানাডার নাগরিকত্বও পাওয়া সহজ।

পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন ছাড়া  যদি কানাডার স্থানীয় নাগরিক স্পন্সর করে তাহলেও খুব সহজে স্বপ্নের দেশ কানাডার ভিসা পাওয়া সম্ভব।

টুরিস্ট ভিসায় কানাডায় যেতে চাইলে অবশ্যই অনেকগুলো দেশ ভ্রমণ করতে হবে। তবে যে কোনো দেশ ভ্রমণ করলে চলবে না। আপনাকে কিছু ভালো মানের দেশে ঘুরতে যেতে হবে। এতে আপনার প্রোফাইল শক্তিশালী হবে।

আর এটা খুব অল্প সময়ের ব্যবধানে করতে হবে।এতে তারা বিশ্বাস করবে আপনি আসলে একজন ভ্রমন প্রিয় মানুষ।

প্রথমে আপনি থাইল্যান্ড যেতে পারেন। এরপর থাইল্যান্ড থেকেই সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া যেতে পারেন।

এরপর একমাস বিরতি দিয়ে কম্বোডিয়া থেকে ভিয়েতনাম ভ্রমণ করতে পারেন। এরপর মধ্যপ্রাচ্যের সে কোনো দেশ যেমন: দুবাই থেকে মিশর গ্রুপ প্যাকেজ টুর দিতে পারেন।

এরপর আপনি যুক্তরাজ্যের ভিসার আবেদন করতে পারেন। অতীতের তুলনায় বর্তমানে যুক্তরাজ্যের ভিসা পাওয়া অনেক সহজ। যদিও যুক্তরাজের ভিসা পেতে সময় বেশি লাগে কিন্তু সকল ডকুমেন্টস ঠিক থাকলে পেয়ে যাবেন।

যুক্তরাজের ভিসার মেয়াদ থাকাকালীন আপনি সেনজেনের ভিসার আবেদন করতে পারেন। এভাবে একসাথে দুইটি দেশ ট্রাভেল করতে পারেন।

যদি অনেকে অনেক আগে ভিজিট করে থাকেন কোন দেশ তাহলে অবশ্যই সাম্প্রতিক সময়ে কয়েকটি দেশ ভ্রমণ করবেন।

এভাবে শক্তিশালী স্ট্রং ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে হবে। এরপর কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। এই কৌশল অবলম্বন করে ভিজিট ভিসার আবেদন করলে আশা করি Approval পাবেন।

স্টুডেন্ট ভিসায় কানাডায় যেতে হলে অবশ্যই IELTS পরিক্ষায় সর্বনিন্ম স্কোর ৬ থাকতে হবে। এরপর কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে।

কানাডা ভিসা সম্পর্কিত আরও আর্টিকেল পড়ুন

ক্রমিক নম্বর আর্টিকেল লিংক
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
কানাডা যাওয়ার খরচ কত
কানাডায় কোন কাজের চাহিদা বেশি
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম
কানাডায় সর্বনিম্ন বেতন কত

6 thoughts on “কানাডা যাওয়ার যোগ্যতা (ভিসা পাওয়ার সহজ উপায়)”

  1. আমি বাংলাদেশের ড্রাইভার হেভি ড্রাইভিং লাইসেন্স আমি কানাডায় ড্রাইভিং ভিসা যেতে চাই করণীয় কি কিভাবে সরকারিভাবে অল্প টাকায় যেতে পারবো কালারায় যেতে পারবো সহজ উপায় দাদা থাকলে অবশ্যই আমাকে

    Reply
  2. আমি পারলারের কা পারি আমি বেবি দেখা শুনার কাজ্ব করতে চাই কেউ যদি আমাকে এই সুজুগ দেয় তাহলে আমি জেতে রাজি আছি

    Reply

Leave a Comment