জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা চেক করুন

এখন অনলাইনে ঘরে বসে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা চেক করতে পারবেন। তবে এজন্য অবশ্যই প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন আইডি। আপনার জন্ম নিবন্ধনে কোন ধরনের ভুল থাকলে সেটি অবশ্যই সংশোধন করে দেওয়া উচিত। এই কাজটি আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই করতে পারবেন।

অফলাইনে সনদ সংশোধন আবেদন করতে হলে অ্যাপ্লিকেশন আইডি নিয়ে আপনাকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। তবে আপনি চাইলে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবে।

এই আর্টিকেলে আমরা জানবো, অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের অবস্থা যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা চেক কি কি লাগবে

জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা দেখার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়বে। স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ অপরিহার্য। এছাড়া সংশোধন আবেদনকারীর কিছু ইনফরমেশনের প্রয়োজন পড়বে।

যেমন: জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের অ্যাপ্লিকেশন আইডি এবং আবেদনকারীর সঠিক জন্ম তারিখ। এই তথ্যগুলো থাকলে আপনি ঘরে বসে অনলাইনে হাতে থাকা মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা চেক করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা চেক করার নিয়ম

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার সাধারণত ১৫ থেকে ২০ দিনের মধ্যে তথ্য সংশোধন হয়ে থাকে। সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সাবমিট করলে অল্প সময়ের মধ্যে সংশোধন হয়ে যাবে। কিন্তু সঠিকভাবে ডকুমেন্টস সাবমিট না করলে সংশোধনের অনুমোদন পাওয়া যায় না।

আপনার জন্ম নিবন্ধন সংশোধনের আবেদনটি সম্পন্ন হয়েছে কিনা, পেন্ডিং আছে কিনা অথবা রিজেক্ট করছে কিনা সেটা আপনি ঘরে বসে অনলাইনে চেক করে নিতে পারবেন। যদি সংশোধন আবেদন সম্পন্ন হয়ে যায় তাহলে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন কার্যালয়ের অফিস থেকে জন্ম নিবন্ধনটি সংগ্রহ করতে পারবেন।

আর যদি রিজেক্ট হয় তাহলে আপনাকে পুনরায় জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে হবে। মনে রাখবেন, বর্তমানে সাত বারের বেশি জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা যায় না। কিভাবে জন্ম নিবন্ধন সংশোধনের বর্তমান অবস্থা চেক করবেন সেই পদ্ধতি নিচে দেওয়া হলো। আপনাকে সেটি ধাপে ধাপে অনুসরণ করতে হবে।

  • প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন সংশোধনের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক bdris.gov.bd/br/application/status ভিজিট করতে হবে।
  • উক্ত লিংকে ভিজিট করার পর আপনাকে “জন্ম তথ্য সংশোধন এর আবেদন” নামক অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে সংশোধনের আবেদনকারীর অ্যাপ্লিকেশন আইডি নম্বর এবং তার জন্ম তারিখ সঠিকভাবে বসাতে হবে।
  • এরপর আপনাকে দেখুন অপশনে ক্লিক দিতে হবে। তাহলেই দেখতে পারবেন আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা।

আপনার জন্ম নিবন্ধন সংশোধন যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনাকে জানিয়ে দেয়া হবে। আবেদন গ্রহণ না করা হলেও আপনাকে জানিয়ে দেয়া হবে। আবেদন গ্রহণ করলে স্থানীয় সরকারের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদটি সংগ্রহ করতে পারবেন। এজন্য আপনাকে আপনার পৌরসভা/ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

Leave a Comment