মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক [২টি নিয়ম]

এখন অনলাইনে ২ মিনিটে মালায়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করা যায়। এই কাজটি আপনি চাইলে ঘরে বসেই মোবাইল দিয়ে করতে পারবেন। 

দুটি পদ্ধতিতে আপনি মালেশিয়া মেডিকেল রিপোর্ট চেকিং করতে পারবেন।

  • পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক মালয়েশিয়া
  • নাম দিয়ে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

মালয়েশিয়ায় কাজ করার জন্য ওয়ার্ক পারমিট পেতে হলে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।মেডিকেল রিপোর্টটি “FIT” দেখালে আপনার ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যদি “UNFIT” দেখায় তাহলে আপনার ভিসার আবেদনটি বাতিল হবে। 

তাই মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ধাপ অতিক্রম করতে না পারলে মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ মেডিকেল পরীক্ষায় আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

আপনি চাইলে দুটি নিয়মেই অনলাইনে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। আরও জানতে পড়ুন মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক মালয়েশিয়া

মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রথমে আপনাকে মালয়েশিয়ার অফিসিয়াল একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এজন্য চাইলে আপনি আপনার মোবাইল কিংবা ল্যাপটপে থাকা ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে পারেন।

গুগলে “myimms fomema” লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে আপনাকে প্রবেশ করতে হবে। অথবা আপনি চাইলে সরাসরি এই লিংকে ক্লিক দিয়ে ভিজিট করতে পারেন।

মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর নিচের মত আপনার সামনে একটি পেজ আসবে।

  • No Passport: এই বক্সে আপনার পাসপোর্টের নাম্বারটি বসাতে হবে।
  • Warganegara: এই বক্সে আপনার দেশের নাম বসাতে হবে। বাংলাদেশী নাগরিক হলে অবশ্যই উক্ত বক্সে “BANGLADESH” বসাবেন।
  • Carian: আপনার পাসপোর্ট নম্বর এবং দেশের নাম সঠিকভাবে বসানোর পর আপনাকে ডান পাশে থাকা “Carian” অপশনে ক্লিক দিতে হবে। আরও জানতে পড়ুন মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা বেতন কত

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

এই পদ্ধতিতে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনাকে উক্ত ওয়েবসাইটে পুনরায় ভিজিট করতে হবে। আপনি উপরে উল্লেখিত লিংকে ক্লিক দিয়ে আগের মত প্রথম পেজে যাবেন। এরপর দেখবেন ডান পাশে নাম দিয়ে চেক করার অপশন রয়েছে।

  • Nama: এই বক্সে আপনার নামটি সঠিকভাবে বসাতে হবে। পাসপোর্টে যেরকম রয়েছে হুবহু সেরকমভাবে বসাতে হবে।
  • এরপর আগের মতই আপনার দেশের নাম বসিয়ে “Carian” অপশনে ক্লিক দিতে হবে।

“Carian” অপশনে ক্লিক দিলে আপনার মেডিকেল রিপোর্টের অবস্থা “Fit” বা “Unfit” দেখাবে।

  • Fit: আপনি মালয়েশিয়া ভ্রমণের জন্য স্বাস্থ্যগতভাবে উপযুক্ত।
  • Unfit: আপনি মালয়েশিয়া ভ্রমণের জন্য স্বাস্থ্যগতভাবে অনুপযুক্ত।

আপনি চাইলে মেডিকেলে রিপোর্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার মেডিক্যাল স্ট্যাটাস ফিট হলে মেডিকেল সেন্টার থেকে রিপোর্টটি সংগ্রহ করতে পারবেন। অনলাইন মেডিকেল স্ট্যাটাস রিপোর্টে আপনি আপনার পাসপোর্ট নম্বর, নাম, তারিখ এবং ফলাফল দেখতে পারবেন। আরও জানতে পড়ুন মালয়েশিয়া কাজের বেতন কত

আমাদের পরামর্শ

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক অনলাইন করার জন্য আপনার পাসপোর্ট এবং ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট। এই দুটি জিনিস থাকলে আপনি ঘরে বসেই রিপোর্ট চেক করতে পারবেন যার কারণে আপনাকে দীর্ঘদিন মেডিকেল পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না। আপনার মেডিকেল রিপোর্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আপনি যে মেডিকেল সেন্টার থেকে পরীক্ষা দিয়েছেন সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আরও জানতে পড়ুন মালয়েশিয়া ভিসার দাম কত

Leave a Comment