মেডিকেল রিপোর্ট চেক সৌদি [সর্বশেষ আপডেট]

এখন ঘরে বসে পাসপোর্ট নাম্বার কিংবা ওয়াফিদ স্লিপ নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক সৌদি করা যায়। অনলাইনে মেডিকেল চেকিং করে জানতে পারবেন আপনি ফিট নাকি আনফিট। পাশাপাশি মেডিকেল রিপোর্টটি ডাউনলোড করে নিতে পারেন। সৌদি আরবে যেতে হলে মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট থাকা লাগবে। এটা ছাড়া ভিসা আবেদন করা যাবে না।

মেডিকেল পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পেতে কয়েকদিন অপেক্ষা করতে হয়। অনেক সময় মেসেজের মাধ্যমে মেডিকেল রিপোর্ট জানাতে দেরি করে থাকে। যার কারণে দ্রুত জানতে পারেন না আপনি আসলে মেডিকেলে ফিট হয়েছেন কিনা। তবে এই কাজটি আপনি চাইলে অনলাইনে মেডিকেল স্ট্যাটাস চেকিং করার মাধ্যমে করতে পারেন। আপনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।

এই আর্টিকেলে আমরা জানবো, সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত । এজন্য আপনাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়তে হবে।

মেডিকেল রিপোর্ট চেক সৌদি

মেডিকেল রিপোর্ট চেক সৌদি করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটটিতে দুইভাবে মেডিকেল রিপোর্ট চেক করার অপশন রয়েছে। আপনি চাইলে Passport Number  অথবা Wafid Slip Number দিয়ে মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস চেক করতে পারেন। আপনার পাসপোর্ট নাম্বার অথবা ওয়াফিদ স্লিপ নাম্বর এবং জাতীয়তা বসিয়ে সার্চ অপশনে ক্লিক দিলে আপনার মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস চলে আসবে। আরও জেনে রাখুন সৌদি আরব কোন ভিসা ভালো

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক

  • পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল এই লিংকে ভিজিট করতে হবে। অথবা গুগলে সার্চ দিতে পারেন “wafid.com medical” লিখে। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি আপনার সামনে আসবে সেটাতে ভিজিট করতে হবে।
  • এরপর আপনাকে “By Passport Number” অপশনটি সিলেক্ট করে আপনার পাসপোর্ট নম্বরটি বসাতে হবে।
  • “Nationality” এর জায়গায় জাতীয়তা বসাতে হবে। অর্থাৎ আপনি বর্তমানে কোন দেশের নাগরিক সেই দেশের জাতীয়তা এই অপশনে বসাতে হয়। আপনি বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশী সিলেক্ট করতে হবে।
  • পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা সঠিকভাবে বসানোর পর আপনাকে “Check” অপশনে ক্লিক দিতে হবে।

Wafid Slip Number দিয়ে সৌদি মেডিকেল চেক

  • আগের লিংকটিতে পুনরায় ভিজিট করবেন।
  • এরপর আপনাকে “Wafid Slip Number” অপশনটি সিলেক্ট করে আপনার স্লিপ নম্বরটি বসাতে হবে।
  • এরপর আপনি বাংলাদেশের নাগরিক হলে জাতীয়তা হিসেবে বাংলাদেশী সিলেক্ট করে দিবেন।
  • সর্বশেষ চেক অপশনে ক্লিক দিলে আপনার কাঙ্খিত মেডিকেল রিপোর্টের স্ট্যাটাস দেখতে পারবেন।

চেক অপশনে ক্লিক দিলে আপনার সামনে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট হাজির হবে। আপনি ফিট নাকি আনফিট হয়েছেন সেটা স্ট্যাটাস রেজাল্টে দেখাবে। এই রিপোর্টটি আপনি চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করেও নিতে পারবেন।

এজন্য আপনাকে “PDF” নামক অপশনে ক্লিক দিতে হবে। আশা করছি, সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও বুঝতে কোন ধরনের সমস্যা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া আপনি আরও জানতে পারেন সৌদি ভিসা চেক

Leave a Comment