রোমানিয়া ভিসা নিয়ে এই বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। গত বছরে রোমানিয়া সরকার ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে নিয়ম কানুনের কিছুটা পরিবর্তন করেছিল। এই বছরের মার্চ মাসের শেষের দিকে রোমানিয়া দেশটির সেনজনভুক্ত হয়েছে। যার কারণে এই দেশের নাগরিকরা এখন কোন রকমের ভিসা ছাড়াই ইউরোপের সেনজেনভুক্ত ২৭টি দেশে যাতায়াত করতে পারবে।
সেনজেন দেশের সুবিধা এখন থেকে তারা পরিপূর্ণভাবে ভোগ করতে হবে। যদিও কিছুদিন আগে তারা আংশিক সেনজেনভুক্ত হয়েছিল। তবে বর্তমানে সেনজেনভুক্ত দেশের পূর্ণ সদস্য পদ লাভ করেছে।
এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি রোমানিয়া ভিসা আপডেট সম্পর্কে জানতে পারবেন। গত বছর এবং এই বছরে রোমানিয়া ভিসা পাওয়ার নিয়ম কানুনের কিছুটা পরিবর্তন হয়েছে। যেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
রোমানিয়া সর্বশেষ ভিসা আপডেট
যারা রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে স্বপ্নের দেশ রোমানিয়ায় যেতে চাচ্ছেন তাদের জন্য এখন ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল হয়ে গেছে। এখন চাইলেই খুব সহজে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাচ্ছে না। সরকার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কানুনের কিছুটা পরিবর্তন করেছে। তবে অন্যান্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়ম কানুনের কোন ধরনের পরিবর্তন হয় নি। সেনজেনভুক্ত হওয়ার আগে থেকেই এই নিয়ম-কানুন চালু ছিল। যেটা বর্তমানেও চালু রয়েছে।
রোমানিয়া ভিসার নতুন নিয়ম
- ভিসা আবেদনের জন্য আপনাকে অবশ্যই একটি রোমানিয়ান কোম্পানির কাছ থেকে কাজের অফার পেতে হবে।
- আপনার মাসিক বেতন কমপক্ষে ২,৫০০ ইউরো হতে হবে।
- আপনাকে রোমানিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
রোমানিয়ার কোনো দূতাবাস বাংলাদেশে নেই। যার কারণে আপনাকে ভারতে গিয়ে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। রোমানিয়া কাজের উদ্দেশ্যে গেলে অবশ্যই জেনে নেবেন রোমানিয়া বেতন কত। আর যারা কম খরচে যেতে চান তাদেরকে অবশ্যই সরকারিভাবে যেতে হবে। এজন্য আপনাকে সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় জানতে হবে।
রোমানিয়া ভিসা প্রসেসিং এজেন্সি
কাজের জন্য রোমানিয়া বর্তমানে বাংলাদেশীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এই দেশে যেতে পারলে পাবেন উন্নত জীবনযাত্রার মান, উচ্চ বেতন এবং কর্মসংস্থানের সুযোগ ইত্যাদি। আপনি যদি রোমানিয়ায় কাজ করার স্বপ্ন দেখে থাকেন তাহলে একটি বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে আগে থেকেই জেনে রাখবেন রোমানিয়া যেতে কত টাকা লাগে। তাহলে ভিসার দাম সম্পর্কে আগে থেকে ধারণা রাখতে পারবেন।
রোমানিয়া রিক্রুটিং এজেন্সি নির্বাচন করার সময়:
- এজেন্সির লাইসেন্স আছে কিনা তা নিশ্চিত করুন।
- এজেন্সির অভিজ্ঞতা ও সুনাম সম্পর্কে খোঁজ নিন।
- এজেন্সির ফি সম্পর্কে স্পষ্ট ধারণা নিন।
- এজেন্সির সাথে চুক্তি করার আগে সব শর্তাবলী ভালোভাবে বুঝে নিন।
- প্রতারক এজেন্সিদের বিষয়ে সচেতন থাকুন।
- কোনো এজেন্সিকে অগ্রিম টাকা দেওয়ার আগে ভালোভাবে খোঁজ নিন।
- আপনার ব্যক্তিগত তথ্য সাবধানে শেয়ার করুন।
একটি ভালো রিক্রুটিং এজেন্সির সাহায্যে আপনি আপনার স্বপ্নের চাকরি পেতে পারেন। এজেন্সিগুলো রোমানিয়ার বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ থাকে এবং তারা আপনার দক্ষতা ও অভিজ্ঞতার সাথে মানানসই চাকরি খুঁজে বের করতে পারবে।
এজেন্সি আপনাকে ভিসা আবেদন, কর্মসংস্থানের অনুমতি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজে সাহায্য করবে। এজেন্সি আপনার থাকার ব্যবস্থা, যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহায়তা করতে পারে। এমন একটি ভিসা কনসালটেন্ট এজেন্সির তথ্য নিচে দেওয়া হলো:
- Name: VISAThing
- Address: 1st Floor, Homestead Gulshan Link Tower, Gulshan-Badda link Road, Gulshan-1, Dhaka-1212
- Email: cr@visathing.com
- Support: (+88) 0196 777 7788 (Hotline)
রোমানিয়া ভিসা কি বন্ধ?
না, রোমানিয়া ভিসা বন্ধ নয়। তবে, ২০২৩ সালের আগস্ট মাস থেকে রোমানিয়া সরকার ওয়ার্ক পারমিট ভিসার কিছু নিয়ম কানুন পরিবর্তন করেছে যার ফলে ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল হয়েছে। তবে ভিসা পাওয়া একেবারে অসম্ভব নয়।
রোমানিয়া এম্বাসি কি বাংলাদেশে আছে?
না, বর্তমানে বাংলাদেশে রোমানিয়ার কোনো দূতাবাস নেই। তবে রোমানিয়ার ভিসা ও কনস্যুলার সেবা গ্রহণের জন্য বাংলাদেশীদের ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়ান দূতাবাসে যেতে হবে।
ভারতের রোমানিয়ান দূতাবাস
- ঠিকানা: 3/6 Shanti Niketan, 110021, New Delhi, India
- ফোন: +91 11 24111014, +91 11 24111016, +91 11 24111017
- ফ্যাক্স: +91 11 24111020
- ইমেইল: newdelhi@mae.ro
- ওয়েবসাইট: newdelhi.mae.ro/en
রোমানিয়া কি সেনজেন ভুক্ত দেশ?
হ্যাঁ, রোমানিয়া ২০২৪ সালের ৩১ মার্চ থেকে সেনজেনভুক্ত একটি দেশ। তাই রোমানিয়ান নাগরিকরা এখন পাসপোর্ট ছাড়াই সেনজেনভুক্ত যেকোনো দেশে ভ্রমণ করতে পারবেন। আপনি সেনজেন দেশের সুবিধা কি এবং ইউরোপের সেনজেনভুক্ত দেশের তালিকা জেনে রাখুন।
ভালো এজটা একটা এজেন্সি
বলেব যে সেখান থেকে যাওয়া যাবে
নাম বলবেন কি