এই আর্টিকেলে বিভিন্ন সেক্টর অনুযায়ী সৌদি আরবের কোম্পানি নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু এবং বিশ্বের বৃহত্তম তেল রিজার্ভের অধিকারী দেশ। তেল ও গ্যাসের উপর নির্ভরশীল এই দেশটি বর্তমানে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার দিকে মনোযোগ দিচ্ছে। প্রতি বছর হাজার হাজার শ্রমিক সৌদির বিভিন্ন কোম্পানিতে নিয়োগ দিচ্ছে। বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে কোম্পানি ভিসা নিয়ে যেতে চান তাদের অবশ্যই সৌদি আরবের কোম্পানি নাম এর তালিকা জানা লাগবে।
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এই রাষ্ট্রে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। যেমন: টেলিকমিউনিকেশন এবং আইটি কোম্পানি, তেল ও গ্যাস কোম্পানি, উৎপাদন কোম্পানি, ঔষধ কোম্পানি ইত্যাদি। কোম্পানি ভিসা নিয়ে সৌদি আরবে যাওয়ার পূর্বে সকলের সৌদি আরবের কোম্পানি নাম জেনে নেওয়া উচিত। এতে করে দালালেরা আপনাদের সাথে প্রতারণা করতে পারবে না। কোম্পানির চাকরিতে সুযোগ-সুবিধা একটু বেশি পাওয়া যায় যার কারণে দালালেরা এই ভিসা নিয়ে প্রতারণা বেশি করে থাকে।
সৌদি আরবের কোম্পানিতে শ্রমিকেরা দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। এর মধ্যে জনপ্রিয় কিছু কাজ হলো মেকানিক, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ক্লিনার, ড্রাইভিং, ফ্যাক্টরি শ্রমিক, নিরাপত্তা রক্ষী, কুক, শেফ, সেলসম্যান, ওয়েটার এবং স্টোরকিপার ইত্যাদি। এছাড়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রকৌশলী, ডাক্তার ও হিসাবরক্ষক ইত্যাদি কাজ করতে পারবেন।
সৌদি আরবের কোম্পানি নাম
সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরির কোম্পানি রয়েছে। যারা সৌদি কোম্পানি ভিসা নিয়ে যেতে চান তাদের অবশ্যই সৌদি আরবের কোম্পানিগুলোর নাম সেক্টর অনুযায়ী জানা উচিত। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দালালেরা আপনার সাথে প্রতারণা করতে পারবে না। তাই আমরা আপনাদের সৌদি আরবের কিছু জনপ্রিয় কোম্পানির নাম জানাবো।
সৌদি আরবের ১০টি টেলিকমিউনিকেশন কোম্পানি নাম
ক্রমিক নম্বর | কোম্পানির নাম |
---|---|
১ | STC Group (এসটিসি গ্রুপ) |
২ | Mobily (মোবিলি) |
৩ | Zain KSA (জেইন কেএসএ) |
৪ | Careem (কেরিম) |
৫ | Haraj (হারাজ) |
৬ | Noon (নুন) |
৭ | STC Solutions (এসটিসি সলুউশন) |
৮ | Elm (এলম) |
৯ | Saudi Telecom Company (STC) (সৌদি টেলিকম কোম্পানি (এসটিসি)) |
১০ | Abdullah Al Othaim Markets (আবদুল্লাহ আল ওথাইম মার্কেটস) |
সৌদি আরবের আইটি কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের কাজ করা হয়। এর মধ্যে রয়েছে:
- সফটওয়্যার ডেভেলপমেন্ট
- সাইবার সিকিউরিটি
- ওয়েব ডেভেলপমেন্ট
- ওয়েবসাইট ডিজাইন
- টেলিকমিউনিকেশন
- ক্লাউড কম্পিউটিং
- অন্যান্য কাজ
সৌদি আরবের ১০টি জনপ্রিয় তেল কোম্পানি নাম
ক্রমিক নম্বর | কোম্পানির নাম |
---|---|
১ | সৌদি আরামকো (Saudi Aramco) |
২ | সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (SABIC) |
৩ | সৌদি কায়ান |
৪ | ইয়ানবু অ্যারামকো সিনোপেক রিফাইনিং কোম্পানি |
৫ | লুবরেফ (Luberef) |
৬ | আরবিয়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি |
৭ | সৌদি অ্যারামকো জিডি |
৮ | পেট্রো রাবিঘ (Petro Rabigh) |
৯ | রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড |
১০ | চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (CNPC) |
সৌদি আরবের ১০টি ভোগ্যপণ্য কোম্পানি নাম
ক্রমিক নম্বর | কোম্পানির নাম |
---|---|
১ | Savola Group |
২ | Almarai Company |
৩ | Arabian Food Industries (Domty) |
৪ | Al Othaim Holding Group |
৫ | National Food Industries Company Ltd. (NFIC) |
৬ | Al Rabie Saudi Foods Co. Ltd. |
৭ | United Matbouli Group (UMG) |
৮ | Saudia Dairy & Foodstuff Company (Sadafco) |
৯ | Almunajem Foods Company |
১০ | Al Sorayai Group |
সৌদি আরবের ১০টি মেডিসিন কোম্পানি নাম
ক্রমিক নম্বর | কোম্পানির নাম |
---|---|
১ | সৌদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি (SPI) |
২ | ইবনে সিনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি |
৩ | ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি (NPI) |
৪ | সৌদি অ্যাডভান্সড ফার্মাসিউটিক্যাল কোম্পানি (SAPCO) |
৫ | তাবুক ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TABUK) |
৬ | আল-রাজি ফার্মাসিউটিক্যাল কোম্পানি |
৭ | ইউনাইটেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি (UPC) |
৮ | আল-মোয়াজাহ ফার্মাসিউটিক্যাল কোম্পানি |
৯ | রিম ফার্মাসিউটিক্যালস কোম্পানি |
১০ | জাফার ফার্মাসিউটিক্যালস কোম্পানি |
সৌদি আরবের ১০টি কনস্ট্রাকশন কোম্পানি নাম
ক্রমিক নম্বর | কোম্পানির নাম |
---|---|
১ | আল-রাজ্জি কোম্পানি |
২ | Haji Abdullah Alireza & Co. Ltd. |
৩ | আল-Khodari Group |
৪ | বিনলাদিন কন্ট্রাক্টিং গ্রুপ |
৫ | সৌদি ওজার লিমিটেড |
৬ | আরবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি |
৭ | ন্যাশনাল কন্ট্রাক্টিং কোম্পানি |
৮ | Al-Motaheda |
৯ | সৌদি বিনলাদিন গ্রুপ |
১০ | Arabian International Company for Power and Water Projects (ACWA Power) |
সৌদি আরবে কোম্পানি ভিসা নিয়ে যেতে চান তারা অবশ্যই সৌদি আরব কোম্পানি ভিসা সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। তাহলে সৌদি কোম্পানি ভিসা আবেদন করার নিয়ম, বেতন এবং খরচ সম্পর্কে জানতে পারবেন।