ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত একটি দেশ। বাংলাদেশ থেকে অনেক মানুষ ভ্রমণ, পড়াশোনা ও কাজের জন্য ইউরোপের এই দেশটিতে যেতে চায়। কিন্তু বেশিরভাগ মানুষ ফিনল্যান্ড যাওয়ার নিয়ম জানে না। দেশটি ইউরোপের উত্তর-পশ্চিমে বাল্টিক সাগরের তীরে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতিগুলোর মধ্যে একটি এবং মাথাপিছু আয় বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি। তাই ফিনল্যান্ডে কাজের বেতন বেশি।
শিল্প প্রধান ইউরোপের এই দেশটিতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। যারা স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে উন্নত এই দেশটিতে পাড়ি জমাতে চাচ্ছেন তাদের ফিনল্যান্ড যেতে কত টাকা লাগে অবশ্যই জানতে হবে। কারণ দেশটিতে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষের প্রতিবন্ধকতা হলো ভিসা খরচ। যতই উন্নত জীবনযাপনের মান এবং শিক্ষার মান হোক না কেন ফিনল্যান্ড ভিসা দাম কত না জেনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া যাবে না।
ফিনল্যান্ড যাওয়ার নিয়ম
ফিনল্যান্ড যাওয়ার জন্য সেনজেন ভিসার প্রয়োজন হয়। দেশটিতে প্রধানত আপনি তিনটি ক্যাটাগরির ভিসাতে যেতে পারবেন। যেমন: ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, কাজের ভিসা। দেশটিতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি বাছাই করতে হয়।
ফিনল্যান্ড ভিজিট ভিসা
ফিনল্যান্ড অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের একটি দেশ। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা দেশটিতে ভ্রমণের জন্য যেতে চায়। তবে এজন্য প্রয়োজন হবে ফিনল্যান্ড ভিজিট ভিসা। এই ভিসা পেতে হলে আপনার ট্রাভেল হিস্ট্রি, ব্যাংক স্টেটমেন্ট, বেতনের স্লিপ ইত্যাদির প্রয়োজন হবে। আপনি নিজেকে পর্যটক প্রমাণ করতে না পারলে ফিনল্যান্ড ভিজিট ভিসা পাবেন না।
ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা
উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ড পৃথিবী বিখ্যাত। আপনি বাংলাদেশ থেকে দেশটিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারবেন। স্কলারশিপ নিয়ে দেশটিতে পড়াশোনা করতে গেলে অনেক সুযোগ-সুবিধা পাবেন। কারণ দেশটি প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার জন্য অবশ্যই দেশটির সরকার স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির লেটার লাগবে। পাশাপাশি আপনার আর্থিক সচ্ছলতা থাকলে দেশটিতে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে পাড়ি জমাতে পারবেন।
ফিনল্যান্ড কাজের ভিসা
এটি উন্নত দেশ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের কর্মীদের কাছে ফিনল্যান্ড কাজের ভিসার চাহিদা সবচেয়ে বেশি। দেশটিতে কাজের বেতন সাধারণত অনেক বেশি হয়ে থাকে। দেশটিতে কাজের ভিসা নিয়ে যাওয়ার জন্য দেশটির যেকোনো প্রতিষ্ঠানের নিয়োগকর্তা কর্তৃক কাজের অফার লেটার পেতে হবে। দেশটিতে দক্ষ এবং অদক্ষ কর্মীদের কাজের ভিসা নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন ফিনল্যান্ড কাজের ভিসা পাওয়ার উপায়।
এই তিনটি নিয়মে আপনি স্বপ্নের দেশ ফিনল্যান্ডে পাড়ি জমাতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে উপযুক্ত ভিসার ধরন নির্বাচন করতে হবে। এরপর আপনার নির্বাচিত ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।
আপনি অনলাইনে ভিসা আবেদনের পাশাপাশি ফি পরিশোধ করতে পারবেন। তারপর দূতাবাসে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আপনি চাইলে সরকারি ও বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারবেন।
আরও পড়ুন: ফিনল্যান্ড বেতন কত
ফিনল্যান্ড যেতে কি কি লাগে
- ভিসা
- পাসপোর্ট
- বিমান টিকিট
- পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জব অফার লেটার (ওয়ার্ক পারমিট ভিসা)
- ফিনল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির লেটার (স্টুডেন্ট ভিসা)
- ব্যাংক স্টেটমেন্ট
- ট্রাভেল রেকর্ড
- ভিসা এপ্লিকেশন ফরম
- কাজের দক্ষতার সার্টিফিকেট (ওয়ার্ক পারমিট ভিসা)
- কাজের অভিজ্ঞতার প্রমাণ (ওয়ার্ক পারমিট ভিসা)
- মেডিকেল সার্টিফিকেট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
ফিনল্যান্ড যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে সাধারণত মানুষ স্টুডেন্ট, ভিজিট এবং কাজের ভিসা নিয়ে দেশটিতে যায়। ভিসা ক্যাটাগরি অনুযায়ী ফিনল্যান্ড যেতে কত টাকা লাগে সেটা পরিবর্তিত হয়। আপনি নিজে যদি ফিনল্যান্ড ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন তাহলে অল্প খরচে স্বপ্নের দেশটিতে যেকোনো ভিসা নিয়ে যেতে পারবেন। নিজে নিজে আবেদন করার জন্য আপনাকে ভারতের নয়া দিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসে যোগাযোগ করতে হবে। তবে আপনি চাইলে বিভিন্ন সরকারি ও বেসরকারি এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং সম্পন্ন করতে পারেন। তবে এক্ষেত্রে সাধারণত খরচ বেশি হয়ে থাকে।
ক্রমিক নম্বর | ভিসা ক্যাটাগরি | ভিসার দাম (টাকা) |
---|---|---|
১ | স্টুডেন্ট ভিসা | ৪-৫ লক্ষ |
২ | ওয়ার্ক পারমিট ভিসা | ১০-১২ লক্ষ |
৩ | ভিজিট ভিসা | ২-৩ লক্ষ |
ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার উপায়
আপনি যদি ফিনল্যান্ডে ৫ থেকে ৭ বছর বসবাস করে থাকেন তবে দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। যদি কেউ ৫ বছর একটানা দেশটিতে বসবাস করে তবে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। আপনি যদি প্রথম ৫ বছর একটানা বসবাস করতে না পারেন তাহলে আপনাকে ৭ বছর বসবাস করতে হবে। তবে অবশ্যই আপনাকে শেষের ২ বছর একটানা নিরবিচ্ছিন্নভাবে বসবাস করতে হবে। মনে রাখবেন, ফিনল্যান্ড নাগরিকত্ব পেতে অবশ্যই আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। পাশাপাশি আপনাকে দেশটির ভাষা শিখতে হবে।
আরও পড়ুন: ফিনল্যান্ড কি কাজের চাহিদা বেশি
I want to go work permit visa to Findland