ফিনল্যান্ড পৃথিবীর অন্যতম উন্নত ও শান্তিপ্রিয় একটি দেশ। দেশটি প্রতি বছর বিভিন্ন দেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে। দেশটিতে কাজের বেতন তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। এছাড়া বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ হওয়ায় বিভিন্ন দেশ থেকে মানুষ ফিনল্যান্ড কাজের ভিসা নিয়ে যেতে চায়।
তবে বেশিরভাগ মানুষ ফিনল্যান্ড কাজের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে তেমন কিছু জানে না।যারা ইউরোপের দেশটিতে কাজের ভিসা নিয়ে পাড়ি জমাতে চান তারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন। তাহলে ফিনল্যান্ড কাজের ভিসা আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র, বেতন ও খরচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ফিনল্যান্ড কাজের ভিসা আবেদন
ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ। তাই দেশটির কাজের ভিসা পাওয়া তুলনামূলক কঠিন। কারণ দেশটিতে যেতে হলে সেনজেন ভিসার প্রয়োজন। তবে আবেদন করার পূর্বে অবশ্যই একটি জবের অফার সংগ্রহ করতে হবে। এজন্য আপনি অনলাইনে বিভিন্ন ইন্টারন্যাশনাল জব পোর্টালে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারেন।
নিজের যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করবেন। অনুমোদন পেলে আপনাকে তারা ওয়ার্ক পারমিট ও কাজের অফার লেটার দিবে। এরপর আপনি চাইলে নিজে নিজে অথবা বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে ফিনল্যান্ড কাজের ভিসা আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। এরপর আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন করার সময় ভিসা ফি পরিশোধ করুন। আপনাকে দূতাবাসে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর আপনার ফিনল্যান্ড কাজের ভিসা প্রসেসিং শুরু হবে। এই ভিসা প্রসেসিং সম্পন্ন হতে ২ মাস থেকে ৩ মাস সময় লাগতে পারে।
ফিনল্যান্ড কাজের ভিসা পেতে কি কি লাগে
- পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জব অফার লেটার
- ফিনিশ বা সুইডিশ ভাষা দক্ষতা (যদি লাগে)
- কাজের দক্ষতার সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
- মেডিকেল সার্টিফিকেট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
ফিনল্যান্ড সর্বনিম্ন বেতন কত
ফিনল্যান্ড ছোট দেশ হওয়া সত্বেও দেশটি অনেক উন্নত। যার কারণে দেশটিতে কাজের বেতন বেশি। বর্তমানে ফিনল্যান্ড সর্বনিম্ন মাসিক বেতন ১৮০০ ইউরো যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ২,১৬,০০০ টাকা। এই বেতনের উপর ট্যাক্স কর্তন করা হবে। যেনে অবাক হতে পারেন যে দেশটির কর্মীরা মাসে গড়ে কর-পূর্ববর্তী ৪২৫০ ইউরো ইনকাম করে থাকে। দেশটিতে সাধারণত কর্মীদের দৈনিক ৮ ঘন্টা এবং সপ্তাহে ৪০ ঘন্টা কাজের ডিউটি করে থাকে।
আরও পড়ুন: ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার উপায়
ফিনল্যান্ড বেতন কত
দেশটি শিল্প প্রধান হওয়ার কর্মীদের কাজের বেতন তুলনামূলক বেশি। তবে এমনিতেই ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেন অন্তর্ভুক্ত দেশগুলোতে সাধারণত সর্বনিম্ন বেতন কাঠামো অনেক বেশি হয়ে থাকে। তবে ফিনল্যান্ড বেতন কাজের ধরন, যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। কিছু কিছু পেশায় চাইলে মাসে অনেক টাকা ইনকাম করা যায়। তবে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ওভারটাইম করলে আপনি কাজের বেতন বেশি পাবেন। সাধারণত নতুন অবস্থায় যেকোনো দেশে গেলে অভিজ্ঞতার অভাবে কাজের বেতন বেশি টাকা পাওয়া যায় না।
ক্রমিক নম্বর | কাজের ধরন | মাসিক বেতন (টাকা) |
---|---|---|
১ | ফুড ডেলিভারি ম্যান | ২.৫-৪ লক্ষ |
২ | ফ্যাক্টরি জব | ২-৩ লক্ষ |
৩ | ওয়েল্ডার | ২-৩ লক্ষ |
৪ | ইলেকট্রিশিয়ান | ২.৫-৩ লক্ষ |
৫ | প্লাম্বার | ৩-৪ লক্ষ |
৬ | কনস্ট্রাকশন ওয়ার্কার | ২-৩ লক্ষ |
ফিনল্যান্ড কি কাজের চাহিদা বেশি
ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি উন্নত দেশ। দীর্ঘদিন ধরে দেশটিতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের সংকট রয়েছে। তবে যারা দেশটিতে যেতে আগ্রহী তাদের ফিনল্যান্ডে কোন কাজের চাহিদার রয়েছে জানা দরকার। দেশটি শিল্প প্রধান হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি জব পাওয়া যাবে। এছাড়া কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ফুড ডেলিভারি সার্ভিস ইত্যাদি কাজের প্রচুর রয়েছে। এসব কাজ করতে খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। দেশটিতে কাজের ভিসা নিয়ে যাওয়ার পূর্বে এক বা একাধিক কাজে দক্ষতা অর্জন করে অভিজ্ঞতা নিয়ে যাবেন।
আরও পড়ুন: ফিনল্যান্ড যেতে কত টাকা লাগে
Work
Hi iam coming to Finland
Assalamuwalaikum bhai ami bangladesh, Dhaka gazipur thaki amar finland jawar khub eccha
Ami worker permit visa te aste chai akn kivabe asbo apni jodhi aktu help korten ba thik dik gula bolten tahole amr jonno valo hoto .
Bhai total cost hobe jodhi bolten 🙂
work permit visa apply in your country
hello sir.
I am really appreciate to you. I want to go Finland work permit. please give me short guideline.
best regards
sirajul Amin
Sir I want to go to Finland
How do I apply?
I went to know work permit details.
Please contact with a loyal agency. We don’t provide any kind of visa. We only provide visa guideline info. Thank you!
sir.
I am really appreciate to you. I want to go Finland work permit
best regards
Rezaul islam
Please contact with a loyal agency. We don’t provide any kind of visa. We only provide visa guideline info. Thank you!
Hi,
I am really appreciate to you. I want to stray at Finland.
work permit visa apply in your country
thanks & please best trig for mine.
Work permits Visa apply in Your country