ইউরোপের যে কোন দেশে যেতে চাইলে অবশ্যই আপনাকে জানতে হবে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে। কারণ ইউরোপের স্বাধীন দেশ ৪৮টি দেশ রয়েছে। এই দেশগুলোকে ব্যয় বিবেচনায় তিন ক্যাটাগরিতে ভাগ করা যায়। উচ্চ, মধ্যম এবং নিম্ন ব্যয়ের দেশ।
পশ্চিম ইউরোপের দেশগুলোতে ব্যয় তুলনামূলক সবচেয়ে বেশি হয়ে থাকে। আবার ইনকামও সবচেয়ে বেশি হয়ে থাকে এসব দেশে। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, এবং যুক্তরাজ্য ইত্যাদি।
ব্যয় বিবেচনায় মাধ্যমিক ক্যাটাগরিতে রয়েছে মধ্য ইউরোপের দেশগুলো। মধ্য ইউরোপের দেশগুলোর তালিকায় রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এবং সুইজারল্যান্ড ইত্যাদি। পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এসব দেশে জীবনযাত্রার ব্যয় তৃণমূলক কম এবং ইনকামও কম।
ব্যয় বিবেচনায় সবচেয়ে নিম্ন ক্যাটাগরিতে রয়েছে পূর্ব ইউরোপের দেশগুলো। পূর্ব ইউরোপের দেশগুলোর তালিকায় রয়েছে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, লাতভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, এবং স্লোভেনিয়া ইত্যাদি।
আয় ও ব্যয় বিবেচনায় ইউরোপের একেক দেশে যেতে একেক রকম খরচ লাগে। যাদের স্বপ্ন ইউরোপের যেকোনো একটি দেশে পাড়ি জমানো কিন্তু ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে সে সম্পর্কে জানেন না তাদের জন্য এই আর্টিকেলটি।
ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে
ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার খরচ আপনার অবস্থান, ভিসা ক্যাটাগরি এবং ভিসার মেয়াদের উপর নির্ভরশীল। এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ভিসা অ্যাপ্লিকেশন ফি, মেডিকেল ফি, বিমান ভাড়া এবং অন্যান্য খরচ। স্টুডেন্ট, ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের যে কোন দেশে গেলে কত খরচ করবে সেটা সম্পর্কে নিচে একটি আনুমানিক ধারণা দেওয়া হলো:
ইউরোপের অংশ | দেশের নাম | স্টুডেন্ট ভিসা খরচ | ভিজিট ভিসা খরচ | ওয়ার্ক পারমিট ভিসা খরচ |
---|---|---|---|---|
পূর্ব ইউরোপ | রাশিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রতার গুয়ানা, ক্রতারকের রিপাবলিক, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া | ৳৩০০,০০০-৳৭,০০,০০০ | ৳৩,৫০,০০০-৳৭,০০,০০০ | ৳৫,০০,০০০-৳,৭,০০,০০০ |
পশ্চিম ইউরোপ | আইসল্যান্ড, অ্যান্ডোরা, আলবেনিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, ইস্টোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালটা, মন্টিনিগ্রো, হল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো | ৳১০,০০,০০০-৳২০,০০,০০০ | ৳১২,০০,০০০-৳১৬,০০,০০০ | ৳১২,০০,০০০-৳২০,০০,০০০ |
মধ্য ইউরোপ | অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এবং সুইজারল্যান্ড | ৳৪,০০,০০০-৳৭,০০,০০০ | ৳৪,০০,০০০-৳৫,০০,০০০ | ৳১০,০০,০০০-৳১২,০০,০০০ |
কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?
অন্যান্য মহাদেশের তুলনায় ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে যেতে সাধারনত সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে। ইউরোপের মধ্যে এমন কিছু দেশ রয়েছে যেগুলো ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার চেয়ে সেসব দেশে কম খরচ আপনি যেতে পারবেন।
কম খরচে ইউরোপ ভিসা নিয়ে যেসব দেশে যাওয়া যায় সেগুলোর তালিকা নিম্নে দেওয়া হলো:
- রোমানিয়া
- ফ্রান্স
- মালটা
- পর্তুগাল
- সুইজারল্যান্ড
- নেদারল্যান্ড
এসব দেশে বাংলাদেশ থেকে স্টুডেন্ট, টুরিস্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। এসব দেশ ভ্রমণকারীদের জন্য আদর্শ গন্তব্য হতে পারে। কারণ এসব দেশে গেলে পাবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনা দেখার সুযোগ।
উক্ত দেশগুলোতে কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আনুমানিক ৮ থেকে ১২ লক্ষ টাকা খরচ হয়। স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসায় গেলে তুলনামূলক খরচ কম হয়ে থাকে। বাংলাদেশে এসব দেশের দূতাবাস রয়েছে সেখানে যোগাযোগ করে ভিসা আবেদন করতে পারেন এবং প্রয়োজনীয় আরো ইনফরমেশন পেতে পারেন।
ইউরোপের কোন দেশে যাওয়া সহজ?
ইউরোপের সেনজেনভুক্ত যে কোন একটি দেশের ভিসা পেলে আপনি সেনজেনভুক্ত ইউরোপের সকল দেশে ভ্রমণ করতে পারবেন। এজন্য ইউরোপের সেনজেনভুক্ত এবং ননসেনজেনভুক্ত দেশগুলোর তালিকা সম্পর্কে ধারণা নিন। সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে এমন কিছু দেশ রয়েছে যেগুলোতে ভিসা পাওয়া অনেক সহজ।
ইউরোপে সহজে ভিসা পাওয়া যায় এমন কিছু সেনজনভুক্ত দেশের তালিকা নিম্নে দেওয়া হলো:
- আয়ারল্যান্ড
- লিথুনিয়া
- লাতভিয়া
- ফিনল্যান্ড
- স্লোভাকিয়া
উক্ত দেশগুলোর ভিসা অনুমোদন হার অনেক বেশি। এজন্য অবশ্যই উক্ত দেশে যাওয়ার যোগ্যতা নিশ্চিত করতে হবে। এরপর উক্ত দেশের ভিসা আবেদন করলে খুব সহজে ভিসা অনুমোদন পেয়ে থাকেন।
স্টুডেন্ট, ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসা খুব সহজে পাওয়া যায়। উপরোক্ত যে কোন একটি দেশের ভিসা পেয়ে গেলে ইউরোপীয় ইউনিয়নের প্রায় সবগুলো দেশে ভিজিট করতে পারবেন। এসব দেশের জীবনযাপন মান, শিক্ষার মান, চিকিৎসা সেবার মান এবং কাজের মজুরি অনেক বেশি।
ইউরোপ সংক্রান্ত আরও আর্টিকেল পড়ুন
ক্রমিক নম্বর | আর্টিকেল লিংক |
---|---|
১ | ইউরোপে যাওয়ার সহজ উপায় |
২ | ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ |
৩ | ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় |
৪ | ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে |
৫ | ইউরোপে কোন কাজের চাহিদা বেশি |
I have been surfing online more than 4 hours today, yet I never found
any interesting article like yours. It is pretty worth enough for me.
Personally, if all webmasters and bloggers made good content as you did, the net
will be a lot more useful than ever before.
Thanks bro 🥰
ভাই আমি ক্রোয়েশিয়া যেতে চাই ভাই যোগাযোগ কিভাবে করব
আপনার পরিচিত লোকের মাধ্যমে কিংবা বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে।
আমি পর্তুগাল যেতে চাই
Thanks for the information
I need a good job.008801723967460
আ ইয়ার ল্যান্ড।।।। ফ্রান্স যেতে চায়
008801723967460
হোটেল কাজ
I want to go to America
Going to Europe is a dream of mine for a long time. I am willing to do any work. I will try to earn my living through hard work. I will work with my honesty. So if anyone can help me to fulfill this dream I will be eternally grateful.