পশ্চিম ইউরোপের দেশ ইতালি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ। ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার স্বপ্ন নেই এমন মানুষ হয় তো খুঁজে পাওয়া যাবে কম। কারণ এই দেশে গেলে তুলনামূলক আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন। আয়ের সুযোগের পাশাপাশি রয়েছে ব্যয় করার জন্য বিভিন্ন ক্ষেত্র।
এখানে আপনি উচ্চমানের জীবন যাপন করতে পারবেন, বসবাসের জন্য বিশ্বসেরা পরিবেশ পাবেন এবং অসুস্থ হলে আন্তর্জাতিক মানের চিকিৎসা নিতে পারবেন। এজন্যই প্রতিবছর ইতালি এগ্রিকালচার ভিসা চাহিদা দিন দিন বাড়ছে। ইতালি কৃষি ভিসা দিয়ে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ এই দেশে পাড়ি জমাচ্ছে।
প্রতি বছর ইতালি সরকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শ্রমিক কৃষি কাজের উদ্দেশ্যে নিয়োগ দিয়ে থাকে। আর ঘরে বসে আপনি ইতালি এগ্রিকালচার ভিসার আবেদন করতে পারবেন। এই আর্টিকেলে আমরা জানবো, ইতালি কৃষি ভিসার আবেদন করার নিয়ম, ভিসা খরচ এবং বেতন কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।
ইতালি কৃষি ভিসা ২০২৪ আবেদন ফরম পূরণ করার নিয়ম
প্রতিবছর ইতালি সরকার সার্কুলার প্রকাশ করে বিভিন্ন দেশ থেকে কৃষি শ্রমিক নিয়োগে থাকে। ইতালি এগ্রিকালচার ভিসা নিয়ে গেলে যদি আপনার কৃষি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে বেতন তুলনামূলক বেশি হবে। ইতালি এগ্রিকালচার ভিসার আবেদন আবেদন শুরু হলে আপনাকে ফরম সংগ্রহ করে সেটি পূরণ করে সাবমিট দিতে হবে। ইতালি কৃষি ভিসা আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে।
এজন্য প্রথমে আপনাকে ইতালি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ( https://visa.vfsglobal.com/one-pager/italy/bangladesh/english/) প্রবেশ করতে হবে। তারপর আপনাকে সঠিক ভিসা টাইপ সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে সঠিকভাবে প্রদত্ত ফর্মটি পূরণ করতে হবে। আপনি যদি কোনভাবে সরকারি মাধ্যমে ইতালি এগ্রিকালচার ভিসা পেয়ে যান তাহলে আপনার ভিসা খরচ অনেক কম পড়বে।
ইতালি কৃষি ভিসা ২০২৪ আবেদন ফরম পূরণ করার সময় বুঝতে কোন কিছু অসুবিধা হলে অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিবেন। ভুলেও একা একা এই ফর্মটি পূরণ করবেন না। আপনার পরিচিত কেউ যদি ইতিমধ্যে ইতালিতে যেয়ে থাকে তাহলে তার সহযোগিতা নিতে পারেন। আরো জেনে রাখুন ইতালি থেকে আমেরিকা যাওয়ার উপায়।
ইতালি এগ্রিকালচার ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র লাগে
ইতালি এগ্রিকালচার ভিসার আবেদন করার জন্য কিছু কাগজপত্র লাগবে। এই কাগজপত্র ছাড়া ভিসা আবেদন সম্পন্ন করা যাবে না। করলে আবেদন গ্রহণ করবে না।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- মেডিকেল সার্টিফিকেট
- দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি
- ব্যাংক স্টেটমেন্ট
- এনআইডি কার্ডের ফটোকপি
- একটি বৈধ পাসপোর্ট
- কৃষি কাজের অভিজ্ঞতার প্রমাণ
- চেয়ারম্যান সনদ
- শিক্ষাগত সনদপত্র
ইতালি কৃষি ভিসা খরচ কত
এগ্রিকালচার ভিসার চাহিদা সবচেয়ে বেশি ইতালিতে। এই দেশের বেশিরভাগ জমি পড়ে থাকে। কারণ এদেশে চাষাবাদ করার মত লোক খুব কম। তাই এই দেশের সরকার ইতালি এগ্রিকালচার/স্পন্সর ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। শক্তিশালী পাসপোর্টধারী এই দেশে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে।
আপনি যদি বেশি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ইতালি এগ্রিকালচার ভিসার আবেদন করতে পারেন। ইতালি কৃষি ভিসার আনুমানিক খরচ প্রায় ৮ থেকে ১৫ লক্ষ টাকা। সরকারিভাবে ইতালি যেতে পারলে খরচ অনেক কম হয়। বেসরকারিভাবে গেলে খরচ কখনো কখনো আরো বেশি হতে পারে। আরো জানতে পারেন ইতালিতে নাগরিকত্ব পাওয়ার উপায়।
ইতালি কৃষি কাজের বেতন কত
ইতালির অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশটির জিডিপির ২.১% আসে কৃষি ক্ষেত্র থেকে। তাই এদেশে কৃষিকাজের ব্যাপক চাহিদা রয়েছে। এই দেশে বিভিন্ন ধরনের কৃষি কাজ পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হলো ফল ও শাকসবজি চাষ, মৎস্য চাষ, পশুপালন, দানাশস্য চাষ এবং ওয়াইন তৈরি ইত্যাদি।
ইতালিতে কৃষি কাজের বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এমন কিছু বিষয় হলো কাজের ধরন, অভিজ্ঞতা, কাজের সময়, কোম্পানি এবং অবস্থান। যাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বেশি তাদের বেতন সাধারণত বেশি হয়ে থাকে। বড় বড় কোম্পানি সাধারণত বেশি বেতন দেয় অন্যদিকে ছোট ছোট কোম্পানি কম বেতন দিয়ে থাকে।
ইতালির উত্তরের শহরগুলোতে বেতন কম কিন্তু দক্ষিণের শহরগুলোতে বেতন বেশি দেওয়া হয়।যারা কৃষিকাজের ভিসা নিয়ে ইতালি আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। ইতালি কৃষি ভিসার বেতন প্রায় ১,৫০০ ইউরো থেকে ২,৫০০ ইউরো যা বাংলাদেশী টাকায় ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা। এটা আনুমানিক হিসাব। ওভারটাইম করলে বেতন কম বেশি হতে পারে। আরো জেনে রাখুন ইতালিতে কোন কাজের চাহিদা বেশি।
Hi
I am leaving Qatar job
Hi, I am Fazlur Rahman, I am a Bangladeshi citizen, I have experience in farming, Italy is a very beautiful country, I heard that the people of this country are very good, I am interested in farming, from where you are seeing this message, please help me.
Hi! I am Md Ruhel Ahmed. I am a Bangladeshi citizen. I am a diploma agronomist. I have experience on farming. Italy is a very beautiful country. I heard that Italian people are very honest and nice. I am interested in going to Italy. I want to be a partner in the development of the agricultural sector in Italy, through my own integrity and faith, using the idea. From where you are seeing this message of mine, please help me.