কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম [২টি পদ্ধতি]

আপনার জন্ম সনদটি অনলাইনে নিবন্ধনভুক্ত থাকলে ১৭ ডিজিটের কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন। কোড দিয়ে জন্ম নিবন্ধন চেক করে ভুল থাকলে তা দেখতে পারবেন। প্রয়োজনে পরবর্তীতে তা সংশোধন করে নিতে পারবেন।

জন্ম সনদের ভুল সংশোধন না করলে পরবর্তী সময়ে আপনাকে বিভিন্ন রকম জটিলতার সম্মুখীন হতে হবে। জন্ম নিবন্ধন বিভিন্ন ধরনের কাজে লাগে। যেমন: স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে, ভোটার আইডি কার্ড তৈরি, পাসপোর্ট তৈরি, নাগরিকের প্রথম ডকুমেন্ট প্রমাণ ইত্যাদি।

এই আর্টিকেলে আমরা জানবো, কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সবকিছু। আমরা চাইলে অনলাইনে এবং অফলাইনে দুটি পদ্ধতি অবলম্বন করে কোড দিয়ে জন্ম নিবন্ধন চেক করতে পারি।

অনলাইনে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি

তথ্য প্রযুক্তির কল্যাণে আপনি এখন ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। এজন্য আপনার প্রয়োজন পড়বে  ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন কোড এবং জন্ম তারিখ। এই দুটি ইনফরমেশন আপনার কাছে থাকলে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক ব্যবহার করে খুব সহজে জন্ম সনদটি চেক করতে পারবেন।

  • প্রথমে আপনাকে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক: everify.bdris.gov.bd ভিজিট করতে হবে।       
  • উক্ত পেজে প্রবেশ করলে আপনি জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করার বক্স পাবেন।
  • জন্ম নিবন্ধন নম্বরের জায়গায় ১৭ ডিজিটের কোডটি বসাতে হবে। জন্ম তারিখের জায়গায় সঠিক জন্ম তথ্য বসাতে হবে। প্রথমে সাল, তারপর, মাস এবং সর্বশেষ দিন বসাতে হবে।
  • ক্যাপচাটি যোগ বিয়োগ করার মাধ্যমে সমাধান করতে হবে। কারণ এটি একটি গাণিতিক ক্যাপচা। সঠিক উত্তরটি বক্সে বসাতে হবে।

সর্বশেষ আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি। নিচের স্কিনশটের মত ধাপে ধাপে কাজ করুন।

অফলাইনে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

অনলাইনে বাংলাদেশের সরকারের জন্ম এবং মৃত্যুর সনদ ওয়েবসাইট লিংক ব্যবহার করে খুব সহজে নিবন্ধন যাচাই করা গেলেও আপনি চাইলে ঘরে বসে বাটুন ফোন দিয়ে এই কাজটি এসএমএসের মাধ্যমে করতে পারবেন। অফলাইনে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি নিচে ধাপে ধাপে দেখানো হলো:

  • প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে যেতে হবে। এরপর আপনাকে ডায়াল করতে হবে *16100# এই নাম্বারটি।
  • উত্তর নাম্বারটি ডায়াল করার পর আপনার সামনে অনেকগুলো অপশন হাজির হবে। সেখান থেকে আপনাকে “Age Verification” নামক অপশনটি (1) লিখে সেন্ড করতে হবে।
  • এরপর আপনার সামনে আবারো অনেকগুলো অপশন হাজির হবে। সেখান থেকে আপনাকে Birth reg cert নামক অপশনটি (2) লিখে সেন্ড করতে হবে।
  • পরবর্তী ধাপে Reply with birth reg number এ নম্বরে জায়গায় জন্ম সনদের ১৭ ডিজিটের কোডটি বসাতে হবে। তারপর সেটি আপনাকে সেন্ড করতে হবে।
  • এরপর আপনাকে পরবর্তী ধাপে জন্ম তারিখটি লিখতে হবে। জন্ম তারিখ বসানোর ক্ষেত্রে অবশ্যই প্রথমে দিন, মাস এবং বছর হিসেবে লিখতে হবে।

এভাবে সঠিকভাবে জন্ম সনদের সকল তথ্য দেওয়ার পর পরবর্তী এসএমএসে আপনার জন্ম সনদের তথ্য চলে আসবে। এভাবে জন্ম সনদের কোড দিয়ে খুব সহজে আপনার সনদটি যাচাই করে নিতে পারবেন।

জন্ম সনদ অনলাইনে পাওয়া না গেলে করণীয়

আপনার জন্ম সনদের নম্বর দিয়ে অফলাইন এবং অনলাইন পদ্ধতি অবলম্বন করে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন নম্বরটি ভালোভাবে পুনরায় চেক করতে হবে। প্রথমে নিশ্চিত করতে হবে নিবন্ধন নম্বরটি ১৭ ডিজিটের।

এরপর নিশ্চিত করতে হবে নম্বরটি সঠিকভাবে বসানো হয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক মতো বসানোর পরও জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে না পাওয়া যায়, তাহলে অবশ্যই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে আপনাকে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।

Leave a Comment