বাঙালি প্রবাসীদের জন্য ব্রুনাই বেতন কত শিরোনামে এই আর্টিকেলটি লেখা হয়েছে। এই আর্টিকেলটি পড়ে যারা বাংলাদেশ থেকে ব্রুনাই যেতে চান এবং অন্যান্য দেশ থেকে বাঙালি প্রবাসীরা ব্রুনাই যেতে চান তারা অনেক বেশি উপকৃত হবেন। ব্রুনাই বাংলাদেশী প্রবাসীদের কাজের জন্য ভালো হতে পারে, তবে এজন্য কিছু বিষয় বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
ব্রুনাইয়ের ন্যূনতম মজুরি বাংলাদেশের তুলনায় অনেক বেশি। যার কারণে এই দেশে গেলে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এই দেশের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সুস্থতার উপর জোর দেওয়া হয়। অনেক কোম্পানি বাসস্থান, চিকিৎসা বীমা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এটি বিশ্বের অন্যতম নিরাপদ একটি দেশ। ইসলামিক রাষ্ট্র হওয়ায় সবাই অন্য ধর্মের প্রতি সহনশীল এবং শ্রদ্ধাশীল।
এত সুবিধা থাকার পাশাপাশি রয়েছে কিছু অসুবিধা। ব্রুনাইয়ের সরকারি ভাষা মালয় যা আয়ত্ত করা বাংলাদেশী প্রবাসীদের জন্য কঠিন হতে পারে। এই দেশের জীবনযাত্রার খরচ বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এছাড়া অনেক প্রবাসী শ্রমিক বৈষম্যের শিকার হয়েছেন বলে শোনা গেছে। এটি একটি ছোট দেশ। তাই এই দেশের অর্থনীতিও ছোট। কাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সীমিত হতে পারে। তাই যারা এই দেশে যেতে চান তারা অবশ্যই ব্রুনাই সর্বনিম্ন বেতন কত জেনে নিবেন। পাশাপাশি আরও জেনে রাখবেন ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি। তাহলে এই দেশে গিয়ে আপনাকে কোন ধরনের সমস্যায় পড়তে হবে না।
ব্রুনাই বেতন কত
ব্রুনাই তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি দেশ। যার তেল ও গ্যাস রপ্তানি থেকে আয় জিডিপির ৯০% এর বেশি হয়ে থাকে। তবে ব্রুনাইয়ের মাথাপিছু আয় বিশ্বের মধ্যে অন্যতম। এই দেশে থাকা একজন প্রবাসী শ্রমিকের বেতন নির্ভর করবে বিভিন্ন বিষয়ের উপর।
- কাজের ধরন: কাজের ধরন অনুযায়ী বেতন কাঠামো আলাদা হয়ে থাকে। যেমন: রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রির বেতন আলাদা হয়ে থাকে।
- দক্ষতা: দক্ষ কর্মীরা সাধারণত বেশি বেতন পান অদক্ষ কর্মীদের থেকে।
- অভিজ্ঞতা: অভিজ্ঞ কর্মীরা সাধারণত নতুনদের তুলনায় বেশি বেতন পেয়ে থাকে।
- শিক্ষাগত যোগ্যতা: বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন কর্মীরা সাধারণত বেশি বেতন পেয়ে থাকে।
- কর্মক্ষেত্র: বেসরকারি খাতের কর্মীরা সাধারণত সরকারি কর্মীদের তুলনায় বেশি বেতন পান। অনেক সময় অঞ্চলভেদেও বেতনের পার্থক্য হয়ে থাকে।
- জাতীয়তা: স্থানীয় কর্মীরা সাধারণত প্রবাসী কর্মীদের তুলনায় বেশি বেতন পেয়ে থাকে।
ক্রমিক নম্বর | কাজের নাম | মাসিক বেতন (ব্রুনাই ডলার) | মাসিক বেতন (টাকা) |
---|---|---|---|
১ | মেকানিক | 1,000-2,500 | ৮০,০০০-২,০০,০০০ |
২ | ক্লিনার | 700-1,200 | ৫৬,৭০০-৯৭,০০০ |
৩ | কেয়ারটেকার | 1,000-1,800 | ৮০,০০০-১,৬০,০০০ |
৪ | কনস্ট্রাকশন শ্রমিক | 1,200-2,000 | ৯৬,০০০-১,৬০,০০০ |
৫ | কৃষি শ্রমিক | 800-1,500 | ৬৪,০০-১,৪০,০০০ |
৬ | ডেলিভারি ম্যান | 1,000-1,800 | ৮০,০০০-১,৪৪,০০০ |
৭ | ফ্যাক্টরি শ্রমিক | 800-1,500 | ৬৪,০০০-১,৬০,০০০ |
৮ | ইলেকট্রিশিয়ান | 1,200-2,000 | ৯৬,০০০-১,৬০,০০০ |
৯ | ড্রাইভার | 1,200-2,500 | ৯৬,০০০-১,৬০,০০০ |
১০ | পাইপ ফিটিং | 1,200-2,500 | ৯৬,০০০-১,৬০,০০০ |
ব্রুনাই সর্বনিম্ন বেতন কত
ব্রুনাই সর্বনিম্ন বেসিক বেতন কোম্পানিভেদে ভিন্ন হয়ে থাকে। এছাড়া কাজের ধরন অনুযায়ী আপনার সর্বনিম্ন বেতন কম-বেশি হতে পারে। এছাড়া একজন কর্মীর দক্ষতা এবং যোগ্যতার কম-বেশিতেও বেতনের তারতম্য হতে পারে। তবে বেতন সম্পর্কে একটি আনুমানিক ধারণা পেতে পারেন।
বর্তমানে ব্রুনাই সর্বনিম্ন বেতন আনুমানিক প্রায় ৮০০ ডলারের আশেপাশে পেতে পারেন। যা বাংলাদেশী টাকায় আনুমানিক প্রায় ৬৫,০০০ টাকা হয়। কাজের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে সর্বনিম্ন বেতন আপনার বেশি হবে। কখনো কখনো আবার বয়সের উপর নির্ভর করে ব্রুনাই সর্বনিম্ন বেতন কম-বেশি হতে পারে।
ব্রুনাই কোন কাজের বেতন বেশি
ব্রুনাই পেশাভিত্তিক কাজের বেতন সবচেয়ে বেশি হয়ে থাকে। এ ধরনের কাজ করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকা লাগবে। এ ধরনের কাজের মধ্যে রয়েছে:
- পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
- আইটি প্রোফেশনাল
- ডাক্তার
- পাইলট
প্রবাসীরা সাধারণত ব্রুনাই গিয়ে দক্ষতাভিত্তিক কাজ বেশি করে থাকে। এ ধরনের কাজ করতে হলে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা লাগবে। বেতন বেশি পাওয়া যায় এমন কিছু দক্ষতাভিত্তিক কাজ হলো:
- ইলেকট্রিশিয়ান
- পাইপ ফিটার
- মেকানিক
- ডেলিভারি ম্যান
- কেয়ারটেকার
ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি
ব্রুনাই বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এই দেশে প্রায় সব ধরনের কাজের চাহিদা রয়েছে। তবে এর মধ্যে কিছু কিছু কাজের চাহিদা একটু বেশি। আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে পেশাভিত্তিক কাজ করতে পারেন আর স্কিল এবং অভিজ্ঞতা থাকলে দক্ষতাভিত্তিক কাজ করতে পারেন। পেশাভিত্তিক কাজের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এমন কিছু কাজ হলো:
- সফটওয়্যার ডেভেলপার
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
- ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট
- ডাক্তার
- নার্স
- ফার্মাসিস্ট
দক্ষতাভিত্তিক কিছু কাজ যেগুলোর চাহিদা ব্রুনায়ে সবচেয়ে বেশি:
- টেকনিশিয়ান
- ইলেকট্রিশিয়ান
- প্লাম্বার
- মেকানিক
- রং মিস্ত্রি
আপনার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে যে কোন কাজ করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। প্রবাসীরা সাধারণত দক্ষতাভিত্তিক কাজ বেশি করে থাকে। এজন্য ব্রুনাই যাওয়ার আগে আপনাকে স্কিল অর্জন করতে হবে। ব্রুনাই বেতন সম্পর্কে আরো সঠিক তথ্য পেতে একজন ব্রুনাই প্রবাসীর সাথে যোগাযোগ করবেন।
Ami buronai jabo. caretaker,Farmer, Factory sromick
I am wanted to go Brunai – Construction / Delevari visha.