বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছে। এদের মধ্যে অনেকে রয়েছে যারা কনস্ট্রাকশন কাজ করার জন্য মালয়েশিয়ায় যাচ্ছে। আপনিও যদি কনস্ট্রাকশন কাজ করার জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে চান তাহলে অবশ্যই মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত জেনে নিবেন। তাহলে দালাল এবং এজেন্সির লোকেরা আপনাকে প্রতারিত করতে পারবে না। মালয়েশিয়া নির্মাণ শ্রমিকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের শ্রমিকদের জন্য।
মালয়েশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে নির্মাণ শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে৷ দেশটিতে বর্তমানে অনেক বড় নির্মাণ প্রকল্প চলছে। যার মধ্যে রয়েছে মালয়েশিয়া ভিশন ভ্যালি (এমভিভি) 2.0, কুয়ালালামপুর মাস রেপিড ট্রানজিট (কেএলএমআরটি) লাইন 3 এবং পেনাং দ্বীপ ট্রানজিট লাইন (পিআইটিএল)। এসব প্রকল্পের জন্য বিপুল সংখ্যক কনস্ট্রাকশন শ্রমিকের প্রয়োজন।
মালয়েশিয়া কনস্ট্রাকশন শ্রমিকদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। কারণ এখানে কাজের বেতন তুলনামূলকভাবে ভালো এবং প্রচুর কাজ পাওয়া যায়। তবে ভাষাগত সমস্যা এবং গরম আবহাওয়া আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে।
মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন কত
মালয়েশিয়ায় কোম্পানিতে কনস্ট্রাকশন কাজের বেসিক ডিউটি সাধারণত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকে। কনস্ট্রাকশন কাজ করলে ওভারটাইম করার সুযোগ পাবেন। নতুন অবস্থায় কনস্ট্রাকশন শ্রমিকদের কম বেতন দেওয়া হয়। যারা কাজ শেখেন নাই অর্থাৎ (হেলপার) তাদের বেতন সাধারণত কম হয়ে থাকে। অন্যদিকে যারা প্রফেশনাল রাজমিস্ত্রি হিসেবে বাংলাদেশে কাজ করেছেন তারা মালয়েশিয়া গিয়ে আনুমানিক ১২০ রিঙ্গিত দৈনিক ইনকাম করতে পারবে।
মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের মাসিক বেতন আসবে আনুমানিক প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ হাজার রিংগিত। যা বাংলাদেশী টাকায় বর্তমান রেট অনুযায়ী আনুমানিক প্রায় ৮০ হাজার থেকে ৯৫ হাজার টাকা। যারা হেলপার হিসেবে মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজ করবেন তাদের মাসিক বেতন আসবে আনুমানিক প্রায় ২,১০০ থেকে ২,৮০০ রিংগিত। যা বাংলাদেশী টাকায় আনুমানিক প্রায় ৪৮,০০০ থেকে ৬৫,০০০ টাকা।
মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজ করার অভিজ্ঞতা বাড়লে আপনার বেতন বাংলাদেশী টাকায় লক্ষাধিক টাকার বেশি হবে। মালয়েশিয়া কন্সট্রাকশন কাজের বেতন সাধারণত নির্ভর করে থাকে আপনার বেসিক ডিউটি, অভিজ্ঞতা এবং ওভারটাইমের উপর। ভালো কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে পারলে ভালো বেতন পাবেন। এজন্য আপনাকে মালয়েশিয়া যাওয়ার পূর্বে ভালো কিছু মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানির নাম জানতে হবে। এসব কোম্পানিতে কনস্ট্রাকশন কাজের জন্য আসতে পারলে ভালো বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভালো পাবেন।
মালয়েশিয়া কনস্ট্রাকশন কোম্পানির নাম
মালয়েশিয়া দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই দেশে অনেক কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে। এদের মধ্যে থেকে কিছু শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন কোম্পানির নাম নিচের টেবিলে উল্লেখ করা হবে যাতে আপনি মালয়েশিয়ায় কনস্ট্রাকশন কাজের জন্য ভাল কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসা নিতে পারেন।
ক্রমিক নম্বর | কোম্পানির নাম | প্রতিষ্ঠা সাল | সদর দপ্তর |
---|---|---|---|
১ | Gamuda Berhad | ১৯৭৫ | কুয়ালালামপুর |
২ | CIMB Group Holdings Berhad | ১৯৬৫ | কুয়ালালামপুর |
৩ | IJM Corporation Berhad | ১৯৮০ | কুয়ালালামপুর |
৪ | WCT Holdings Berhad | ১৯৮৩ | কুয়ালালামপুর |
৫ | UEM Group Berhad | ১৯৬৫ | কুয়ালালামপুর |
৬ | MMC Corporation Berhad | ১৯৬৫ | জোহর বাহরু |
৭ | Mah Sing Group Berhad | ১৯৯২ | কুয়ালালামপুর |
৮ | Eco World Development Group Berhad | ১৯৯৩ | কুয়ালালামপুর |
৯ | Sime Darby Property Berhad | ১৯৭৬ | কুয়ালালামপুর |
১০ | S P Setia Berhad | ১৯৭৪ | শাহ আলম |
১১ | Sunway Group | ১৯৭৪ | পেটালিং জায়া |
১২ | IGB Corporation Berhad | ১৯৮২ | কুয়ালালামপুর |
১৩ | Tropicana Corporation Berhad | ১৯৭৯ | পেটালিং জায়া |
১৪ | IOI Properties Group Berhad | ১৯৮৪ | পুত্রজায়া |
১৫ | MK Land Holdings Berhad | ১৯৬৭ | কুয়ালালামপুর |
১৬ | Permodalan Nasional Berhad (PNB) | ১৯৭৮ | কুয়ালালামপুর |
১৭ | Boustead Holdings Berhad | ১৮২৮ | কুয়ালালামপুর |
১৮ | YTL Corporation Berhad | ১৯৫৫ | কুয়ালালামপুর |
১৯ | Hong Leong Group Malaysia | ১৯৪১ | কুয়ালালামপুর |
২০ | Landmarks Berhad | ১৯৯৩ | কুয়ালালামপুর |