মালয়েশিয়া কাজের বেতন কত (কোন কাজের বেতন বেশি)

আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে মালয়েশিয়া কাজের বেতন কত। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।

অনেকে কাজ করার জন্য মালয়েশিয়া যেতে চাচ্ছেন। মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত একটি সুন্দর দেশ। এই দেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল। মালয়েশিয়ার অর্থনীতি বৈচিত্র্যময়, ইলেকট্রনিকস, তেল ও গ্যাস, কৃষি, এবং পর্যটন সহ অনেক শিল্পের উপর নির্ভরশীল। এই দেশে বর্তমানে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্পের কাজ হচ্ছে। তাই এই দেশে গেলে কাজের অভাব হবে না।

মালয়েশিয়ায় অন্যান্য দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশের তুলনায় বেতন ভালো। বিভিন্ন খাতে ব্যাপক শ্রমিকের চাহিদা রয়েছে। বিশেষ করে কৃষি, নির্মাণ এবং সেবা খাতে। তাই আপনি যদি দক্ষ হয়ে এই দেশে যেতে পারেন তাহলে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এই দেশে যাওয়ার আগে মালয়েশিয়া কোন কাজের বেতন কত জেনে নিবেন। তাহলে মালয়েশিয়া কাজের বেতন কত হতে পারে সেটার পরিষ্কার একটি ধারণা পাবেন।

মালয়েশিয়া কাজের বেতন কত

এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির এই দেশে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। বিভিন্ন দেশ থেকে প্রতি বছর মালয়েশিয়া সরকার দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য লোক সরকারি এবং বেসরকারিভাবে ওয়ার্ক পারমিট নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছে।

অনেক সময় মালয়েশিয়া কাজের বেতন কত জানা না থাকায় দালাল এবং বিভিন্ন এজেন্সির লোকেরা মিথ্যে তথ্য দিয়ে প্রতারিত করে থাকে। এজন্য মালয়েশিয়া যাওয়ার পূর্বে একজন শ্রমিকের জানা উচিত মালয়েশিয়া কোন কাজের বেতন কত। তাহলে এই দেশের কাজের বেতন সম্পর্কে আপনি আনুমানিক একটি ধারণা পাবেন।

মালয়েশিয়া কাজের বেতন কত (আনুমানিক)
ক্রমিক নম্বর কাজের নাম মাসিক বেতন (টাকা)
রাজমিস্ত্রি ৫৫,০০০-১,০০,০০০
কোম্পানি ভিসা ৪০,০০০-৬০,০০০
ইলেকট্রিক ৫০,০০০-৯০,০০০
ফ্যাক্টরি ভিসা ৪০,০০০-৮০,০০০
সুপার মার্কেট ৪০,০০০-৯০,০০০
ড্রাইভিং ৬০,০০০-১,২০,০০০
গার্মেন্টস ভিসা ৬০,০০০-১,৫০,০০০
রেস্টুরেন্ট ভিসা ৬০,০০০-১,০০,০০০
পাম বাগান ৪৫,০০০-৬৫,০০০
১০ শপিং মল ভিসা ৪০,০০০-৬০,০০০
১১ কৃষি কাজ ৩০,০০০-৮০,০০০
১২ পাইপ ফিটিং ৬০,০০০-১,০০,০০০
১৩ ডেলিভারি ম্যান ৭০,০০০-১,২০,০০০
১৪ মেকানিক ৬০,০০০-১,২০,০০০
১৫ ক্লিনার ৩০,০০০-৬০,০০০
১৬ রড মিস্ত্রি ৪৫,০০০-৯০,০০০
১৭ ওয়েল্ডিং ৫৫,০০০-৮০,০০০

মালয়েশিয়া বেতন কাজের ধরন, যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে কম বেশি হতে পারে। এই টেবিলে মালয়েশিয়া কোন কাজের বেতন কত সেটার আনুমানিক একটি হিসাব দেখানো হয়েছে। বাস্তবে মালয়েশিয়া গেলে এই বেতনের তারতম্য হতে পারে। তাই মালয়েশিয়ামালয়েশিয়া কাজের বেতন সম্পর্কে সঠিক তথ্য পেতে  মালয়েশিয়ান প্রবাসীদের কাছ থেকে তথ্য নিবেন।

মালয়েশিয়া কোন কাজের বেতন বেশি

যেকোনো কাজের যদি আপনার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে যে কোন দেশে কাজ করে ভালো পরিমাণ টাকা বেতন পাওয়া সম্ভব। তবে কিছু কিছু কাজের বেতন একটু বেশি হয়ে থাকে। আপনি যদি বেতন বেশি এমন কাজ শিখে মালয়েশিয়া যেতে পারেন তাহলে অন্যদের তুলনায় কাজের বেতন বেশি পাবেন। মালয়েশিয়া গিয়ে প্রবাসীরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এসব কাজের মধ্যে বেতন বেশি এমন কিছু কাজের তালিকা নিচে দেওয়া হলো:

  • ড্রাইভিং
  • ওয়েল্ডিং শ্রমিক
  • ইলেকট্রিক
  • সেলাই কাজ (গার্মেন্টস)
  • কনস্ট্রাকশন (রাজমিস্ত্রি)

আপনি উপরোক্ত এই কাজগুলো শিখতে পারলে মালয়েশিয়ায় গিয়ে সবচেয়ে বেশি বেতন তুলতে পারবেন। এই কাজগুলোর বেতন পৃথিবীর প্রায় সকল দেশেই বেশি হয়ে থাকে। তাই যারা মালয়েশিয়া ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই কাজগুলো শিখে সম্ভব হলে অভিজ্ঞতা নিয়ে যাবেন।

মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি

মালয়েশিয়ায় কর্মসংস্থানের বাজার দ্রুত বর্ধনশীল। প্রবাসী কর্মীদের জন্য মালয়েশিয়া আকর্ষণীয় বেতন, উন্নত জীবনযাত্রার মান এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ প্রদান করে থাকে। এটি এমন একটি দেশ সেখানে গিয়ে কৃষি কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন।

মালয়েশিয়ায় যেসব কাজের চাহিদা বেশি:

  • নির্মাণ শ্রমিক: রাজমিস্ত্রি, রডমিস্ত্রি, ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার ইত্যাদি।
  • কারখানার কাজ: পোশাক শ্রমিক, ইলেকট্রনিকস শ্রমিক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শ্রমিক ইত্যাদি।
  • সেবা খাত: ডেলিভারি ম্যান, ক্লিনার, রেস্টুরেন্ট কর্মী, হোটেল কর্মী ইত্যাদি।
  • কৃষি কাজ: পাম তেল বাগানের শ্রমিক, শাকসবজি চাষী ইত্যাদি।
  • ড্রাইভিং: ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, মোটরগাড়ি ড্রাইভার ইত্যাদি।

মালয়েশিয়ায় সব ধরনের কাজের চাহিদা রয়েছে। এদের মধ্যে কিছু কাজ রয়েছে যেগুলোর চাহিদা সবচেয়ে বেশি হয়ে থাকে। যেমন:

  • কনস্ট্রাকশন শ্রমিক
  • ইলেকট্রিশিয়ান
  • প্লাম্বার
  • গার্মেন্টস কর্মী
  • ড্রাইভিং

আমাদের পরামর্শ

আশা করছি যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন তারা মালয়েশিয়া কাজের বেতন কত ধারণা পেয়েছেন। কাজের জন্য যেকোনো দেশে গেলে অবশ্যই চাহিদা রয়েছে এবং বেতন বেশি এমন একটি কাজের স্কিল অর্জন করে যাবেন। ভালো স্কিল এবং অভিজ্ঞতা থাকলে কোন দেশে গেলে আপনার কাজের অভাব হবে না। অনভিজ্ঞ শ্রমিকদের চাহিদা কম থাকে এবং বেতন সাধারণত কম হয়।

Leave a Comment