ইউরোপের গ্রিক সাইপ্রাসে বেতন আপনার কাজের ধরন, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং কর্ম ঘন্টার উপর নির্ভর করে। সাইপ্রাস বেতন কত জানতে হলে এই আর্টিকেলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। শুধু বেতন নয় সাইপ্রাস যেতে আগ্রহীরা অনেক কিছু জানতে পারবেন।
ইউরোপের দক্ষিণ-পূর্বে অবস্থিত সাইপ্রাস একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভূমধ্যসাগরীয় দ্বীপ রাষ্ট্র হিসেবে পরিচিত এই দেশটি তার সুন্দর সৈকত, ঐতিহাসিক স্থান এবং আন্তর্জাতিক মানের জীবনযাত্রার জন্য বিখ্যাত।
এছাড়া উন্নত মানের শিক্ষা, চিকিৎসা তো রয়েছেই। এই দেশে বেকারত্বের হার তুলনামূলকভাবে কম এবং জীবনযাত্রার খরচও পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম।
এদেশে সাধারণত প্রত্যেক ঘন্টা অনুযায়ী মজুরি প্রদান করা হয়। এদেশের প্রচলিত মুদ্রার নাম ইউরো। আপনি যদি সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াতে কাজ করেন তাহলে সবচেয়ে বেশি বেতন পাবেন।
গ্রাম এলাকায় তুলনামূলক কম মজুরি প্রদান করা হয়। পর্যটন কেন্দ্রগুলোতে ঋতু অনুযায়ী বেতন ভিন্ন হয়ে থাকে। এই দেশের বসবাসরত নাগরিকদের তাদের আয়ের উপর ২০ থেকে ৩৫ শতাংশ আয়কর প্রদান করতে হয়।
সাইপ্রাস বেতন কত
ইউরোপের উন্নত দেশ গ্রিক সাইপ্রাসে তুলনামূলক ভালো বেতন কাঠামো প্রদান করা হয়ে থাকে। তবে মনে রাখবেন এটি সেনজেনভুক্ত দেশ নয়। তবে ইউরোপীয় ইউনিয়নের অধীনের একটি দেশ। যদিও প্রতি ঘন্টা অনুযায়ী মজুরি প্রদান করা হয়। তবে পেশা এবং অভিজ্ঞতা অনুযায়ী বেতনের পরিমাণ কম বেশি হয়ে থাকে। কখনো কখনো অঞ্চল ভেদেও কমবেশি হয়ে থাকে।
অভিজ্ঞতা ছাড়া এই দেশে গেলে খুব বেশি টাকা ইনকাম করা সম্ভব হয় না। তাই এই দেশে যাওয়ার পূর্বে অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে রাখেন।
ক্রমিক নম্বর | পেশার নাম | গড় মাসিক বেতন (ইউরো) |
---|---|---|
1 | আইটি স্পেশালিস্ট | €5,000 – €8,000 |
2 | প্রকৌশলী | €4,000 – €7,000 |
3 | ডাক্তার | €4,000 – €6,000 |
4 | আইনজীবী | €3,500 – €5,500 |
5 | শিক্ষক | €2,500 – €4,000 |
6 | অ্যাকাউন্ট্যান্ট | €2,000 – €3,500 |
7 | নার্স | €1,800 – €3,000 |
8 | ব্যাংক কর্মী | €1,500 – €2,500 |
9 | হোটেল ম্যানেজার | €1,500 – €2,500 |
10 | রেস্টুরেন্ট ম্যানেজার | €1,200 – €2,000 |
11 | নির্মাণ শ্রমিক | €1,200 – €1,800 |
12 | কৃষি শ্রমিক | €1,000 – €1,500 |
13 | পরিষেবা কর্মী (হোটেল, রেস্টুরেন্ট) | €800 – €1,200 |
14 | বিক্রয় কর্মী | €800 – €1,200 |
সাইপ্রাস সর্বনিম্ন বেতন কত
সাইপ্রাসে আইটি স্পেশালিস্ট, প্রকৌশলী এবং ডাক্তারদের জন্য বেতন সবচেয়ে বেশি। শিক্ষক, অ্যাকাউন্ট্যান্ট এবং নার্সদের জন্য বেতন মাঝারি। হোটেল এবং রেস্টুরেন্ট কর্মী, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, পরিষেবা কর্মী এবং খুচরা কর্মীদের জন্য বেতন তুলনামূলকভাবে কম। এই দেশের সর্বনিম্ন বেতন ৮৭০ থেকে ১০০০ ইউরো যা বর্তমান রেট অনুযায়ী বাংলাদেশী টাকায় আনুমানিক ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার।
সাইপ্রাস যেতে কত টাকা লাগে
সাইপ্রাস ২ অঞ্চলে অবস্থিত। একটি অংশ তুর্কি সাইপ্রাস নামে পরিচিত আরেকটি অংশ গ্রীক সাইপ্রাস নামে পরিচিত। তুর্কি সাইপ্রাসের বর্তমান অবস্থা ভালো। এখানে নাগরিকত্ব নিয়ে জীবন যাপন করা যাবে। বাংলাদেশ থেকে এখানে যেতে বর্তমানে খরচ লাগে প্রায় ৫ লক্ষ টাকার আশেপাশে। তবে মনে রাখবেন তুর্কি সাইপ্রাসের মুদ্রার মান খুব কম যার কারণে বেতনও কম পাবেন এবং জীবনযাত্রার খরচও কম হবে। তবে এজন্য অবশ্যই প্রথমে সাইপ্রাস বেতন কত জেনে নিবেন।
অন্যদিকে গ্রিক সাইপ্রাস ইউরোপের অধীনের একটি দেশ। যার কারণে এদেশের মধ্যে আর মান অনেক বেশি। তবে মনে রাখবেন এটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ নয়। তবে এই দেশের মুদ্রার নাম ইউরো। বৈধভাবে এই দেশে আসতে পারলে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করা সম্ভব। গ্রিক সাইপ্রাসে সবচেয়ে বেশি যায় স্টুডেন্টরা।
তবে কেউ কাজের উদ্দেশ্যে আসতে চাইলে তার খরচ পড়বে আনুমানিক ৮ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা। সাইপ্রাস যাওয়ার খরচ কম বেশি হতে পারে। পরিচিত আত্মীয়-স্বজনের মাধ্যমে আসলে খুব অল্প টাকায় আসতে পারবেন। তবে অবৈধ উপায়ে আসা থেকে বিরত থাকবেন।
সাইপ্রাস যেতে কত বয়স লাগে
সাইপ্রাসে যাওয়ার নির্ধারিত কোন বয়স নেই। তবে ১৮ বছরের কম বয়সী শিশুদের অবশ্যই অভিভাবকের সঙ্গে যেতে হবে। আর ১৬ বছরের বেশি হলে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
তবে কিছু সূত্র থেকে আমরা জানতে পেরেছি, গ্রিক সাইপ্রাস যাওয়ার বয়স সীমা হলো ১৮ থেকে ৫৫ বছর। আপনি যদি কাজের উদ্দেশ্য বৈধ ভাবে এই দেশে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বয়স সীমা মানতে হবে। পড়াশোনার ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।
সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া
গ্রিক সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের উন্নত দেশ হলেও এটি কিন্তু ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশ নয়। যার কারণে একসময় মানুষ এই দেশ থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করে থাকে। তাছাড়া এই দেশের পার্মানেন্ট ভিসা পাওয়া অনেক কঠিন। যার কারণে অভিবাসীরা অন্যান্য দেশে পাড়ি জমাতে চেষ্টা করে।
পূর্বে অনেক সহজে অস্থায়ী ভিসার মাধ্যমে গ্রিক সাইপ্রাস থেকে ইউরোপের অন্যান্য দেশের যাওয়া যেত। কিন্তু বর্তমানে সেটা করা যায় না। তবে স্টুডেন্টরা চাইলে ভিজিট ভিসা নিয়ে ইউরোপের অন্যান্য দেশে পড়াশোনার উদ্দেশ্যে যেতে পারবে। তবে এজন্য অবশ্যই তাদের রেজাল্ট ভালো থাকতে হবে। তুর্কি সাইপ্রাসে থেকে ইউরোপে যে কোন দেশে যাওয়া সম্ভব নয়।
nice and good country
Ami jate chai
বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন।
Thanks for giving advice
ami jete chai.