সিঙ্গাপুর বেতন কত (সর্বনিম্ন এবং সর্বোচ্চ) জানতে হলে অবশ্যই এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। এছাড়া আরো জানতে পারবেন সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশী শ্রমিক ভাগ্যের স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাড়ি জমান।
বিদেশ যাত্রার আগে অনেকেই তাদের সম্পদ বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে ভিসা খরচ জোগাড় করে। কিন্তু বিদেশ পৌঁছেই তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়। বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসী কর্মীদের জীবনে নেমে আসে অজস্র সমস্যা। অনেক শ্রমিক অবৈধ পন্থায় বিদেশ যান, যার ফলে তারা চরম ঝুঁকির মুখে পড়েন। প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেকেই অধিক টাকায় ভিসা ও টিকিট কিনতে বাধ্য হন।
এছাড়াও, কাজের চুক্তিতে প্রতারণা, মানবেতর কর্মপরিবেশ, নিম্ন বেতন, নিম্ন মানের খাবার ও বাসস্থান এবং শারীরিক নির্যাতনের শিকার হন তারা। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা সত্বেও অনেকে এই দেশে যান। তাদের সকলের উচিত হবে সিঙ্গাপুর বেতন কত তা জেনে যাওয়া। শুধু সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত তা জানলেই হবে না। আরো জানতে হবে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি।
সিঙ্গাপুর বেতন কত
সিঙ্গাপুরে একজন কর্মীর বেতন নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। একজন কর্মী অভিজ্ঞতার যোগ্যতা, দক্ষতা এবং কাজের ধরনের নির্ভর করে বেতনের তারতম্য হতে পারে। অভিবাসীদের বিদেশের মাটিতে বেতন সাধারণত তুলনামূলক একটু কম হয়ে থাকে। যদি কেউ বড় কোম্পানিতে চাকরি তাহলে তার বেতন একটু বেশি হয়ে থাকে।
কারণ ছোট ছোট কোম্পানিগুলো তুলনামূলক কম বেতন প্রদান করে থাকে। সিঙ্গাপুরের মাসিক আনুমানিক বেতন হয় সাধারণত বাংলাদেশি টাকা প্রায় ৪০ হাজার টাকা থেকে ১,৫০,০০০ হাজার টাকা। যারা নতুন নতুন সিঙ্গাপুরে আসেন তাদের বেতন তুলনামূলক কম হয়ে থাকে।
এজন্য এই দেশে এসে কাজ করতে চাইলে অবশ্যই কোন একটি কাজে ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা হলে আপনার বেতন ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তবে একজন সিঙ্গাপুরের নাগরিকের মাসিক বেতন অনেক বেশি হয়ে থাকে। আনুমানিক গড় মাসিক বেতন প্রায় চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকা। বর্তমানে সিঙ্গাপুরের এক ডলার সমান ৮১.২৪ টাকা মাত্র।
সিঙ্গাপুরে সর্বনিম্ন বেতন কত
সিঙ্গাপুর সরকার কর্তৃক ন্যূনতম মজুরি নির্ধারণ করা নেই। যার কারণে সঠিক ধারণা পাওয়া মুশকিল। দক্ষ এবং অদক্ষ কর্মীদের বেতনের তারতম্য অনেক বেশি হয়ে থাকে। একজন দক্ষত সিঙ্গাপুর প্রবাসীর অনুযায়ী মাসিক গড় বেতন প্রায় ৩০ হাজার এবং অদক্ষ প্রবাসী কর্মীদের বেতন ২৫ হাজার টাকা। এই তথ্য আমরা জানতে পেরেছি বণিক বার্তা অনলাইন পোর্টাল থেকে। তবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়া বেশিরভাগ ব্যক্তির মাসিক সর্বনিম্ন বেতন হয়ে থাকে ৪০ হাজার টাকার আশেপাশে।
সিঙ্গাপুর ড্রাইভিং ভিসা বেতন কত
সিঙ্গাপুর ড্রাইভিং ভিসা নামে আসলে আলাদা কোন ভিসা নেই। বর্তমানে এই দেশে ড্রাইভিং পেশার চাহিদা দিন দিন কমছে। অনেক আগে এই পেশার অনেক চাহিদা ছিল। কোন ব্যক্তি বা এজেন্সি যদি আপনাকে সিঙ্গাপুর ড্রাইভিং ভিসা দিতে চায় তাহলে নিশ্চিত থাকবেন যে সে একজন প্রতারক।
বিভিন্ন কোম্পানির ড্রাইভিং জব করা যায়। অনেক কোম্পানিতে পাশাপাশি কনস্ট্রাকশন জবও করতে হয়। এই দেশে ড্রাইভিং পেশার ধরা-বাঁধা বা নির্দিষ্ট কোনো বেতন নেই। তবে একটা আনুমানিক হিসাব রয়েছে। বর্তমানে সিঙ্গাপুরে ড্রাইভিং পেশায় মাসিক $১,০০০ থেকে $১,৮০০ ডলার (SGD) বেতন পাওয়া যাচ্ছে। যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় ৮১,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা।
সিঙ্গাপুরে শ্রমিকের বেতন কত
সিঙ্গাপুরে শ্রমিকদের বেতন তুলনামূলক অনেক কম হয়ে থাকে। যেসব প্রবাসী ভাইয়েরা কনস্ট্রাকশন কাজ করবেন তাদের আনুমানিক দৈনিক বেতন সিঙ্গাপুরের ২০ থেকে ২৫ ডলারের আশেপাশে হয়ে থাকে। মাসিক বেতন হিসেবে ৬০০ থেকে ৮০০ ডলারের আশেপাশে হয়ে থাকে। তবে দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী শ্রমিকদের বেতন কমবেশি হতে পারে।
সিঙ্গাপুরে ওয়েল্ডিং কাজের বেতন কত
সিঙ্গাপুরে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং এর কাজ রয়েছে। ওয়েল্ডিং কাজের ধরন অনুযায়ী বেতন আলাদা হয়ে থাকে। এর মধ্যে কিছু কিছু কাজের বেতন বেশি আবার কিছু কিছু কাজের বেতন একটু কম। একজন ওয়েল্ডিং শ্রমিকের মাসিক বেতন বেসিক হয়ে থাকে সিঙ্গাপুরের ৭০০ থেকে ৮০০ ডলার।
ওভারটাইম কাজ করলে সেটা দাঁড়ায় ১৪০০ থেকে ১৫০০ ডলারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার মতো। সাধারণত বেসিক বেতনের ডাবল হয়ে থাকে যদি আপনি ওভার টাইম করতে পারেন।
সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা বেশি
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে সিঙ্গাপুরে মানুষ বসবাস করে থাকে। অর্থনৈতিক দিক থেকে সিঙ্গাপুর ধনী এবং শক্তিশালী একটি রাষ্ট্র। উন্নত এই দেশে বিভিন্ন রকমের কাজ রয়েছে। আপনি যদি এই দেশে কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি।
বর্তমানে সিঙ্গাপুরে কিছু নির্দিষ্ট সেক্টরে বাংলাদেশীদের জন্য চাকরির বাজার বেশ আশাব্যঞ্জক। এই দেশের দ্রুত উন্নয়নশীল অর্থনীতির কারণে নির্মাণ শিল্পে দক্ষ এবং অদক্ষ শ্রমিকের চাহিদা সবসময়ই বেশি থাকে। ইলেকট্রনিকস, পোশাক, এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে ফ্যাক্টরি শ্রমিকদের প্রয়োজন হয়। সিঙ্গাপুর বিশ্বের অন্যতম প্রধান শিপিং কেন্দ্র, তাই শিপইয়ার্ডে দক্ষ শ্রমিকের চাহিদাও বেশি।
এই দেশের উন্নত প্রযুক্তি সম্পন্ন অর্থনীতিতে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের দক্ষতা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এখানে দক্ষ আইটি বিশেষজ্ঞদের প্রচুর চাহিদা।এছাড়া সিঙ্গাপুরের পর্যটন শিল্পের প্রসারের সাথে সাথে হোটেল কর্মীদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
ক্রমিক নম্বর | কাজের নাম |
---|---|
১ | নির্মাণ শ্রমিক |
২ | প্লাম্বার |
৩ | ইলেকট্রিশিয়ান |
৪ | সিভিল ইঞ্জিনিয়ার |
৫ | ড্রাইভিং |
৬ | বিক্রয় কর্মী |
৭ | ওয়েল্ডিং শ্রমিক |
৮ | হোটেল বয় |
৯ | রেস্টুরেন্ট ওয়েটার |
১০ | রোড ক্লিনার |
১১ | গ্লাস ফিটিংস জব |
১২ | ফ্যাক্টরি শ্রমিক |
উপরে উল্লেখিত সেক্টরগুলোতে চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। সিঙ্গাপুর সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয় যা আপনাকে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে পারে। অবশ্যই কাজের উদ্দেশ্যে সিঙ্গাপুর যাওয়ার আগে সিঙ্গাপুর বেতন কত এবং সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা বেশি জেনে নিবেন।