সিঙ্গাপুর ভিসা প্রসেসিং, চেক এবং এজেন্টদের লিস্ট [A to Z গাইডলাইন]

আপনি কি সিঙ্গাপুরে যেতে চান? কিন্তু সঠিক গাইডলাইন খুঁজে পাচ্ছেন না। তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি সিঙ্গাপুর ভিসা প্রসেসিং, চেক এবং এজেন্টের লিস্ট প্রভৃতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম একটি অন্যতম রাষ্ট্র। আমাদের দেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ সিঙ্গাপুরে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে যায়। এদের মধ্যে কেউ কাজের উদ্দেশ্যে, কেউবা পড়াশোনার উদ্দেশ্যে, আবার কেউবা ভ্রমণ কিংবা চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে থাকে।

তবে যারা নতুন তাদের প্রথমবার যেতে নানা রকম সমস্যা হতে পারে। কারণ সিঙ্গাপুর ভিসা প্রসেসিং ও চেক সম্পর্কে নানা রকম সঠিক তথ্য জানা লাগে। বর্তমানে সিঙ্গাপুরের বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা রয়েছে।

এই দেশে গিয়ে আপনি ভালো মানের চাকরি করতে পারবেন। এছাড়া উচ্চ জীবনযাপন মান, শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা সেবা তো রয়েছেই।স্বপ্নের এই দেশে যেতে হলে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে হবে। সিঙ্গাপুর ভিসা করতে কি কি লাগে এবং সিঙ্গাপুর স্কিল ট্রেনিং খরচ কত ইত্যাদি তথ্য আপনার অবশ্যই জেনে রাখা উচিত।

সিঙ্গাপুর যেতে কি কি লাগে

ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করে কাগজপত্র প্রয়োজন পড়ে। বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো টুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ইত্যাদি সবচেয়ে বেশি জনপ্রিয়। একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কিংবা এজেন্সির নিকট গেলে আপনি ভালোভাবে জানতে পারবেন আসলে কোন ধরনের ভিসায় সিঙ্গাপুরে গেলে কি কি ডকুমেন্টস লাগে। তবে কিছু কাগজপত্র রয়েছে যেগুলো সব ধরনের ভিসার জন্য আবশ্যক।

সিঙ্গাপুর যেতে যেসব কাগজপত্র লাগে তা নিম্নে উল্লেখ করা হলো:

  • সর্বনিম্ন ৬ মাস মেয়াদী এবং একটি খালি পাতা সহ পাসপোর্ট
  • ভিসা আবেদন ফরম
  • ভিসা আবেদন ফি
  • সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ফটো
  • একাডেমিক সার্টিফিকেট
  • জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র
  • মেডিকেল সার্টিফিকেট
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • আর্থিক সাপোর্টের প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, জমির দলিল ইত্যাদি)
  • ভ্রমণের উদ্দেশ্য
  • কাজের উদ্দেশ্যে গেলে চুক্তিপত্র
  • কাজের অনুমতি পত্র বা ইনভাইটেশন লেটার
  • আবাসনের প্রমাণ
  • ভ্রমণ বীমা

সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করার নিয়ম

সিঙ্গাপুর ভিসার জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই সিঙ্গাপুর ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটির (ICA) ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনাকে অনলাইনে আপনার আবেদন জমা দিতে পারবেন। এ কাজটি চাইলে আপনি অফলাইনে করতে পারবেন। এজন্য আপনাকে বাংলাদেশে অবস্থিত সিঙ্গাপুর দূতাবাসে যোগাযোগ করতে হবে।

সিঙ্গাপুর ভিসা কর্তৃপক্ষ আপনার আবেদনটি যাচাই বাছাই করে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং হতে সাধারণত কয়েক সপ্তাহের সময় লাগে। ভিসার অনুমোদন পেলে পাসপোর্টে একটি স্ট্যাম্প দিয়ে দেওয়া হবে। আর মনে রাখবেন ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসার আবেদন ফি পরিবর্তিত হবে।

সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

সিঙ্গাপুর ভিসা অনুমোদন পেয়ে গেলে আপনি সেটি অনলাইনে চেক করে নিতে পারবেন। এখন ঘরে বসেই সিঙ্গাপুর ভিসা চেক করা যায়। এজন্য প্রয়োজন পড়বে আবেদনকারীর পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ। এই দুটি ইনফরমেশন আপনার কাছে থাকলে www.mom.gov.sg/check-wp এই লিংক ভিজিট করে খুব সহজে সিঙ্গাপুর ভিসা চেক করে নিতে পারেন।

উপরোক্ত লিংকে ভিজিট করে প্রথমে আপনাকে Check work pass and application status লেখাতে। এরপর আপনাকে একটি ভাষা নির্বাচন করতে হবে। তারপর আপনাকে ক্লিক দিতে হবে Pass Status অপশনে। এই অপশনে ক্লিক দিয়ে আপনাকে জন্ম তারিখ এবং পাসপোর্ট নাম্বার বসাতে হবে। তারপর আপনি আপনার কাঙ্খিত সিঙ্গাপুর ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট

সিঙ্গাপুর সরকার অনুমোদিত অনেক এজেন্ট বাংলাদেশের রয়েছে। সিঙ্গাপুর সরকারের ওয়েবসাইটে গেলে তালিকা দেখতে পারবেন। এজেন্ট থেকে সব সময় সাবধানে থাকবেন। অনেক মানুষ এদের মাধ্যমে দেশে ও বিদেশের মাটিতে প্রতারিত হয়ে থাকে।

এজেন্সি দিয়ে কাজ করানোর আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন। অভিজ্ঞ মানুষের সহায়তা নিবেন। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করবেন। নিম্নে কিছু এজেন্সির নাম উল্লেখ করা হল।

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের তালিকা
ক্রমিক নম্বর এজেন্সির নাম ঠিকানা যোগাযোগ নাম্বার
ভিক্টরি ট্রাভেলস লিমিটেড মতিঝিল, ঢাকা টেলিফোন: 9550916, 9556129, 9561471, 9562397
আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন গুলশান, ঢাকা টেলিফোন: 9862788, 9850940, 9855647
নভোএয়ার লিমিটেড বনানী, ঢাকা টেলিফোন: 55042385 হটলাইন: 01978443717
সাইমন ওভারসিজ গুলশান, ঢাকা টেলিফোন: 9882273-74
লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস Rupayan Trade Centre (3rd Floor), 114 Kazi Nazrul Islam Avenue, Bangla Motor,  Dhaka-1000 01678000266, 01678000264

 

সিঙ্গাপুর স্কিল ট্রেনিং খরচ কত

স্কিল ট্রেনিং আপনি সিঙ্গাপুরে গিয়ে অথবা দেশে থেকে করতে পারবেন। সিঙ্গাপুরে গিয়ে স্কিল ট্রেনিং করলে খরচ অনেক কম পড়ে। আমাদের দেশের খরচ অনেক বেশি পড়বে। তবে কোম্পানি আপনাকে স্কিল শিখাবে না। প্রবাসে গিয়ে আপনাকে নিজে নিজে প্রতিষ্ঠান খুঁজে বের করে স্কিল শিখতে হবে। কারণ কোম্পানি সাধারণত অদক্ষ কর্মী নেয় কম বেতন দেওয়ার জন্য। এরা আপনাকে স্কিল শেখাবে না।

তাই সপ্তাহের ছুটির ফাঁকে ফাঁকে আপনি স্কিল শিখতে পারেন। প্রথমবার স্কিল পরীক্ষা দিয়ে পাস করতে পারলে প্রায় ১১০০ ডলার খরচ হয়। প্রথমবার পরীক্ষা দিয়ে পাস করতে না পারলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে মোট খরচ পড়বে ১৭০০ ডলার। অদক্ষ কর্মীর চেয়ে দক্ষ কর্মীর বেতন সাধারণত বেশি হয়ে থাকে। তাই অবশ্যই স্কিল পরীক্ষা দিবেন। তবে বর্তমানে সিঙ্গাপুরে গিয়ে স্কিল করাটা কঠিন হয়ে গেছে। কোম্পানির বসের পারমিশন ছাড়া এটা করা যাচ্ছে না। তাই যাওয়ার আগে জেনে শুনে যাবেন।

1 thought on “সিঙ্গাপুর ভিসা প্রসেসিং, চেক এবং এজেন্টদের লিস্ট [A to Z গাইডলাইন]”

  1. আমার একটা কোম্পানি লাগবে আমি ওয়েল্ডিং এর কাজ জানি

    Reply

Leave a Comment