সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত [বিস্তারিত গাইড]

সৌদি আরবে অনেক বড় বড় কোম্পানি রয়েছে। প্রতি বছর এই কোম্পানিগুলো বিভিন্ন কাজের জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে শ্রমিক নিয়োগ থাকে। এসব কোম্পানিতে কাজ করতে চাইলে আপনার সৌদি আরব কোম্পান ভিসা থাকা লাগবে। কোম্পানিতে কাজ করলে সাধারণত একজন শ্রমিকের বেতন বেশি হয়ে থাকে। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা বেশি থাকে বলে সবাই সৌদি আরব কোম্পানি ভিসা পেতে চায়। এজন্য বর্তমানে এই ভিসার চাহিদা অনেক বেশি।

যারা সৌদি আরব কোম্পানি ভিসা নিয়ে মুসলিম এই দেশে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই সৌদি আরব কোম্পানি ভিসা বেতন কত জানা উচিত। কারণ বেশিরভাগ দালাল ও এজেন্সির লোকেরা কোম্পানির বেতন সম্পর্কে ভুল তথ্য দিয়ে থাকে। এরা সব সময় আপনাকে বেশি বেতনের তথ্য দিবে যাতে আপনার কাছ থেকে ভিসার জন্য বেশি টাকা নিতে পারে।

তাই এই আর্টিকেলে আমরা সৌদি আরব কোম্পানি ভিসা সম্পর্কে বিস্তারিত জানবো। পাশাপাশি আরো জানতে পারবেন সৌদি আরব কোম্পানি ভিসা আবেদন, চেক, বেতন ও খরচ সম্পর্কে বিস্তারিত।

সৌদি আরবের কোম্পানি ভিসা আবেদন

সৌদি আরবের কোম্পানিতে শ্রমিক হিসেবে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এই দেশে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। যেমন: কনস্ট্রাকশন, আইটি, প্রোডাকশন এবং পরিষেবা কোম্পানি ইত্যাদি। এসব কোম্পানিতে আপনি কনস্ট্রাকশন, ক্লিনার, ফিটার, ড্রাইভিং, মেশিন অপারেটর, লেবার এবং ফ্যাক্টরি শ্রমিক হিসেবে কাজ করতে পারবেন।

এজন্য অবশ্যই সৌদি আরবের কোম্পানি ভিসার প্রয়োজন। এই ভিসা পেতে হলে আবেদন করতে হবে। সৌদি আরবের কোম্পানিগুলো সার্কুলার দিয়ে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। আপনাকে কাজের জন্য প্রথমে আবেদন করতে হবে। কোম্পানি আপনার ইন্টারভিউ নিবে। আপনি যদি সিলেক্ট হন তারপর আপনাকে ভিসা তৈরি হবে।

সৌদি আরবের কোম্পানির ভিসা আবেদন করার জন্য প্রথমে আপনাকে কেএসএ ভিসা ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর আপনাকে ভিসার ধরন “ওয়ার্ক” সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি তিন ধরনের অপশন পাবেন। সিজনাল, পার্মানেন্ট এবং টেম্পোরারি ভিসা। আপনার প্রয়োজন অনুযায়ী অপশন সিলেক্ট করে দিবেন। 

এরপর ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে। সকল তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করবেন। সবকিছু ঠিকঠাক মত পূরণ করার পর আপনাকে অনলাইনে ভিসা আবেদন ফি প্রদান করতে হয়।‌ কোম্পানি ভিসা প্রসেসিং হতে কয়েকদিন  কয়েক সপ্তাহ সময় লাগে। আমাদের পরামর্শ হলো কোম্পানির ভিসা আবেদন প্রক্রিয়াটি একজন অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিয়ে সম্পন্ন করবেন। চাইলে বিশ্বস্ত কোন এজেন্সির সহযোগিতা নেওয়া যেতে পারে।

সৌদি আরবের কোম্পানি ভিসা চেক

যারা সৌদি আরবের কোম্পানি ভিসা হাতে পেয়ে গেছেন তারা চাইলে অনলাইনে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব কোম্পানি ভিসাটি চেক করে নিতে পারবেন। এজন্য আপনাকে সৌদি আরব কোম্পানি ভিসা চেক করার সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।এই লিংকে ভিজিট করার পর আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন: পাসপোর্ট নাম্বার, জাতীয়তা, ভিসা টাইপ, ভিসা ইস্যু অথোরিটি এবং ইমেজ কোড। এসব তথ্য সঠিকভাবে বসানোর পর আপনাকে সার্চ অপশনে ক্লিক দিতে হবে। ক্লিক দেয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিসার যাবতীয় তথ্য চলে আসবে। এভাবে আপনি সৌদি আরব কোম্পানি ভিসা চেক করে নিতে পারেন।

সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত

সৌদি আরবের কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ রয়েছে। আপনার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী কাজ করতে পারবেন। আপনার যোগ্যতা অনুযায়ী কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে হবে। কোম্পানির বেতন একজন শ্রমিকের যোগ্যতা, দক্ষতা, কাজের ধরন ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে কম-বেশি হয়ে থাকে। তাই সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত হবে সেটা একেবারে যথাযথভাবে বলা সম্ভব না। তবে কিছুটা ধারণা পাবেন।

বর্তমানে সৌদি আরবের কোম্পানিতে কাজ ভেদে একজন শ্রমিকের বেতন আনুমানিক প্রায় ৮০০ থেকে ১৫০০ রিয়াল। এছাড়া বেশিরভাগ কোম্পানি আপনাকে নানা ধরনের সুযোগ-সুবিধা দিবে। যেমন: আকামা খরচ, থাকা-খাওয়ার খরচ, দেশে আসা-যাওয়ার বিমান টিকেট ইত্যাদি খরচ। এসব সুবিধা পেতে হলে আপনাকে সৌদি আরবের অরিজিনাল কোম্পানি ভিসা নিতে হবে।

সোদি আরবের কোম্পানি ভিসা খরচ কত

সৌদি আরবের কোম্পানি ভিসার চাহিদা অনেক বেশি। অরিজিনাল ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারলে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। তবে দালালেরা অনেক সময় সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে থাকে। এই ভিসায় গেলে আপনাকে ধাপে ধাপে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে।

তাই চেষ্টা করবেন অরিজিনাল সৌদি আরবের কোম্পানি ভিসায় যাওয়ার জন্য। এজন্য আপনি আপনার কোম্পানি ভিসাটি চেক করে নিতে পারেন। বর্তমানে সৌদি আরবের কোম্পানি ভিসার খরচ আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা। তবে পরিচিত মানুষ কিংবা বিশ্বস্ত কোন এজেন্সির মাধ্যমে যেতে পারলে ভিসা খরচ কম লাগতে পারে।

5 thoughts on “সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত [বিস্তারিত গাইড]”

  1. ভাই,,,,একটা কথা জানার ছিলো,,, সৌদি আরবের সিডর কোম্পানি টা কেমন হবে,,,, আর সিডর কোম্পানিতে বেতন কতো,ডিউটি কতো ঘন্টা, থাকা খাওয়া কি মালিকের,,, সকল তথ্য গুলো যদি একটু জানাতেন,, খুবই উপকৃত হতাম,,,ধন্যবাদ

    Reply
  2. কোন কোন খাতে ৪-৫ লক্ষ টাকা লাগে তা ত বলেন না।

    Reply

Leave a Comment