সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত [সবকিছু বিস্তারিত]

সৌদি আরব ফ্রি ভিসা সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেকে সৌদি আরবে ফ্রি ভিসা নিয়ে আসতে চায়। এজন্য তারা সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত জানতে চায়। তাদের উদ্দেশ্যেই মূলত এই আর্টিকেলটি লেখা হয়েছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে সৌদি আরব ফ্রি ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

প্রকৃতপক্ষে সৌদি আরবে ফ্রি ভিসা বলে কোন ধরনের ভিসা নেই। আপনি যে ভিসা নিয়ে এই দেশে আসেন না কেন, আপনাকে কোন না কোন কফিলের আন্ডারে আসতে হবে। তবে এই ভিসা সাধারণত বাইরে কাজ করার সুযোগ থাকে। যার কারণে হয়তো অনেকে এটাকে সৌদি আরব ফ্রি ভিসা বলে নাম দিয়েছে।

এই ভিসায় আসলে সাধারণত মালিকের কোন কাজ করতে হয় না। তবে মালিকের অধীনে থাকতে হবে। এজন্য মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে কিংবা বছরে পরিশোধ করতে হয়। মালিকের বাইরে কাজ করার জন্য আপনাকে অবশ্যই ইকামা তৈরি করতে হবে। এই ইকামার খরচ মেয়াদ ভেদে ভিন্ন হয়ে থাকে। ইকামা ছাড়া বাইরে কাজ করা কঠিন। এটা ছাড়া বিভিন্ন ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন।

এই ভিসায় আসার জন্য আপনার কোন না কোন কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা আবশ্যক। নতুবা নতুন অবস্থায় এই দেশে এসে কোন ধরনের কাজ খুঁজে পাবেন না। প্রথম অবস্থায় অনেক কষ্টে জীবন যাপন করতে হতে পারে। তাই সৌদি আরবে যে কোন ভিসায় আসার পূর্বে চেষ্টা করবেন পরিচিত কোন ব্যক্তির মাধ্যমে আসার। নতুবা নতুন অবস্থায় আপনাকে নানা রকম সমস্যায় জর্জরিত হতে হবে।

সৌদি আরবের ফ্রি ভিসার দাম কত

যারা সৌদি আরবের ফ্রি ভিসায় আসতে চান তাদের অবশ্যই কোন কাজ শিখে আসা উচিত। হতে পারে সেটা পাইপ ফিটিংয়ের কাজ কিংবা ইলেকট্রনিক কিংবা কনস্ট্রাকশনের কাজ। তাহলে আপনার নতুন অবস্থায় এই দেশে কাজ খুঁজে পাওয়া সহজ হবে এবং আপনার বেতন অনেক বেশি হবে। সৌদি আরব ফ্রি ভিসায় আসতে হলে আপনাকে কোন না কোন ভিসার অধীনে আসতে হবে।

এরপর আপনাকে এই দেশে এসে ইকামা তৈরি করতে হবে। সৌদি আরব ইকামার খরচ আনুমানিক মেয়াদ ভেদে নয় হাজার রিয়াল থেকে পনের হাজার রিয়াল হয়ে থাকে। মেয়াদ সাধারণত এক বছরের বেশি হয়ে থাকে। তবে সর্বনিম্ন মেয়াদ তিন মাস পর্যন্ত করা যায়। এক্ষেত্রে খরচ অনেক কম পড়ে। পরিচিত ব্যক্তিদের মাধ্যমে সৌদি আরবে ফ্রি ভিসায় আসলে আনুমানিক খরচ করে প্রায় চার লক্ষ থেকে পাঁচ  লক্ষ টাকা।

অনেক দালাল ‘ফ্রি ভিসা’ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করে থাকে। সৌদি আরব ফ্রি ভিসা বলে কিছু নেই। সকল ভিসার জন্য আবেদনকারীদের কিছু প্রক্রিয়াকরণ ফি এবং অন্যান্য খরচ বহন করতে হয়। যারা কাজের জন্য যেতে চান তাদের অবশ্যই জেনে নেওয়া উচিত সৌদি আরব কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি

সৌদি আরব ভিসা আবেদন করার নিয়ম

ফ্রি ভিসা বলে কোন ভিসা ক্যাটাগরি নেই। আপনাকে কাজের জন্য একটি ভিসা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এজন্য জেনে নিবেন সৌদি আরব কোন ভিসা ভালো। তারপর সেই ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে। এরপর আপনাকে ভিসা আবেদন সম্পন্ন করতে হবে।

সৌদি আরবের যেকোনো ভিসার আবেদন অনলাইনে করা যায়। এজন্য আপনাকে  কেএসএ ভিসা ওয়েবসাইটে ভিজিট করতে হবে।এরপর অপশন থেকে আপনাকে উদ্দেশ্য সিলেক্ট করতে হবে। কাজের জন্য ভিসা আবেদন করলে অবশ্যই “Work” সিলেক্ট করে দিন। এরপর দেখবেন তিন ধরনের ভিসা ক্যাটাগরি আপনার সামনে আসবে। সিজনাল , পার্মানেন্ট এবং টেম্পোরারি ভিসা ক্যাটেগরি দেখতে পাবেন।

এরপর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর ভিসার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আবেদন করতে হবে। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে। এভাবে আপনি অনলাইনে খুব সহজে ভিসা আবেদন সম্পন্ন করতে পারবেন। তবে আবেদন প্রক্রিয়াটি অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিয়ে সম্পন্ন করা উচিত।

এরপর সৌদি আরব ভিসা কর্তৃপক্ষ আপনার আবেদনটি পর্যবেক্ষণ করে ভিসার জন্য অনুমতি দেবে কিংবা রিজেক্ট করে দেবে। ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং হতে আনুমানিক এক মাস থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। এ সময় সকলের উচিত আরবি ভাষা শেখা। ভাষা জানা থাকলে কাজ খুঁজে পাওয়া অনেক সহজ। পাশাপাশি সুবিধার জন্য জেনে রাখুন সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত

সৌদি আরব ফ্রি ভিসা পেতে কি কি লাগে

সৌদি আরব ফ্রি ভিসা বলে কোন ভিসা ক্যাটাগরি নেই। এজন্য আপনাকে কাজের ভিসার জন্য আবেদন করতে হবে। অনেক ধরনের কাজের ভিসা পাওয়া যায়। ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কাগজপত্র সংগ্রহ করতে হবে। নিম্নোক্ত কাগজপত্রগুলো সৌদি আরব কাজের ভিসার আবেদন করার জন্য লাগবে:

  • বৈধ বাংলাদেশী পাসপোর্ট (সর্বনিম্ন এক বছর মেয়াদ)
  • জাতীয় পরিচয় পত্র
  • করোনা ভ্যাকসিন সার্টিফিকেট
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • ভিসা আবেদন
  • কাজের দক্ষতার সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
  • অন্যান্য সহায়ক কাগজপত্র

সৌদি আরবের ফ্রি ভিসার বেতন কত

সৌদি আরবে ফ্রি ভিসায় গেলে আপনি বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ পাবেন। এই ভিসায় স্বাধীনভাবে কাজ করতে পারবেন তবে কাজের ভরসা কম। বাংলাদেশে বিভিন্ন কাজের মৌসুমে শ্রমিকরা সাধারণত বাজারে উঠে থাকে। সেখান থেকে মালিকেরা ভাড়া নিয়ে থাকে। এই ভিসায় মূলত এইভাবে কাজ করা হয়। আমাদের পরামর্শ হচ্ছে আপনি এ ধরনের ভিসা নেওয়া থেকে বিরত থাকবেন।

একজন পরিচিত লোকের মাধ্যমে এই দেশে যাবেন। প্রয়োজনে কফিলের সাথে কাজের চুক্তি করে যাবেন। তাহলে সৌদি আরবে এসে কাজের কোন অসুবিধা হবে না। সৌদি আরব ফ্রি ভিসার বেতন হয়ে থাকে আনুমানিক প্রায় এক হাজার রিয়াল থেকে দুই হাজার রিয়াল। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেক সময় এই ভিসায় আসা লোকেরা কাজ খুঁজে পায় না। থাকার জন্য জায়গা খুঁজে পায় না।

Leave a Comment