এখন একটি মাত্র ওয়েবসাইট ব্যবহার করে সৌদি আরব সকল ধরনের ভিসার জন্য আবেদন করা যায়। কেএসএ ভিসা নামক ওয়েবসাইট ব্যবহার করে সৌদি আরব ভিসা আবেদন করতে পারবেন। সৌদি আরব পৃথিবীর অন্যতম একটি ইসলামিক ধনী রাষ্ট্র। বিশ্বের জ্বালানি তেলের বড় সরবরাহকারী এই দেশটি।
এই দেশ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় শ্রমিকদের সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে। তবে এই দেশে ইনকামের উপর কোন আয়কর দিতে হয় না। আপনি আপনার বেতনের পুরো টাকা রেখে দিতে পারবেন। এই দেশের কোম্পানিগুলো সাধারণত প্রবাসী শ্রমিকদের নিয়ে যাওয়ার যাবতীয় খরচ বহন করে থাকে। যদিও বাংলাদেশের দালাল ও এজেন্টদের কারণে এসব সুবিধা থেকে শ্রমিকরা বঞ্চিত হয়।
সৌদি আরবে মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে যায়। কেউ হজ্ব করার জন্য যায়, কেউ ভ্রমণ করার জন্য যায়, কেউ কাজের জন্য যায়। আপনি যদি সৌদিতে কাজ করার জন্য যেতে চান তাহলে কাজের বিভিন্ন ভিসা ক্যাটাগরি দেখতে পারেন। এজন্য আপনাকে পড়তে হবে সৌদি আরব কোন ভিসা ভালো নিয়ে লেখা আর্টিকেলটি।
সৌদি আরব ভিসা আবেদন করার নিয়ম
সৌদি আরবের ভিসা আবেদন করার জন্য আপনাকে প্রথমে মেডিকেল পরীক্ষায় পাস করতে হবে। এরপর আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। তারপর আপনি চাইলেই অনলাইনে একটি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে সৌদি আরব ভিসা আবেদন সম্পন্ন করতে পারবেন।
- সৌদি আরব দেশে আবেদন করার জন্য প্রথমে আপনাকে সৌদি আরবের অফিশিয়াল ওয়েবসাইট কেএসএ ভিসা ভিজিট করতে হবে।
- কেএসএ ভিসা ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে একটি নিজের জন্য অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। এরপর ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করবেন। অভিজ্ঞ কোন মানুষের সহযোগিতা নিলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা আপনার জন্য সহজ হবে।
- কেএসএ ভিসা ওয়েবসাইট ভিজিট করার পর আপনি হোমপেজে একটি বক্স দেখতে পারবেন। আপনি আপনার উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন । কাজের জন্য হলে অবশ্যই “Work” সিলেক্ট করে নিতে হবে।
- ভিসা ক্যাটেগরি অনুযায়ী অনলাইন আবেদন ফর্ম ভিন্ন হয়ে থাকে। আপনার ভিসা ক্যাটেগরি অনুযায়ী আপনি সঠিকভাবে সবকিছু পূরণ করে নিবেন।
- এরপর আপনাকে ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে।
- আপনার ভিসা আবেদনটি সৌদি আরব কর্তৃপক্ষ পর্যালোচনা করে দেখবে। সৌদি আরবের ভিসা প্রসেসিং হতে কয়েক সপ্তাহ সময় লাগে। এই সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এই সময় আপনি চাইলে আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন।
সৌদি আরব যেতে কি কি কাগজ লাগে
সৌদি আরবে যাওয়ার যোগ্যতা থাকলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রথমে আপনাকে বয়সের যোগ্যতা অর্জন করতে হবে। কারণ এই দেশে কাজের সর্বনিম্ন বয়স ২১ বছর। এজন্য আপনি এই আর্টিকেলটি পড়তে পারেন সৌদি আরবে যেতে কত বছর বয়স লাগে। ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কিছু কাগজপত্র ভিন্ন হতে পারে।
- একটট বৈধ বাংলাদেশী পাসপোর্ট (সর্বনিম্ন এক বছর মেয়াদ)
- জাতীয় পরিচয় পত্র
- করোনা ভ্যাকসিন সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- স্কিল সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- অন্যান্য সহায়ক কাগজপত্র
বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে সৌদি আরবে যাওয়া যায়। তবে বেশিরভাগ মানুষ বিমানের মাধ্যমে যায়। বাংলাদেশ থেকে সৌদির দূরত্ব প্রায় ৪৫৮৪ কিলোমিটার। ওয়ান স্টপ ফ্লাইটে ঢাকা থেকে সৌদি আরবে যেতে আনুমানিক প্রায় ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে।
নন স্টপ ফ্লাইটে ঢাকা থেকে সৌদি যেতে সময় কম লাগে। ৬ ঘন্টা ৪০ মিনিটে ঢাকা থেকে বিমানে করে সৌদিতে পৌঁছাতে পারবেন। ঢাকা থেকে রিয়াদে যাওয়ার জন্য বেশ কয়েকটি বিমান সংস্থা সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে। আপনি যেকোন একটি বিমান সংস্থার সরাসরি ফ্লাইটে যেতে পারবেন।