এখন ঘরে বসে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করা যায়। সৌদি আরবে মানুষ বিভিন্ন ধরনের ভিসা নিয়ে যায়। তবে আমাদের দেশের দালাল ও এজেন্সিরা বেশিরভাগ সময় ভিসা নিয়ে প্রতারণা করে থাকে। তাই আপনি যে উদ্দেশ্য নিয়েই সৌদি আরবে যেতে চান না কেন, আপনার উচিত হবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করে নেওয়া।
সৌদি ভিসা চেক করার মাধ্যম আপনি যাবতীয় ইনফরমেশন যাচাই করে নিতে পারবেন। যারা কাজের উদ্দেশ্যে যাবেন তারা কোম্পানির তথ্য ভালোভাবে চেক করতে পারবেন। ভুয়া ভিসা নিয়ে সৌদি আরবে গেলে বিভিন্ন ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এছাড়া অনেক সময় অনেক এজেন্সি কিংবা দালাল ভিসা এনে দেওয়ার চুক্তিতে টাকা নিয়ে থাকে। তখন আপনার উচিত হবে সৌদি আরবের ভিসা চেক দিয়ে দালাল বা এজেন্সিকে টাকা প্রদান করা।
এজন্য এই আর্টিকেলে আমরা অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। এজন্য আপনাকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে এবং নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে কাজ করতে হবে। তাহলে খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটি চেক করে নিতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
আপনার হাতের কাছে থাকা মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে ঘরে বসে অনলাইনে সৌদি আরবের যেকোনো ভিসা যাচাই করতে পারবেন। এজন্য আপনাকে সৌদি আরবের একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
সৌদি আরব ভিসা চেক লিংক: https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
এই লিংকে ভিজিট করার পর আপনাকে কিছু ব্যক্তিগত ইনফরমেশন দিতে হবে। আপনার পাসপোর্ট নাম্বার, জাতীয়তা, ভিসা ইস্যুকারী অথোরিটি এবং একটি ক্যাপচা পূরণ করে খুব সহজে সৌদি ভিসা অনলাইন চেক করা যায়। আরও জেনে নিবেন সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত।
সৌদি আরব ভিসা চেক করার নিয়ম
আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের সকল ধরনের ভিসা অনলাইন চেক করে নিতে পারবেন। এজন্য আপনাকে ধাপে ধাপে সৌদি ভিসা চেক করার নিয়ম অনুসরণ করতে হবে।
ধাপ ১: ভিসা চেকিং ওয়েবসাইট ভিজিট
সৌদি সরকার ভিসা জালিয়াতি প্রতিরোধ করতে অনলাইনে ভিসা চেকিং করার পদ্ধতি এনেছে। এই পদ্ধতিতে আপনি অনলাইনে সৌদি আরবের সকল ধরনের ভিসা চেক করে নিতে পারবেন। এতে দালাল ও এজেন্সিরা আপনাকে জাল ভিসা হাতে ধরিয়ে দিয়ে টাকা হাতে নিতে পারবে না। সৌদি আরব ভিসা চেক করার জন্য আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সৌদি ভিসা অনলাইন চেক করার লিংকটি উপরে দেওয়া হয়েছে।
ধাপ ২: ওয়েবসাইটটি ইংরেজি ভাষায় অনুবাদ
সৌদি সরকারের অফিসিয়াল ভিসা চেকিং ওয়েবসাইট ভিজিট করার পর আপনাকে সেটি ইংরেজি ভাষায় অনুবাদ করে নিতে হবে। কেননা সৌদি আরবের ভাষা আরবি হওয়ায় প্রথমে ভিজিট করলে সবকিছু আরবি ভাষায় আপনার সামনে আসবে। ভালো আরবি জানা না থাকলে সঠিকভাবে কোন কিছু বুঝতে পারবেন না। যার কারণে আপনার তথ্য ইনপুট করতে অসুবিধা হবে।
ধাপ ৩: তথ্য ইনপুট
এই ধাপে আপনাকে প্রয়োজনীয় সকল তথ্য ইনপুট করতে হবে। সকল তথ্য সঠিকভাবে প্রদান করবেন।
- Passport Number: এই বক্সে আপনার পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে। ডিজিটাল যুগে ই-পাসপোর্ট হলে সবচেয়ে বেশি ভালো হয়।
- Current Nationality: এই বক্সে আপনাকে জাতীয়তা বসাতে হবে। অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক।
- Visa Type: এই বক্সে ভিসার ধরন নির্বাচন করতে হবে। কাজের জন্য ভিসা হলে সেটা হবে “Work” এবং ভ্রমণের জন্য ভিসা হলে হবে “Visit” । আপনি বুঝতে না পারলে অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিবেন।
- Visa Issuing Authority: এখানে ভিসা ইস্যুকারী দূতাবাসের অবস্থান হবে। বাংলাদেশী নাগরিকদের জন্য “Dhaka” বসাতে হবে।
- Image Code: এখানে ক্যাপচাটি ভালোভাবে দেখে লেখাগুলো বক্সে বসাতে হবে। সেখানে লেটার কিংবা নাম্বার থাকতে পারে। দেখে ভালোভাবে ক্যাপচাটি পূরণ করুন।
ধাপ ৪: সার্চ এবং ভিসা চেকিং
সকল ইনফরমেশন সঠিকভাবে বক্সে বসানোর পর আপনাকে সার্চ অপশনে ক্লিক দিতে হয়। এরপর আপনার ভিসার ডিটেলস আপনার সামনে চলে আসবে।এখন আপনি চাইলে সবকিছু যাচাই-বাছাই করে দেখতে পারেন ভিসাটি আসল কিনা। এই পেজে সব ধরনের তথ্য পাবেন ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে কোম্পানির তথ্য কিংবা অন্যান্য যে কোনো তথ্য। এভাবে আপনি চাইলে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করে নিতে পারবেন। বুঝতে কোন ধরনের অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।