সৌদি আরব মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ যেটি মরুভূমি, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের সমন্বয়ে গঠিত। মক্কা ও মদিনা ইসলামের দুই পবিত্রতম স্থান যেগুলো সৌদি আরবের বুকে অবস্থিত। বিশ্বের প্রমাণিত তেলের রিজার্ভের এক-পঞ্চমাংশ এই দেশের ভূগর্ভে লুকিয়ে আছে। এই ‘কালো সোনার’ উপর নির্ভরশীল সৌদির অর্থনীতি। বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ এটি।
সৌদি আরব রাজতন্ত্রের অধীনে পরিচালিত হয়। রাজা একই সাথে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। রক্ষণশীল ইসলামি আইন এই দেশের আইনব্যবস্থার ভিত্তি। ইসলামিক এই রাষ্ট্রে প্রতি বছর বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে কাজের উদ্দেশ্যে মানুষ যায়। এই দেশে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। কাজের ধরন অনুযায়ী বেতন কাঠামো ভিন্ন হয়ে থাকে। আপনি যদি সৌদি আরবে কাজ করার যেতে চান তবে অবশ্যই জেনে নিবেন সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত।
দালাল এবং এজেন্সি সব সময় আপনার কাছে বেতন লুকিয়ে থাকবে। বেশিরভাগ লোকেরা সৌদি আরবে গিয়ে চুক্তিপত্র অনুযায়ী বেতন পান না। এর মূল কারণ হলো আপনাকে ভুয়া চুক্তিপত্র দেখানো হয় যেখানে বেতন বেশি উল্লেখ করা থাকে। তাই আগে থেকে সৌদি আরব সর্বনিম্ন বেতন কত তা ধারণা রাখা উচিত। তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ বেশিরভাগ মানুষ বেতনের কথা বেশি শুনে দালাল এবং এজেন্সিকে বেশি টাকা দেয়।
সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত
সৌদি আরবের সর্বনিম্ন বেতন নির্ভর করে কর্মীর জাতীয়তা এবং কাজের ধরনের উপর। এছাড়া কর্মীর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে সর্বনিম্ন বেতন কম বেশি হয়ে থাকে। এই দেশে অনেক ধরনের কাজ রয়েছে। আপনার দক্ষতা থাকলে কাজের বেতন বেশি পাবেন। এই দেশে বেতনের সাথে অনেক কর্মী থাকা-খাওয়া, চিকিৎসা ভাতা এবং ভ্রমণ ভাতাও পায়।
এই দেশের কাজ করার একটি সুবিধা হলো কোন উপার্জনের উপর কর নেই, তাই কর্মীরা তাদের পুরো বেতন রাখতে পারেন। আপনার জীবনযাত্রার ব্যয় সৌদি আরবের বিভিন্ন শহরের উপর নির্ভর করবে। সৌদি প্রবাসীদের সর্বনিম্ন বেতন সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ অনেক মালিক (কফিল) খারাপ হয়ে থাকে। যার কারণে অনেক সময় সর্বনিম্ন বেতনের চেয়েও কম বেতন দিয়ে থাকে।
তবুও এখন আমরা সৌদি আরবের সর্বনিম্ন বেতন সম্পর্কে আনুমানিক একটি ধারণা দিবো। সৌদি আরবে কর্মরত রয়েছে এমন প্রবাসীদের কাছ থেকে আপনি সঠিক তথ্য পেতে পারেন।
ক্রমিক নম্বর | কাজের নাম | সর্বনিম্ন বেতন (রিয়াল) |
---|---|---|
১ | হোটেল কর্মী | ১,৩০০ |
২ | ড্রাইভিং | ১,৩৫০ |
৩ | রেস্টুরেন্ট কর্মী | ১,২০০ |
৪ | ক্লিনার | ১,০০০ |
৫ | ওয়েল্ডিং শ্রমিক | ১,২০০ |
৬ | ইলেকট্রিশিয়ান | ১,৩৫০ |
৭ | প্লাম্বার | ১,৫০০ |
৮ | কোম্পানি জব | ২,০০০ |
৯ | কনস্ট্রাকশন শ্রমিক | ১,৫০০ |
১০ | গৃহকর্মী | ১,০০০ |
১১ | ফ্যাক্টরি শ্রমিক | ১,৫০০ |
১২ | টেকনিশিয়ান | ১,৩০০ |
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
সৌদি আরবে প্রায় সব ধরনের কাজের চাহিদা কম বেশি রয়েছে। যেসব শ্রমিকেরা অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন তাদের বেতন অনেক বেশি হয়ে থাকে। এসব দক্ষ শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি হয়ে থাকে। তারা চাইলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। তবে নতুন প্রবাসী যাদের কোন দক্ষতা নেই তাদের প্রথম অবস্থায় কাজ খুঁজে পেতে সমস্যা হয়।
আরও পড়ুন: সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
এজন্য সৌদি আরব আসার পূর্বে সকলের উচিত কাজ শিখে আসা। স্কিল থাকলে আপনি নতুন অবস্থায়ও বেশি টাকা ইনকাম করতে পারেন। স্কিল শেখার আগে আপনাকে জানতে হবে সৌদি আরবে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। চাহিদাসম্পন্ন কাজের স্কিল শিখে আসলে কাজ খুঁজে পাওয়া সহজ হবে এবং ভালো বেতন পাওয়া যাবে। সৌদি আরবের চাহিদা রয়েছে এমন ৫টি কাজের নাম নিচের টেবিলে দেওয়া হলো:
ক্রমিক নম্বর | কাজের নাম |
---|---|
১ | ইলেকট্রিশিয়ান |
২ | অটোমোবাইল সার্ভিসিং |
৩ | প্লাম্বার |
৪ | কনস্ট্রাকশন |
৫ | রংমিস্ত্রি |
আমি সৌদি যেতে চাই ভালো আবাসিক হোটেল