লিথুনিয়া যাওয়ার পর অনেকে সেখান থেকে ইতালি যেতে চায়। ইতালির বেতন লিথুনিয়ার তুলনায় অনেক বেশি। যার কারণে সেনজেনভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হওয়া সত্ত্বেও সেখান থেকে বাঙালি প্রবাসীরা ইতালিতে যেতে চায়। এছাড়া দেশটির জীবনযাত্রার মান অনেক উন্নত। দেশটিতে অফুরন্ত কাজের সুযোগ রয়েছে।
ইউরোপে দেশটির শক্তিশালী অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থান রয়েছে। যার কারণে বেশিরভাগ মানুষ গুগলে লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম সার্চ করে থাকে। আপনিও যদি স্বপ্নের দেশটিতে যেতে চান তবে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার গাইডলাইন পেয়ে যাবেন।
লিথুনিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম
লিথুনিয়া এবং ইতালি উভয় সেনজেনভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। আপনি যদি সেনজেন ভিসা নিয়ে দেশটিতে গিয়ে থাকেন তবে খুব সহজে সেখান থেকে ভিসা ছাড়াই স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমা দিতে পারবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনাকে সেনজেন দেশের সুবিধা কি পড়তে হবে।
তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি রেসিডেন্ট হওয়ার অনুমতি নেওয়ার পর দেশটি থেকে ইতালিতে যান। এজন্য আপনাকে লিথুনিয়া নিয়ে যাওয়ার পর স্থায়ী হতে হবে। তারপর আপনি চাইলে দেশটি থেকে যেকোনো উদ্দেশ্যে স্বপ্নের দেশ ইতালিতে যেতে পারবেন। আবার চাইলে পুনরায় আগের দেশে ফিরে যেতে পারবেন।
যারা সেনজেন ভিসা নিয়ে ইতোমধ্যে লিথুনিয়ায় এসেছেন তাদের উচিত হবে রেসিডেন্সি কিংবা নাগরিকত্ব পাওয়ার পর দেশ ত্যাগ করা। কারণ সেনজেন ভিসা থাকার কারণে যেকোনো সময় আপনি দেশ ত্যাগ করতে পারবেন। তবে যারা ইউরোপের স্থায়ীভাবে বসবাস করতে চান তাদের অবশ্যই অবস্থানরত দেশটিতে নাগরিকত্ব নেওয়ার পর বৈধভাবে ইতালি যাওয়া।
লিথুনিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে
লিথুনিয়া থেকে ইতালির দূরত্ব আনুমানিক প্রায় ২,২০৩ কিলোমিটার। এই দূরত্ব আপনাকে বিমানের মাধ্যমে অতিক্রম করতে হবে। বৈধভাবে লিথুনিয়া থেকে ইতালি যেতে খুব বেশি টাকা লাগবে না। শুধু বিমানের টিকিট বুকিং খরচ লাগবে। তবে এজন্য অবশ্যই আপনাকে সেনজেন ভিসাধারী হতে হবে। তবে যারা দেশটিতে অবৈধভাবে পাড়ি জমিয়েছেন তাদেরকে দালালের মাধ্যমে স্বপ্নের দেশে ইতালিতে যেতে হবে। যেটাকে সাধারণত লিথুনিয়া টু ইতালি গেম বলা হয়। এই গেম দিতে সাধারণত ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা লাগে। এই গেম সম্পন্ন করতে আনুমানিক ৫ দিন থেকে ২৫ দিন সময় লাগে।
ইতালি সম্পর্কিত আরো আর্টিকেল পড়ুন
ক্রমিক নম্বর | আর্টিকেল লিংক |
---|---|
১ | ইতালিতে বৈধ হওয়ার উপায় |
২ | ইতালি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় |
৩ | ইতালি যেতে কত টাকা লাগে |
৪ | ইতালিতে বেতন কত |
৫ | ইউরোপে যাওয়ার সহজ উপায় |
বাংলাদেশ থেকে স্বপ্নের দেশ ইতালি