বিশ্বের ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্টের যুগে প্রবেশ করেছে। বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে এখন ঘরে বসে পাসপোর্ট বানাতে পারবেন। তবে এজন্য আপনাকে নতুন পাসপোর্ট করতে কি কি লাগে জানতে হবে। দেশের বাইরে বিভিন্ন প্রয়োজনে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে। আগে এই পাসপোর্ট বানাতে পাসপোর্ট অফিসে গেলে নানা রকম ঝামেলার সম্মুখীন হওয়া লাগতো। তবে এখন সময় ও অর্থের অপচয় রোধ হবে।
কারণ এখন ঘরে বসে ই-পাসপোর্ট করতে কি কি লাগে জানলে পাসপোর্টের আবেদন অনলাইনে করতে পারবেন। আগে ই-পাসপোর্ট করা যেতো না। তাই জনগণ সাধারণ এমআরপি পাসপোর্ট বানাতো। তবে এখন সকলের উচিত হবে অনলাইনে ই-পাসপোর্ট এর আবেদন করা। এমআরপি আর ই-পাসপোর্টের মধ্যে পার্থক্য রয়েছে। পাসপোর্ট বানাতে কি কি লাগে পড়লে আপনি ভালোভাবে বুঝতে পারেন।
নতুন পাসপোর্ট করতে কি কি লাগে
পাসপোর্ট সাধারণত দুই ধরনের রয়েছে। যথা: এমআরপি পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট) এবং ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট)। এই দুই ধরনের পাসপোর্ট বানাতে আলাদা কাগজপত্র প্রয়োজন হয়। তবে বেশিরভাগ কাগজপত্র প্রায় একই। এছাড়া শিশুদের পাসপোর্ট, প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট এবং সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে আলাদা আলাদা কাগজপত্র লাগে।
ই-পাসপোর্ট করতে কি কি লাগে
৫ বছর কিংবা ১০ বছর মেয়াদী পাসপোর্ট বানাতে বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন। তবে যাদের বয়স অনূর্ধ্ব ২০ বছর তাদের অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে। তাছাড়া পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র এবং নাগরিক সনদের প্রয়োজন হয়। পেশা প্রমাণ করার জন্য সরকারি চাকরিজীবীদের প্রমাণপত্র হিসেবে কার্ড এবং শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড প্রয়োজন। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের NOC এবং GO প্রয়োজন হবে। এছাড়া অনলাইনে আবেদন করার সময় ফি পরিশোধের চালান রশিদ এবং আবেদনকারীর নির্দিষ্ট সাইজের ছবি প্রয়োজন।
আরও পড়ুন: পাসপোর্ট করতে কত টাকা লাগে
শিশুদের পাসপোর্ট করতে কি কি লাগে
- অনলাইন ইংরেজি জন্ম নিবন্ধন সনদ
- পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- অনলাইন আবেদন ফরম
- অনলাইনে আবেদনের কপি
- টিকা কার্ড (যদি লাগে)
- সাম্প্রতিক তোলা নির্দিষ্ট সাইজের ছবি (3R Size)
- আবেদন ফি পরিশোধের চালানের রশিদ
শিশুদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে বাধ্যতামূলক পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তাছাড়া যাদের বয়স ২০ বছরের কম কিন্তু আইডি কার্ড নেই তাদেরও গার্ডিয়ান ডকুমেন্টস প্রয়োজন হবে।
আরও পড়ুন: পাসপোর্ট রিনিউ করার নিয়ম
প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট বানাতে কি কি লাগে
- জাতীয় পরিচয় পত্রের কপি
- নাগরিক সনদপত্র
- অনলাইন আবেদন ফরম
- অনলাইন আবেদনের কপি
- ব্যাংক ড্রাফটের চালান কপি
- স্টুডেন্ট আইডি কার্ড (শিক্ষার্থী হলে)
- চাকরির কার্ড (চাকরিজীবী হলে)
- সাম্প্রতিক তোলা নির্দিষ্ট সাইজের ছবি (3R Size)
যাদের ভোটার আইডি কার্ড রয়েছে তাদের প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে গার্ডিয়ান ডকুমেন্টস প্রয়োজন নেই।
সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে কি কি লাগে
- ভোটার আইডি কার্ডের কপি
- নাগরিক সনদপত্র
- আবেদন ফরম
- অনলাইন আবেদনের কপি
- ব্যাংক ড্রাফট এর রশিদ
- সাম্প্রতিক তোলা ছবি (3R Size)
- NOC (No Objection Certificate)
- GO (Government Order)
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পাসপোর্ট তৈরি করতে No Objection Certificate এবং Government Order প্রয়োজন হবে। রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে যাওয়ার জন্য GO প্রয়োজন হয়। এই দুটি ডকুমেন্টস ছাড়া সরকারি চাকরিজীবীরা পাসপোর্ট তৈরি করতে পারবে না। নিজস্ব মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর থেকে এই দুটি ডকুমেন্টস সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন: পাসপোর্ট করার নিয়ম
০৫৭০৪৭ ৮৪৮১ এটা সৌদি আরবের নাম্বার
ভিসা ফ্রি টিকেট যখন দিবেন আমি কাল সার্ভিস কানাডাতে যাব আপনি যদি পারেন টিকিট দিয়ে নিয়ে যেতে পারেন নজরুল ইসলাম পলা শ গ্রামের তেলিয়া পোস্ট অফিস থানা চৌদ্দগ্রাম জেলা কুমিল্লা বাংলাদেশ এইটা আমার ঠিকানা আমার নাম্বার আমি সৌদি আরবে আছি