সিঙ্গাপুর ভিসা কত টাকা | সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে [সর্বশেষ আপডেট]

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে জানতে অবশ্যই এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। দেশ হিসেবে ছোট হলেও অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক একটি রাষ্ট্র। উন্নত এই রাষ্ট্রে রয়েছে উচ্চ জীবন যাপনের মান, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা এবং পরিছন্নতা।

পৃথিবীর অন্যতম একটি নিরাপদ রাষ্ট্র এটি। কারণ এই দেশে অপরাধের প্রবণতা খুবই কম। বহুজাতিক সংস্কৃতির এই দেশে বিভিন্ন জাতি, ধর্ম এবং ভাষার মানুষের বসবাস রয়েছে। তবে সিঙ্গাপুর বিশ্বের নিকট সবচেয়ে বেশি জনপ্রিয় পর্যটনের জন্য।

আপনি সিঙ্গাপুর ভিসা নিয়ে উন্নতি এই রাষ্ট্রে কাজের উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন। তবে এজন্য আপনার অবশ্যই সিঙ্গাপুর ভিসা কত টাকা তা জানতে হবে। প্রতিবছর এই দেশের সরকার দক্ষ এবং অদক্ষ লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করে থাকে। আর এর সুযোগ কয়জনই হাতছাড়া করতে চায়।

সিঙ্গাপুর ভিসা কত টাকা

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে সেটা নির্ভর করবে ভিসা ক্যাটাগরি, মেয়াদ এবং লোকেশনের উপর। বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে সিঙ্গাপুরে যাওয়ার। কাজের উদ্দেশ্যে গেলে ওয়ার্ক পারমিট ভিসা, পড়াশোনার উদ্দেশ্যে গেলে স্টুডেন্ট ভিসা, ভ্রমণের উদ্দেশ্যে গেলে ভিজিট ভিসা, ব্যবসা করার উদ্দেশ্যে গেলে বিজনেস ভিসা এবং অন্যান্য উদ্দেশ্যে গেলে অন্য ভিসা নিয়ে যেতে হবে।

এসব ভিসা ক্যাটাগরি এবং ভিসার মেয়াদের নির্ভর করে সিঙ্গাপুর ভিসা কত টাকা হবে সেটা নির্ধারণ করতে হয়। আত্মীয়-স্বজন বা এলাকার পরিচিত মানুষের মাধ্যমে গেলে অবশ্যই খরচ অনেক কম পড়বে। আর আপনি যদি এজেন্টের সহযোগিতায় যেতে চান তাহলে খরচ অনেক বেশি পড়বে। এজেন্টের মাধ্যমে গেলে অবশ্যই সতর্ক থাকবেন।

সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে
ক্রমিক নম্বর ভিসা ক্যাটাগরি আনুমানিক ভিসা খরচ (টাকা)
ভিজিট ভিসা ১ লক্ষ থেকে ২ লক্ষ
স্টুডেন্ট ভিসা ৪ লক্ষ থেকে ৬ লক্ষ
ওয়ার্ক পারমিট ভিসা ৫ থেকে ৭ লক্ষ

সিঙ্গাপুর যেতে কি কি লাগে

প্রত্যেকটি দেশে ভিসা নিয়ে যেতে হলে অবশ্যই কিছু ডকুমেন্টস লাগে। সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। প্রথমে অবশ্যই যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এরপর আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে ভিসা আবেদন করার সময় এগুলো প্রয়োজন পড়বে।

সিঙ্গাপুর ভিসা আবেদন করা জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • একটি বৈধ পাসপোর্ট (সর্বনিম্ন মেয়াদ ৬ মাস এবং সর্বনিম্ন ১টি পাতা খালি থাকতে হবে)
  • সিঙ্গাপুরের অবস্থানরত কোন ব্যক্তির আমন্ত্রণ পত্র
  • ভিসা আবেদন ফি (৩০০ ডলার)
  • সত্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ব্যক্তিগত ডকুমেন্টস (জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র)
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট

সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে

বয়স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সিঙ্গাপুর ভিসা পাওয়ার জন্য। ভিসা ক্যাটাগরি অনুযায়ী বয়সের শর্ত ভিন্ন হয়ে থাকে। টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনার বয়স ১৫ বছর বা তার বেশি হতে হবে। ১৮ বছরের কম বয়সীদের জন্য অভিভাবক থাকা বাধ্যতামূলক।

স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনার বয়স ১৮ বছর হতে হবে। আর আপনি যদি কাজ করার উদ্দেশ্যে সিঙ্গাপুর ভিসা নিতে চান তাহলে অবশ্যই আপনার বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৫০ বছর হতে হবে। বয়সের মানদণ্ড পূরণ করতে না পারলে আপনি ভিসা পাবেন না।

প্রয়োজনীয় আরো তথ্যের জন্য সিঙ্গাপুর ইমিগ্রেশন ওয়েবসাইট দেখতে পারেন: www.ica.gov.sg/enter-depart/entry_requirements

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে কত সময় লাগে

সিঙ্গাপুর যেতে কত সময় লাগে সেটা নির্ভর করবে বিমান সংস্থা এবং বাতাসের অবস্থার উপর। বাংলাদেশ থেকে অনেক বিমান সিঙ্গাপুরে সরাসরি যায়। ঢাকা থেকে সিঙ্গাপুর সবচেয়ে দ্রুততম সময় যে ফ্লাইটটি অবতরণ করে সেটি হল বাংলাদেশ বিমান। এছাড়া আরো অনেক বিমান এয়ারলাইন্স রয়েছে। যেমন:

  • সিঙ্গাপুর এয়ারলাইন্স
  • মালয়েশিয়া এয়ারলাইন্স
  • থাই এয়ারওয়েজ
  • এয়ার এশিয়া

বাংলাদেশের আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দর হতে সিঙ্গাপুরের দূরত্ব প্রায় ৩,৫০০ কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় আনুমানিক ৭ ঘন্টা থেকে ৭.৫ ঘন্টা। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার বিমানের টিকিটের ভাড়া পড়বে আনুমানিক প্রায় ৫০ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা।

2 thoughts on “সিঙ্গাপুর ভিসা কত টাকা | সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে [সর্বশেষ আপডেট]”

Leave a Comment