ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম [Birth Certificate]

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা এখন তুলনামূলক অনেক সহজ এবং ঝামেলামুক্ত। জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর জানা থাকলে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র দুই মিনিটে পরিবারের যে কারো ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন ডাউনলোড করা সম্ভব। এজন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে।

এই আর্টিকেলে আমরা জানবো, জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত। জন্ম নিবন্ধনের গুরুত্ব নিয়ে আশা করি নতুন করে আপনাকে বলতে হবে না। এই সনদের প্রয়োজনীয়তা আমাদের সকলেরই জানা আছে। নতুন জন্ম সনদের আবেদন করার পর জন্ম সনদ ডাউনলোড করার প্রয়োজন হয়। আবার কারো যদি জন্ম নিবন্ধন হারিয়ে যায় তখন জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার প্রয়োজন হয়।

আমরা জন্ম নিবন্ধনটি দুটি উপায়ে ডাউনলোড করতে পারবো। প্রথম উপায়টি হলো ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করা এবং অনলাইন কপি ডাউনলোড করে নেওয়া। অনলাইন কপি ডাউনলোড করে নিলে জরুরী প্রয়োজনে সেটি সব ধরনের কাজে ব্যবহার করা যায়। তবে মনে রাখবেন, অনলাইন থেকে ডাউনলোড করা কপিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কোন স্বাক্ষর থাকে না।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশ সরকারের অফিসিয়াল জন্ম এবং মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করতে হবে। এই bdris.gov.bd/home লিংকে ভিজিট করার পর আপনাকে মেইন মেনু থেকে “জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রণ” অপশনে ক্লিক দিতে হবে। পরবর্তী পেজে যেতে হলে ইউজারনেম এবং পাসওয়ার্ড এর প্রয়োজন হবে।birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। সাধারণ জনগণ এই লিংকে সরাসরি প্রবেশ করতে পারবে না। কারণ এই পাসওয়ার্ড এবং ইউজার নেম শুধুমাত্র ইউনিয়ন পরিষদের লোকের কাছে রয়েছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ সচিব এবং কম্পিউটার অপারেটরদের কাছে। তাই আপনি যদি ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন ডাউনলোড করতে চান তবে অবশ্যই আপনাকে সরাসরি আপনার স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

আপনি সরাসরি স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিস কার্যালয়ে গিয়ে সেখানকার লোকের সাহায্যে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন। তবে এজন্য আপনাকে অতিরিক্ত জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন ফি পরিশোধ করতে হবে। এই ফি সাধারণত ৫০ থেকে ১০০ টাকার মধ্যে হয়ে থাকে।

তবে আপনি চাইলে অনলাইন থেকে ফ্রিতে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে নিতে পারবেন। যেটাকে সাধারণত অনলাইন কপি হিসেবে চিনে থাকি আমরা। অনেকে আবার অনলাইন যাচাই কপি হিসেবে চিনে থাকবেন।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ পেতে কত সময় লাগে?

ইউনিয়ন পরিষদ থেকে নতুন জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন কয়েক দিনের মধ্যেই। আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। আবেদন করার ১৫ দিনের মধ্যে এই ইউনিয়ন পরিষদ অফিস কার্যালয়ে যোগাযোগ করলে কাঙ্খিত আসল জন্ম সনদটি সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার পর সেটি অনুমোদন পেলে তখনই আপনি ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন। ইউনিয়ন পরিষদে নিযুক্ত কর্মকর্তারা আপনার আবেদনটি যাচাই-বাছাই করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে।

হারিয়ে যাওয়া জন্ম সনদ ডাউনলোড করার ক্ষেত্রে নতুন করে আবেদন করার কোন প্রয়োজন হয় না। এজন্য আপনাকে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন করতে হবে। এক্ষেত্রে আলাদা ফি প্রদান করতে হবে।

তারপর আপনি চাইলে সরাসরি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে সচিবের সাথে কথা বলে একদিনের মধ্যে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড যেহেতু সরাসরি ডাউনলোড করা যায় না সেহেতু আপনি চাইলে অনলাইন থেকে ঘরে বসে নিজে নিজে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। এজন্য আপনার বেশি কিছুর প্রয়োজন পড়বে না। আপনার সঠিক জন্ম তারিখ এবং ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর জানা থাকলে অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারবেন।

প্রথমে আপনাকে বাংলাদেশ সরকারের জন্ম এবং মৃত্যু সনদ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। everify.bdris.gov.bd এই লিংকে ভিজিট করে আপনাকে সঠিকভাবে বার্থ সার্টিফিকেট নাম্বার এবং ডেথ অব বার্থ প্রদান করতে হবে। বার্থ সার্টিফিকেট নাম্বারের জায়গায় আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি প্রদান করতে হবে।

তবে ১৭ ডিজিটের কম হলে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন না। আপনার জন্ম নিবন্ধন নম্বরটি যদি ১৩ ডিজিটের হয় তাহলে প্রথমে আপনার চার সংখ্যার জন্ম সাল যোগ করে জন্ম নিবন্ধন নম্বর ১৭ ডিজিট করতে হবে। আর যদি ১৬ ডিজেটের হয় তাহলে শেষের দিক থেকে পাঁচ ডিজিটের পূর্বে একটি শূন্য (০) বসিয়ে দিতে হবে।

ডেট অব বার্থের জায়গায় আপনার জন্ম জন্ম তারিখটি সঠিকভাবে বসাতে হবে। YY-MM-DD ফরমেট অনুসরণ করে জন্ম তারিখ বসাতে হবে। এরপর আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচাটি গাণিতিক হওয়ায় যোগ বিয়োগের মাধ্যমে সমাধান করে উত্তরের বক্সে বসাতে হবে। সর্বশেষ আপনাদের সার্চ অপশনে ক্লিক দিতে হবে। তাহলেই দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন অনলাইন কপি। চাইলে এটি আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন।

উল্লেখ্য, জন্ম নিবন্ধনটি অনলাইনে খুঁজে না পাওয়া গেলে পুনরায় সঠিকভাবে সকল ইনফরমেশন দিয়ে আবার সার্চ করতে হবে। তারপরেও খুঁজে না পেলে বুঝতে হবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে নিবন্ধনভুক্ত নেই অথবা নিবন্ধনটি নকল।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য আপনাকে কম্পিউটারের কিবোর্ডে Ctrl+P প্রেস করতে হবে। এরপর আপনি পেজ সেটআপ করার অপশন পাবেন। তারপর পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে হবে। যে কোন সময় চাইলে পিডিএফ ডাউনলোড কপি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

1 thought on “ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম [Birth Certificate]”

Leave a Comment