সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় [সর্বশেষ আপডেট]

আপনি কি দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই আর্টিকেলে আমরা আলোচনা করব, সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় সম্পর্কে একদম বিস্তারিত। এছাড়া আপনি আরো জানতে পারবেন লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়।

দক্ষিণ কোরিয়া পৃথিবীর অন্যতম একটি উন্নত প্রযুক্তির দেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা সেরা গন্তব্য হিসেবে এই দেশকে বেছে নেয়। এই দেশে তুলনামূলক বেতন অনেক বেশি পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার চেয়ে দক্ষিণ কোরিয়া যাওয়া উত্তম।

কারণ চাকরির সুযোগের পাশাপাশি আপনি পাবেন উন্নত মানের জীবন যাপনের সুযোগ, উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা এবং উচ্চমানের শিক্ষা গ্রহণের সুযোগ। তবে অবশ্যই চেষ্টা করবেন সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় জেনে বৈধভাবে যাওয়ার।

সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায়

দক্ষিণ কোরিয়া সরকার প্রতিবছর হাজার হাজার শ্রমিক বাংলাদেশ থেকে নিয়ে থাকে। এই দেশে রয়েছে বিশাল শ্রম বাজার। পূর্ব এশিয়ার এই দেশটিতে মানুষ যেতে মরিয়া। কারণ নামমাত্র খরচে ভালো বেতনে এই দেশে কাজ করার সুযোগ রয়েছে। দক্ষিণ কোরিয়ায় কর্মরত শ্রমিকদের মতে সেখানকার ন্যূনতম মাসিক বেতন ১ লক্ষ ৮০ হাজার টাকা।

ওভারটাইম করলে মাসে বেতন আসে প্রায় তিন লক্ষ টাকা। বেশিরভাগ কোম্পানিতে নিজস্ব ব্যবস্থায় থাকা খাওয়ার সুযোগ রয়েছে। প্রতিবছর বাংলাদেশ থেকে কয়েক হাজার মানুষ দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে যাওয়ার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড সংক্ষেপে বোয়েসেল যেটি সাধারণত দক্ষিণ কোরিয়াতে কর্মী নিয়োগ দিয়ে থাকে।

এটি বাংলাদেশ সরকারের অধীনে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যা বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কাজ করে। বোয়েসেল বিভিন্ন দেশে বাংলাদেশী কর্মীদের নিয়োগের জন্য নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করে এবং কর্মীদের প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করে।

বোয়েসেলের মাধ্যমে কয়েকভাবে কর্মীরা দক্ষিণ কোরিয়া যেতে পারে। অনলাইনে বোয়েসেলে আবেদন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর লটারির মাধ্যমে প্রাথমিক নির্বাচন করা হয়ে থাকে। লটারিতে নির্বাচিত হলে দুই মাসের মধ্যে কোরিয়ান ভাষা শিখতে হয়। ভাষা শেখার পর সেটার দক্ষতার পরীক্ষা দিতে হবে।

রিডিং এবং লিসেনিং পরীক্ষা হয়ে থাকে। ২০০ নম্বরে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে নিজের জেলায় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হয়। স্বাস্থ্য পরীক্ষায় পাশ করলে অপরাধমুক্ত প্রমাণের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে।

দক্ষিণ কোরিয়ান ভাষা দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অবশ্যই আপনাকে স্কেল টেস্ট দিতে হবে। সরকারিভাবে খুব অল্প খরচে বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যাওয়া যায়।

দক্ষিণ কোরিয়া যেতে কি কি লাগে

দক্ষিণ কোরিয়া যাওয়ার যোগ্যতা আপনার মধ্যে থাকলে অবশ্যই আপনি যেতে পারবেন। এজন্য আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়া আপনি ভিসা আবেদন করতে পারবেন না।

নিম্নে উল্লেখিত যোগ্যতা এবং ডকুমেন্টস লাগবে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য:

  • একটি বৈধ পাসপোর্ট
  • দক্ষিণ কোরিয়ান ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • মেডিক্যাল সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • স্কিল সার্টিফিকেট
  • অভিজ্ঞতার প্রমাণ
  • এসএসসি পাস সার্টিফিকেট
  • বয়সসীমা ১৮ – ৩৯ বছর হতে হবে
  • কালার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায়

দক্ষিণ কোরিয়ায় কাজের উদ্দেশ্যে গেলে অবশ্যই আপনাকে ইপিএস প্রোগ্রামের আওতায় যেতে হবে। এক্ষেত্রে একমাত্র উপায় হলো বোয়েসেলের মাধ্যমে যাওয়া। এক্ষেত্রে অবশ্যই লটারি বাধ্যতামূলক।

লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় রয়েছে ২টি। সেগুলো হলো স্টুডেন্ট ভিসা এবং বিজনেস ভিসার মাধ্যমে কোরিয়া যাওয়া। স্টুডেন্ট ভিসায় কোরিয়া যাওয়া যায়।

এক্ষেত্রে অবশ্যই দক্ষিণ কোরিয়ার কোন প্রতিষ্ঠানের ভর্তি অফার লেটার প্রয়োজন পড়বে। পাশাপাশি আর্থিক সাপোর্ট এর প্রমাণ লাগবে। আর অবশ্যই ভাষা দক্ষতার সার্টিফিকেট থাকা লাগবে। লটারি ছাড়া কোরিয়া যাওয়ার উপায় দ্বিতীয়টি হলো দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগ।

আপনি ৫ লক্ষ ডলারের বেশি দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগ করতে চাইলে খুব সহজে বিজনেস ভিসা পেয়ে যাবেন। এক্ষেত্রে লটারির কোন প্রয়োজন হবে না।

সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চাইলে অবশ্যই লটারির মাধ্যমে যেতে হবে। লটারিতে বোয়েসেলের সহযোগিতায় গেলে ভিসা খরচ অনেক কম লাগে। অন্যদিকে আপনি যদি বেসরকারিভাবে লটারি ছাড়া দক্ষিণ কোরিয়া যেতে চান তাহলে খরচ কয়েক গুণ বেশি পড়বে।

9 thoughts on “সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় [সর্বশেষ আপডেট]”

  1. দক্ষিণ কোরিয়া আমার সপ্নের একটা দেশ এ যাবত তিন বার লটারি কাটছি এক বার অহ কপালে মিল্ল না।যদি আপনারা আমাকে একটু সাহায্য করতেন কীভাবে, কি করলে এই আমার স্বপ্ন টাকে বাস্তবে পরিণীত করতে পারব । আর একটা বিষয় যানার ছিল লটারি পাওয়া ছাড়া ভাষাই পারদর্শী হলে কি দক্ষিণ কোরিয়া যাওয়া সম্মভ?

    Reply
  2. দক্ষিণ কোরিয়া কিভাবে যেতে পারবো? কি কি করতে? কি শিখতে হবে?

    Reply
  3. আসসালামু আলাইকুম
    ইচ্ছে তো করে,করিয়া জেতে
    কিন্তু আমাকে তারা ভিসা মনে হয় দিবে না
    আমার শিক্ষা, নাই, সাটিফিকেট নাই
    তবে মনে ভালোবাসা আছে

    Reply
  4. আমি মেয়ে,আমি দক্ষিণ কোরিয়ায় যেতে চাই। মেয়েদের জন্য ওখানে কেমন কাজের সুযোগ আছে? এটা একটু জানার ছিল। কি ধরনের কাজের সুযোগ সুবিধা আছে?

    Reply
  5. সম্মানিত মহুদয়
    আমার অনেক বড় সপ্ন, আমি দক্ষিণ কোরিয়া যাব ,আমি বর্তমানে সৌদি আরবে আছি ,সৌদি আরব থেকে আমি দক্ষিণ কোরিয়া যেতে চাই,আমি অনেক ওয়েতে চেষ্টা করতে ছি, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছি না
    আমি কি বাবে দক্ষিণ কোরিয়া যাব ,
    Please help me…?

    Reply
  6. আমার চাকরি করার অভিজ্ঞতা আছে ,আমি সৌদি আরবে সাত বছর দরে কর্ম রত অবস্থায় আছি ,একটি সুপার মার্কেটের
    আমি এখন দক্ষিণ কোরিয়া যেতে চাই,
    আমি দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য কি করতে পারি এবং কোথায় গেলে আমি দক্ষিণ কোরিয়ার ভিসা পাব …!

    Reply

Leave a Comment