আলবেনিয়া যেতে কত টাকা লাগে ও বেতন কত (সর্বশেষ আপডেট)

আলবেনিয়ার ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং খরচ কম হয়ে থাকে। দেশটিতে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের চাহিদা রয়েছে। যারা ওয়ার্ক পারমিট নিয়ে দেশটিতে যেতে চায় তাদের অনেকে জানতে চায় আলবেনিয়া বেতন কত। আলবেনিয়ায় জীবনযাত্রার মান উন্নত এবং খরচ তুলনামূলকভাবে কম। আপনি দেশটিতে যাওয়ার আগে অবশ্যই জেনে নিবেন আলবেনিয়া যেতে কত টাকা লাগে।

অধিক বেতন এবং উন্নত জীবনযাত্রার মান বাংলাদেশীদের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে উৎসাহিত করছে। এছাড়া দেশটিতে অনেক কোম্পানি রয়েছে যেখানে ভালো কাজের সুযোগ রয়েছে। আপনিও যদি দেশটিতে যেতে চান তবে আর্টিকেলটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। তাহলে আলবেনিয়া বেতন কত জানতে পারবেন। পাশাপাশি আরো জানতে পারবেন আলবেনিয়া যেতে কত টাকা লাগে।

আলবেনিয়া বেতন কত

আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়নি। তাছাড়া এটি ইউরোপের সেনজেনভুক্ত দেশও নয়। তাই ইউরোপের দেশ হওয়া সত্বেও দেশটিতে কাজের বেতন তুলনামূলক কম হয়ে থাকে। তবে জীবনযাপনের খরচও তুলনামূলক অনেক কম। বর্তমানে আলবেনিয়ার সর্বনিম্ন বেতন ৩৪৩.২০ আমেরিকান ডলার।

যা বাংলাদেশী মুদ্রায় রূপান্তর করলে প্রায় ৩৮ হাজার টাকা মত হয়। দেশটিতে নতুন অবস্থায় কাজের বেতন সাধারণত কম হয়ে থাকে। তবে আপনার কাজের ধরন, দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আলবেনিয়া বেতন কত হবে সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়। এটা ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে।

আলবেনিয়া বেতন কত
ক্রমিক নম্বর কাজ মাসিক বেতন (টাকায়)
কনস্ট্রাকশন ৭০,০০০-৮০,০০০
ড্রাইভিং ৮৫,০০০-১,০০,০০০
ফ্যাক্টরি জব ৫০,০০০-৬০,০০০
হোটেল ও রেস্টুরেন্ট ৬০,০০০-৯০,০০০
ইলেকট্রিশিয়ান ৭০,০০০-১,০০,০০০
মেকানিক ৬০,০০০-১,০০,০০০

আলবেনিয়া কোন কাজের চাহিদা বেশি

আলবেনিয়ার মাটিতে কাজের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বাংলাদেশীদের জন্য। ঐতিহ্যবাহী কারখানা ও শপিংমলে চাকরির পাশাপাশি, ফুডপ্যাকিং, কনস্ট্রাকশন, পরিচ্ছন্নতা, পাইপ ফিটিং, এমনকি ড্রাইভিংয়ের ক্ষেত্রেও দক্ষ বাংলাদেশীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো হোটেল ও রেস্টুরেন্টে কাজের সুযোগ। এক্ষেত্রে আকর্ষণীয় বেতন ও বোনাসের পাশাপাশি দক্ষ কর্মীদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

বর্তমানে প্রচুর সংখ্যক বাংলাদেশী এই শিল্পে সফলভাবে কর্মরত। শুধু খাটুনির কাজে নয়, জ্ঞাননির্ভর কাজেও দক্ষ বাংলাদেশীরা দেশটিতে নিজেদের প্রতিষ্ঠা করছে। ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে তারা অর্জন করছে আন্তর্জাতিক খ্যাতি এবং আকর্ষণীয় আয়।

আলবেনিয়া যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে আলবেনিয়ায় যায়। অনেকে অবৈধভাবে আলবেনিয়া টু ইতালি গেম দেয়। কারণ দেশটির বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম হয়ে যায়। আপনি যদি বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলবেনিয়া যেতে চান তাহলে আপনাকে ৭ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা খরচ করতে হবে। এই খরচের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত। পরিচিত মানুষের মাধ্যমে গেলে খরচ তুলনামূলক কম হবে। স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসা নিয়ে খুব কম মানুষ দেশটিতে যায়। তবে এই ২টি ভিসায় যেতে খরচ আরো কম হয়।

ইউরোপ সম্পর্কিত আরো আর্টিকেল পড়ুন

ক্রমিক নম্বর আর্টিকেল লিংক
ইতালিতে বৈধ হওয়ার উপায়
ইতালি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়
ইতালি যেতে কত টাকা লাগে
ইতালিতে বেতন কত
ইউরোপে যাওয়ার সহজ উপায়

4 thoughts on “আলবেনিয়া যেতে কত টাকা লাগে ও বেতন কত (সর্বশেষ আপডেট)”

  1. Your blog is a breath of fresh air in the crowded online space. I appreciate the unique perspective you bring to every topic you cover. Keep up the fantastic work!

    Reply

Leave a Comment