আমেরিকা যেতে কত টাকা লাগে (ভিসার দাম) [সর্বশেষ আপডেট]

অনেকের মনেই স্বপ্নের দেশ অমেরিকাকে ঘিরে রহস্য, রোমাঞ্চ, এবং উন্নত জীবনের স্বপ্ন। লেখাপড়া, চাকরি, ব্যবসা, বা শুধুমাত্র ভ্রমণ – যে কারণেই হোক না কেন, আমেরিকা যাওয়ার ইচ্ছা অনেকের মনেই থাকে। কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়নের পথে অন্যতম বড় বাধা হলো খরচ। এই খরচের  আনুমানিক ধারণা পাওয়ার জন্য আপনাকে আমেরিকার ভিসা খরচ সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

আমাদের সাথেই থাকুন। আপনার স্বপ্নের দেশে পৌঁছানোর পথকে সহজ করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য আপনাকে আমেরিকা ভিসার দাম কত জানতে হবে। এই আর্টিকেলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি জানতে পারবেন বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে। কারণ এই আর্টিকেলে আমরা আলোচনা করবো আমেরিকা যেতে কত টাকা লাগে এই বিষয়ে বিস্তারিত সবকিছু।

বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগবে তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। যেমন: ভিসা ক্যাটাগরি, ভিসার মেয়াদ, লোকেশন ইত্যাদি। এছাড়া আপনি যদি পরিচিত কোনো ব্যক্তির মাধ্যমে যদি স্বপ্নের দেশ আমেরিকায় যেতে চান তাহলে অল্প খরচে যেতে পারবেন। তবে দালাল এবং বাংলাদেশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে খরচ অনেক বেশি পড়বে। বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আনুমানিক প্রায় ১৫ থেকে ৩০ লক্ষ টাকা লাগে।

তবে ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার খরচ তুলনামূলক কম হয়ে থাকে। ৫ থেকে ১৫ লক্ষ টাকা খরচ করে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়া সম্ভব। এই খরচের ভেতরে পাসপোর্ট তৈরি, ইংরেজি দক্ষতার সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, বিমান টিকিট বুকিং ইত্যাদি খরচ অন্তর্ভুক্ত রয়েছে। এক কথায় বাংলাদেশ থেকে আমেরিকা পৌঁছানো পর্যন্ত যত খরচ হবে সব খরচ এখানে অন্তর্ভুক্ত। তবে প্রকৃত খরচ অনেক কম যা আমেরিকা ভিসার দাম কত এই টপিক পড়লে জানতে পারবেন। আরও জানতে পড়ুন আমেরিকা যাওয়ার উপায়

আমেরিকা ভিসার দাম কত

আমরা নিচের টেবিলে সাধারণ কিছু ভিসা ক্যাটাগরির দাম তুলে ধরেছি। প্রতিটি ভিসার দামের সাথে অতিরিক্ত ফি যোগ হবে। F, M, এবং J ভিসার আবেদনকারীদের জন্য SEVIS (Student and Exchange Visitor Information System) ফি দিতে হয়। SEVIS ফি মাত্র $350 (USD)।

সকল ভিসার আবেদনকারীদের জন্য DS-160 আবেদন ফি দিতে হয়। এটা হলো আমেরিকার ভিসার অফিসিয়াল দাম। এই ফি আপনাকে ডলারে পরিশোধ করতে হবে। আপনি চাইলে ডুয়েল কারেন্সি কার্ড কিংবা ব্যাংকিং সিস্টেমে পরিশোধ করতে পারবেন। আরও জানতে পড়ুন আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা

আমেরিকার ভিসা খরচ (অফিসিয়াল)
ক্রমিক নম্বর ভিসা ক্যাটাগরি ভিসার দাম (USD)
স্টুডেন্ট ভিসা (F-1) $160
টুরিস্ট ভিসা (B-1/B-2) $160
ওয়ার্ক পারমিট ভিসা (H-1B) $190
মেডিকেল ভিসা (J-1) $160

বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব আনুমানিক প্রায় 13,219 কিলোমিটার। এটা গুগল ম্যাপের হিসাব অনুযায়ী। বাংলাদেশ থেকে আমেরিকায় আপনি বৈধভাবে গেলে বিমানের ফ্লাইটে যেতে হবে। এছাড়া আপনি চাইলে জাহাজের মাধ্যমেও যেতে পারবেন।

বাংলাদেশ থেকে বিমানে আমেরিকা যেতে আনুমানিক সময় লাগে ২৫ থেকে ৩৫ ঘন্টা। কারণ বাংলাদেশ থেকে আমেরিকা সরাসরি বিমানে করে যাওয়া যায় না। প্রথমে আপনাকে দুবাই যেতে হবে। তবে আপনি যদি জাহাজে করে যান তাহলে অনেক বেশি সময় লাগবে। আনুমানিক ৩৫ দিন থেকে ৪৫ দিন। তবে অবৈধভাবে গেলে কয়েক মাস সময় লাগে। আরও জানতে পড়ুন আমেরিকার সর্বনিম্ন বেতন কত

2 thoughts on “আমেরিকা যেতে কত টাকা লাগে (ভিসার দাম) [সর্বশেষ আপডেট]”

  1. I want a Skilled any construction farm or a developer farm. I want to go in as a subcontractor or supervisor. Post a civil worker permit visa. I’m a enlisted of Cantonment board first class contractor. Private high rise building all civil work subcontractor, developer work on going projects here is Work details
    My family members details
    1. spouse
    2. 2 childrens there in sena public school and college my eldest son class 8 and the younger son is in class 1

    Reply

Leave a Comment