ব্রুনাই টাকার মান | ব্রুনাই টাকার রেট কত

পৃথিবীর একেক দেশের মুদ্রার মান একেক রকম হয়ে থাকে। বিভিন্ন কারণে মুদ্রার মান কম বেশি হয়ে থাকে। অনেকেই কৌতুহলবশত ব্রুনাই টাকার মান কত জানতে চায়। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিদেশে অবস্থানরত বাঙালি প্রবাসীরা ব্রুনাই টাকার মান জানতে চায়। কারণ টাকা নিজ দেশে পাঠানোর আগে অবশ্যই ব্রুনাই ডলার রেট বাংলাদেশ জানতে হবে।

এজন্য আপনাকে আজকের ব্রুনাই টাকার মান জানা আবশ্যক। সাধারণত ব্রুনাই বাঙালি প্রবাসীদের প্রতিনিয়ত মানি এক্সচেঞ্জ করতে হয়। তাদের কষ্টের টাকা দেশে পাঠানোর জন্য ব্রুনাই ১ ডলার বাংলাদেশের কত টাকা জেনে হিসাব করতে হয়। প্রতিদিন টাকার মান ওঠা-নামা করে থাকে। তাই প্রবাসীদের আজকের ব্রুনাই টাকার রেট সম্পর্কে আপডেট থাকতে হয়।

ব্রুনাই টাকার মান কত

ইসলামি রাষ্ট্র ব্রুনাই বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। দেশটির মুদ্রার নাম ব্রুনাই ডলার। এটি অত্যন্ত শক্তিশালী মুদ্রা। তবে এই ডলার রেট প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ১ ব্রুনাই ডলারের অফিসিয়াল মূল্য ৮৬.৪৪ টাকা। অর্থাৎ আপনাকে দেশটির ১ ডলার কিনতে হলে ৮৬.৪৪ টাকা গুনতে হবে। তবে কয়েক মাস আগে ব্রুনাই ডলারের দাম অনেক বেশি ছিল। কিন্তু ক্রমান্বয়ে দেশটির ডলারের মান হ্রাস পাচ্ছে।

ব্রুনাই টাকার রেট কত

আপনি যদি বৈধ চ্যানেল থেকে দেশটির ডলার কিনতে চান তবে কিছুটা কম মূল্যে ক্রয় করতে পারবেন। কিন্তু আপনি যদি অবৈধ চ্যানেল অথবা খোলা বাজার থেকে ক্রয় করেন তাহলে আপনাকে বেশি টাকা খরচ করতে হবে। তেমনি আপনি যদি বৈধ অফিসিয়াল চ্যানেলে ব্রুনাই ডলার বিক্রি করেন তাহলে সবচেয়ে কম রেট পাবেন। অন্যদিকে, খোলা বাজারে বিক্রি করলে সবচেয়ে বেশি রেট পাবেন। খোলা বাজারের সঠিক রেট অফিসিয়ালি পাওয়া যাবে না। এজন্য আপনাকে  মানি এক্সচেঞ্জে গিয়ে আজকের ব্রুনাই টাকার মান জানতে হবে।

ব্রুনাই ডলার টু বাংলাদেশী টাকা
ব্রুনাই ডলার (BND) বাংলাদেশী টাকা (BDT)
১ ডলার ৮৬.৪৪ টাকা
৫ ডলার ৪৩২.২০ টাকা
১০ ডলার ৮৬৪.৪০ টাকা
২০ ডলার ১,৭২৮.৮০ টাকা
৫০ ডলার ৪,৩২২.০০ টাকা
১০০ ডলার ৮,৬৪৪.০০ টাকা
২০০ ডলার ১৭,২৮৮.০০ টাকা
৫০০ ডলার ৪৩,২২০.০০ টাকা
১,০০০ ডলার ৮৬,৪৪০.০০ টাকা
৫,০০০ ডলার ৪,৩২,২০০.০০ টাকা

ব্রুনাই ১ টাকা বাংলাদেশের কত টাকা

ব্রুনাই টাকার রেট কত জানতে পারলে আপনি বুঝতে পারবেন ব্রুনাই ১ টাকা বাংলাদেশের কত টাকা। অধিকাংশ প্রবাসীরা বাংলাদেশে থাকাকালীন যেমন মুদ্রাকে টাকা বলে থাকে তেমনি ব্রুনাই গিয়েও ডলারকে সাধারণত টাকা বলে থাকে। তবে দেশটির মুদ্রার নাম হলো ব্রুনাই ডলার। বর্তমানে ব্রুনাই ১ টাকা বাংলাদেশের কত টাকা অনেকে জানতে চেয়েছিলেন। যারা শেষ পর্যন্ত পোস্টটি ধৈর্য ধরে পড়েছেন তারা আশা করি জেনে গেছেন। বর্তমানে ব্রুনাই ১ ডলার সমান বাংলাদেশের ৮৬.৪৪ টাকা। তবে মনে রাখবেন টাকার মান প্রতিনিয়ত ওঠা-নামা করে থাকে।

আমাদের কথা

ব্রুনাই মুদ্রার নাম ব্রুনাই ডলার। BND হলো দেশটির মুদ্রার সংক্ষিপ্ত রূপ। বর্তমানে ব্রুনাই ১ ডলার সমান বাংলাদেশী ৮৬.৪৪ টাকা। তবে আজকের খোলা বাজারে ব্রুনাই টাকার মান কত জানতে হলে নিকটস্থ মানি এক্সচেঞ্জে যেতে হবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এখনকার আপডেট নিতে হবে।

Leave a Comment