স্বর্ণের রাজ্য দুবাই! কাজের সুযোগ আর ব্যবসার প্রয়োজনে প্রতিদিনই ছুটে যাচ্ছে সেদিকে অসংখ্য মানুষ। কিন্তু মনে রাখবেন, বৈধ ভিসা ছাড়া দুবাইয়ের দরজা আপনার জন্য বন্ধ।এজেন্সির প্রতারণা থেকে সাবধান! অনেক সময়ই অসৎ এজেন্সি গ্রাহকদের সাথে প্রতারণা করে থাকে। জাল ভিসা দিয়ে টাকা হাতিয়ে নেয়। এজন্য ভিসা হাতে পাওয়ার পরই অনলাইনে দুবাই ভিসা চেক করা উচিত।
এজেন্সি যদি ভুয়া ভিসা দেয়, তাহলে অনলাইনে চেক করে আপনি তাৎক্ষণিক বুঝতে পারবেন। জাল ভিসা হলে দুবাই পৌঁছেই আপনাকে ফিরে আসতে হতে পারে। অনেক টাকা ও সময়ের অপচয় হবে। তাই ভিসা যাচাই করে নিশ্চিন্ত মনে দুবাই যান। তাই দুবাই ভিসা চেক অনলাইন করে ঠিক আছে জেনে নিশ্চিন্ত মনে দুবাই ভ্রমণ উপভোগ করুন।
দুবাই ভিসা চেক অনলাইন
ইন্টারনেটের যুগে সবকিছুই এখন হাতের মুঠোয় চলে এসেছে! এখন অনলাইনে আপনার দুবাই ভিসার সত্যতা যাচাই করতে পারবেন। কোন কোম্পানির ভিসা? আসল নাকি নকল? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আর দৌড়াদৌড়ি করার দরকার নেই। বসে থাকুন ঘরেই এবং কয়েক ক্লিকে জেনে নিন আপনার ভিসা সম্পর্কে সকল তথ্য।
অনলাইনে দুবাই ভিসা চেক করা জরুরী। কারণ আপনি নকল ভিসার ফাঁদে জড়িয়ে পড়া থেকে রক্ষা পাবেন। ভিসা ঠিক থাকলে দুবাই ভ্রমণ উপভোগ করতে পারবেন আরও বেশি আত্মবিশ্বাসের সাথে। কিন্তু, অবৈধ ভিসায় দুবাই গেলে জরিমানা, বন্দি, এমনকি দেশে ফেরত পাঠানোর ঝামেলায় পড়তে পারেন।
অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করা যায়। এজন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে ‘Dubai Visa Check‘ লিখতে হবে। তারপর একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে আসবে। সেখানে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
আরও পড়ুন: দুবাই বেতন কত
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
দুবাই যাওয়ার জন্য ভিসা অপরিহার্য! কিন্তু ভিসা আসল নাকি না নকল এই প্রশ্ন কি আপনাকেও বিরক্ত করে? চিন্তা নেই! এখন অনলাইনে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার ভিসার সকল তথ্য।
প্রয়োজনীয় তথ্য:
- পাসপোর্ট নাম্বর
- ভিসার ধরন
- পাসপোর্টের মেয়াদ
- দেশের নাম
দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ভিসা চেক করতে পারবেন। এজন্য আপনাকে নিম্নে উল্লেখিত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে:
- প্রথমে আপনাকে ICP Smart Services ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। আপনি গুগলে “Dubai Visa Check” লিখলেই প্রথমে চলে আসবে। অথবা আপনি চাইলে সরাসরি প্রদত্ত ক্লিক করে লিংকে ভিজিট করতে পারেন।
- ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাকে মেনু বারে ক্লিক করতে হবে। অনেকে এটাকে থ্রি ডট মেনু বলে। সেখান থেকে ‘Public Service’ অপশনে ক্লিক দিতে হবে। তারপর ‘File Validity’ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে। “Search By” এর জায়গায় ‘Passport Information’ সিলেক্ট করতে হবে। আর “Select the Type” এর জায়গায় ‘Visa’ সিলেক্ট করতে হবে।
- “Passport No” আপনার পাসপোর্ট নাম্বারটি বসাবেন।
- “Passport Expire Date” এখানে আপনার পাসপোর্টের মেয়াদের তারিখ বসাতে হবে।
- “Nationality” এই বক্সে 207 লিখলে অটোমেটিক বাংলাদেশ চলে আসবে। অথবা আপনি ম্যানুয়ালি ‘Bangladesh’ সিলেক্ট করে দিতে পারেন। নিজের দেশের নাম বসাতে হবে।
- সকল তথ্য সঠিকভাবে বসানোর পর আপনাকে রোবট ভেরিফাই করতে হবে। এজন্য গুগলের ক্যাপচাটি সমাধান করতে হবে।
- সর্বশেষ আপনাকে পাশে থাকা “Search” বাটনে ক্লিক দিতে হবে। তাহলে আপনার ভিসা স্ট্যাটাসটি দেখতে পারবেন। আপনার ভিসা চালু থাকলে “Active” স্ট্যাটাস দেখাবে। এখানে ভিসার যাবতীয় তথ্য পাবেন। এভাব ঘরে বসে অনলাইনে ২ মিনিটে দুবাই ভিসা চেক করতে পারবেন।