দুবাই বেতন কত (কোন কাজের চাহিদা বেশি)

দুবাই! মরুভূমির বুকে গড়ে ওঠা অত্যাধুনিক শহর যা আজ বিশ্বের দরবারে অন্যতম আকর্ষণীয় এবং সমৃদ্ধ শহরে রুপান্তরিত হয়েছে। ঝলমলে আকাশচুম্বী ভবন, বিলাসবহুল শপিং মল, অত্যাধুনিক থিম পার্ক – সব মিলিয়ে দুবাই যেন এক অপার্থিব রূপকথার জগৎ। কিন্তু দুবাই কি শুধুমাত্র ঐশ্বর্য্য ও বিলাসিতার জগৎ? অবশ্যই নয়। দুবাই আজকের দিনে অসংখ্য প্রবাসীর কর্মক্ষেত্র হিসেবেও পরিগণিত হয়েছে।

শহরটিতে বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন তাদের ভাগ্য গড়তে। আপনিও যদি এই দেশে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য যেতে চান তবে যাওয়ার পূর্বে দুবাই বেতন কত জেনে যাবেন। উন্নত অবকাঠামো, আধুনিক সুযোগ-সুবিধা এবং অঢেল আয়ের সম্ভাবনার কারণে দুবাই বহু প্রবাসীর কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে দাঁড়িয়েছে।

দুবাই কাজের বেতন কত

ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দুবাই গিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ পাবেন। আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী কাজের বেতনের তারতম্য হবে। বর্তমানে দুবাই সর্বনিম্ন বেতন বাংলাদেশি টাকায় ৩৫ হাজার টাকা। তবে কাজ ভেদে আপনার বেতন কম বেশি হবে। নতুন অবস্থায় সাধারণত কর্মীদের বেতন কম হয়ে থাকে। আপনি যদি যাওয়ার আগে ভালোভাবে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে প্রথম থেকেই বেশি বেতন হওয়ার সম্ভাবনা থাকবে।

দুবাই কাজের বেতন
ক্রমিক নম্বর পেশা মাসিক বেতন (টাকা)
ওয়েটার ৪০,০০০-৬০,০০০
ডেলিভারি ম্যান ৫০,০০০-১,৫০,০০০
ড্রাইভিং ৬০,০০০-৮০,০০০
ইলেক্ট্রিশিয়ান ৬০,০০০-৮৫,০০০
নির্মাণ শ্রমিক ৪০,০০০-৭০,০০০
প্লাম্বার ৬০,০০০-৯০,০০০
ফ্যাক্টরির কাজ ৪০,০০০-৬০,০০০
ক্লিনার ৩৫,০০০-৫০,০০০
হেলপার ৪০,০০০-৭০,০০০
১০ গার্মেন্টস ৩৫,০০০-৫০,০০০
১১ মেকানিক ৬০,০০০-১,০০,০০০

আরও পড়ুন: দুবাই কোম্পানি ভিসা বেত কত

দুবাই কোন কাজের বেতন বেশি

অনেকেরই স্বপ্ন থাকে দুবাইয়ে কাজ করার। আকর্ষণীয় জীবনযাত্রা, উচ্চ বেতন এবং অসংখ্য সুযোগ-সুবিধার জন্য শহরটি জনপ্রিয় গন্তব্য। তবে সবাই জানে না যে প্রতিটি কাজের ক্ষেত্রে সমান বেতন নেই। কিছু কাজের বেতন অন্যান্য কাজের তুলনায় বেশি হয়ে থাকে।

আপনার যদি নির্দিষ্ট দক্ষতা থাকে শহরটিতে আপনার জন্য উচ্চ বেতনের অনেক সুযোগ রয়েছে। এখানে কয়েকটি চাহিদাসম্পন্ন কাজ রয়েছে যেগুলো করলে আপনি প্রতি মাসে ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন আশা করতে পারেন:

  • ড্রাইভিং
  • ইলেকট্রিশিয়ান
  • প্লাম্বিং
  • মেকানিক
  • কনস্ট্রাকশন

আরও পড়ুন: দুবাই যেতে কত বছর বয়স লাগে

দুবাই কোন কাজের চাহিদা বেশি

দুবাইয়ে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। অনেকে এই দেশে যাচ্ছেন কিন্তু জানেন না দুবাই কোন কাজের চাহিদা বেশি? এই প্রশ্নের উত্তর জানলে আপনি খুব দ্রুত কাজ খুঁজে পাবেন। যাওয়ার আগে ভালোভাবে কাজ শিখে যেতে পারবেন।

এজন্য আপনাকে চাহিদা সম্পন্ন কিছু কাজের নাম জানতে হবে। দুবাই কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি:

  • ইলেকট্রনিক
  • হোটেল ও রেস্টুরেন্ট
  • কনস্ট্রাকশন
  • ড্রাইভিং
  • প্লাম্বিং

আরও পড়ুন: দুবাই কোম্পানি ভিসা পাওয়ার উপায়

Leave a Comment