অনেকে দুবাই আসার পর আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে থাকে। অনেক সময় দালালেরা লোভ দেখিয়ে থাকে। তারা বলে যে কোনোভাবে দুবাই যেতে পারলে খুব সহজে সেখান থেকে আমেরিকা যেতে পারবেন। তবে বাস্তবতা অনেক দুবাই থেকে বৈধভাবে আমেরিকা যাওয়া অনেক কঠিন। এখন চাইলে স্বপ্নের দেশ আমেরিকার ভিসা পাওয়া যায় না। তবে পাওয়া একেবারে অসম্ভব নয়।
আমেরিকার উন্নত জীবনযাত্রা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা এবং সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য একটি বৈধ ভিসার প্রয়োজন। কারণ ভিসা ছাড়া স্বপ্নের দেশ আমেরিকায় যাওয়া দুঃসাধ্য। এজন্য আপনাকে দুবাই থেকে আমেরিকা যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আর আপনি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে দুবাই থেকে আমেরিকা কিভাবে যাবেন বিস্তারিত সবকিছু জানতে পারবেন।
দুবাই থেকে আমেরিকা যাওয়ার উপায়
দুবাই থেকে স্বপ্নের দেশে আমেরিকা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ভিজিট ভিসা। তবে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে দালালের মাধ্যমে অবৈধ পথে যায়। এই মাধ্যমে গমনকে আমরা সব সময় নিরুৎসাহিত করে থাকি। তাই অবশ্যই দুবাই থেকে আমেরিকা যাওয়ার উপায় জেনে বৈধভাবে যাবেন।
আমেরিকার ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনার সুন্দর একটি ট্রাভেল রেকর্ড এবং পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ব্যালেন্স থাকা লাগবে। নতুবা এই ভিসা পাওয়া সম্ভব না। ভিজিট ভিসার আবেদন করার পূর্বে আপনাকে বেশ কয়েকটি দেশে ভ্রমণ করতে হবে। পাশাপাশি আপনি যদি আপনার ব্যাংকে ভালো পরিমাণ টাকা রাখতে পারেন তাহলে এই ভিসা পাওয়া আপনার জন্য সহজ হবে।
আরও পড়ুন: আমেরিকা যাওয়ার ১০ উপায়
এখন ঘরে বসে চাইলে অনলাইনে আমেরিকা ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। এরপর অনলাইনে ভিসা আবেদন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আমেরিকা দূতাবাসে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রমাণাদি আপনাকে দেখাতে হবে।
আরও জানুন: আমেরিকা সর্বনিম্ন বেতন কত
দুবাই থেকে আমেরিকা যেতে কি কি লাগে
আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা থাকলে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। এগুলো ছাড়া আমেরিকা ভিজিট ভিসার আবেদন করা সম্ভব না। এছাড়া এই ডকুমেন্টসগুলো ইন্টারভিউ বোর্ডে দেখানো লাগে। আমেরিকা যেতে যেসব কাগজপত্র লাগে তা নিম্নরূপ:
- ট্রাভেল রেকর্ড
- বৈধ পাসপোর্ট
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
- ব্যাংক স্টেটমেন্ট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- আপনার ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
দুবাই থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে
দুবাই থেকে আমেরিকা যেতে কত টাকা লাগবে সেটা আসলে সঠিকভাবে বলা সম্ভব না। কারণ আমেরিকা ভিসা ক্যাটাগরি অনুসারে ভিসা খরচ ভিন্ন হয়ে থাকে। এছাড়া ভিসার মেয়াদের কারণে টাকা কম বেশি লাগতে পারে। আপনি যদি বৈধভাবে দুবাই থেকে স্বপ্নের দেশ আমেরিকা যেতে চান তাহলে আপনাকে অবশ্যই দুবাই থেকে আমেরিকা যাওয়ার নিয়ম জানতে হবে।
সরকারিভাবে আমেরিকা যেতে পারলে খরচ কম লাগে। তবে বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে খরচ বেশি লাগে। বর্তমানে দুবাই থেকে আমেরিকা যেতে আনুমানিক প্রায় ১৫ থেকে ৩৫ লক্ষ টাকা। তবে কেউ নিজে নিজে আবেদন করে যেতে পারলে নামমাত্র খরচে স্বপ্নের দেশ আমেরিকায় যেতে পারবে। তবে ভুলেও দালালের মাধ্যমে যাবেন না। কারণ এতে জীবন সংকটে পড়তে পারেন।
আরও পড়ুন: আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি