হাঙ্গেরি টাকার মান | হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা

হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। দেশটিতে অসংখ্য বাঙালি প্রবাসী বিভিন্ন ধরনের কাজে কর্মরত রয়েছে। তাদের কষ্টে উপার্জিত এই অর্থ দেশে পাঠাতে হলে হাঙ্গেরি টাকার মান জানতে হয়। কারণ প্রতিটি দেশের টাকার মান প্রতিদিন পরিবর্তিত হয়। বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের উপর ভিত্তি করে প্রতিদিন হাঙ্গেরি টাকার মান নির্ধারণ করা হয়।

কোনো দেশের মুদ্রার চাহিদা বৃদ্ধি পেলে সেটির মান বৃদ্ধি পায়। তেমনি যোগান বৃদ্ধি পেলে মান কমে যায়। ইন্টারনেটে হাঙ্গেরির বাঙালি প্রবাসীরা সবচেয়ে বেশি হাঙ্গেরি টাকার মান কত লিখে সার্চ দিয়ে থাকে। এছাড়া হাঙ্গেরি টাকা ক্রয়-বিক্রয় করার সময় মূলত মানুষ হাঙ্গেরি টাকার রেট বাংলাদেশ জানতে চায়।

হাঙ্গেরি টাকার রেট কত

শুধু হাঙ্গেরিয়ান বাঙালি প্রবাসী নয়, অনেক বাংলাদেশী নাগরিক দেশে বসে কৌতূহলবশত হাঙ্গেরি টাকার রেট কত জানতে চায়। এদের মধ্যে অনেকে হয়তো ইউরোপের এই দেশটিতে যেতে চায়। তাই হাঙ্গেরি টাকার মান জানার এত আগ্রহ। তবে হাঙ্গেরি বাঙালি প্রবাসীদের টাকা নিজ দেশে পাঠানোর আগে হাঙ্গেরি টাকার রেট জানতে হবে। প্রতিনিয়ত টাকার মান ওঠা-নামা করে। বর্তমানে হাঙ্গেরি এক টাকা সমান বাংলাদেশের ০.৩৩ টাকা। অর্থাৎ বাংলাদেশের ৩৩ পয়সা দিয়ে বর্তমানে হাঙ্গেরির এক টাকা ক্রয় করা যাবে।

আরও পড়ুন: হাঙ্গেরি বেতন কত

হাঙ্গেরি টাকার মান কত

যদিও হাঙ্গেরি দেশটি ইউরোপের উন্নত একটি দেশ তবে হাঙ্গেরি টাকার মান কম। দেশটির টাকার মান বাংলাদেশের তুলনায় অনেক কম। তবে ভুলেও টাকার মান দিয়ে দেশকে বিচার করা যাবে না। অতিরিক্ত টাকা ছাপানোর ফলে হাঙ্গেরি টাকার মান কমে গেছে। এর মানে এই নয় দেশটি গরিব কিংবা অনুন্নত। দক্ষিণ কোরিয়া ও জাপানের টাকার মান বাংলাদেশের তুলনায় কম। কিন্তু দেশ দুটি বিশ্বের অন্যতম উন্নত দেশ। বর্তমানে এক হাঙ্গেরিয়ান ফরিন্ট সমান বাংলাদেশী ৩৩ পয়সা।

হাঙ্গেরিয়ান ফরিন্ট টু বাংলাদেশী টাকা
হাঙ্গেরিয়ান ফরিন্ট (HUF) বাংলাদেশী টাকা (BDT)
১ ফরিন্ট ০.৩৩ টাকা
৫ ফরিন্ট ১.৬৫ টাকা
১০ ফরিন্ট ৩.৩০ টাকা
৫০ ফরিন্ট ১৬.৫০ টাকা
১০০ ফরিন্ট ৩৩.০০ টাকা
৫০০ ফরিন্ট ১৬৫.০০ টাকা
১,০০০ ফরিন্ট ৩৩০.০০ টাকা
৫,০০০ ফরিন্ট ১,৬৫০.০০ টাকা
১০,০০০ ফরিন্ট ৩,৩০০.০০ টাকা
৫০,০০০ ফরিন্ট ১৬,৫০০.০০ টাকা
১,০০,০০০ ফরিন্ট ৩৩,০০০.০০ টাকা
৫,০০,০০০ ফরিন্ট ১,৬৫,০০০.০০ টাকা

আরও পড়ুন: হাঙ্গেরি যেতে কত টাকা লাগে

হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা

হাঙ্গেরি টাকার মান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। বর্তমানে হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের ০.৩৩ টাকা। অর্থাৎ বাংলাদেশী এক টাকা সমান হাঙ্গেরিয়ান ৩.০৭ ফরিন্ট। আপনি যদি অফিসিয়ালি ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠান তাহলে তুলনামূলক হাঙ্গেরি টাকা রেট কম পাবেন। ব্যাংকিং চ্যানেল ছাড়া আরো অনেক মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে রেমিটেন্স দেশে পাঠালে রেট বেশি পাবেন। ব্যাংকের চেয়ে বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো সাধারণত বেশি রেট দিয়ে থাকে। এছাড়া দেশে টাকা পাঠানোর অনেক অ্যাপস রয়েছে।

আরও পড়ুন: হাঙ্গেরিতে কোন কাজের চাহিদা বেশি

হাঙ্গেরি মুদ্রার নাম

হাঙ্গেরিতে অবস্থানরত বেশিরভাগ বাঙালি প্রবাসী জানেনা হাঙ্গেরি মুদ্রার নাম কী। তারা মনে করে থাকে ইউরো দেশটির মুদ্রা। তবে তাদের ধারণা ঠিক নয়। হাঙ্গেরি মুদ্রার নাম হলো হাঙ্গেরিয়ান ফরিন্ট। HUF হলো মুদ্রাটির ইংরেজি সংক্ষিপ্ত রূপ।

আরও পড়ুন: হাঙ্গেরি কাজের ভিসা আবেদন প্রক্রিয়া

Leave a Comment