অনেকেই কসোভো টাকার মান কত জানে না। তবে এটা স্বাভাবিক। কারণ ছাড়া কেনই জানতে যাবে। কসোভো একটি উন্নয়নশীল দেশ। ছোট এই দেশটি দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত। দেশটি এখনো ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য হতে পারিনি। তাছাড়া দেশটি সেনজেন চুক্তিতেও অন্তর্ভুক্ত নেই।দেশটিতে অনেক বাঙালি প্রবাসী বর্তমানে বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত রয়েছে।
অনেকে দেশটিতে যেতে আগ্রহী। তাই তারা ইন্টারনেটে সার্চ করে কসোভো টাকার মান কত জানতে চায়। অনেক আবার কৌতূহলবশত কসোভো টাকার মান সম্পর্কে ধারণা নিতে গুগলে সার্চ করে থাকে। তবে একটা জিনিস মনে রাখতে হবে টাকার মান দিয়ে দেশ উন্নত নাকি অনুন্নত সেটা মূল্যায়ন করলে ভুল হবে।
কসোভো টাকার মান কত
কসোভোর জিডিপি বাংলাদেশের চেয়ে অনেক কম। দেশটিতে বেকারত্বের হার অনেক বেশি। দেশটি উন্নয়নশীল হওয়ায় অনেকে দেশটিতে যেতে চায় না। এজন্যই কসোভো টাকার মান জানার জন্য গুগলে ঘাটাঘাটি করে থাকে। কসোভোতে প্রচলিত মুদ্রার নাম ইউরো। যেটি পৃথিবীর অন্যতম বহুল ব্যবহৃত একটি মুদ্রা। বৈদেশিক বাণিজ্যে ডলারের পর সবচেয়ে বেশি এই মুদ্রাটি ব্যবহার করা হয়। ২০০২ সাল থেকে দেশটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে আসছে। বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশী ১২৬.১৪ টাকা। উন্নয়নশীল এই দেশটির মুদ্রার মান বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা।
আরও পড়ুন: কসোভো থেকে ইতালি যাওয়ার নিয়ম
কসোভো ১ টাকা বাংলাদেশের কত টাকা
কসোভোর মুদ্রার নাম জানা না থাকার কারণে ইন্টারনেটে বেশিরভাগ মানুষ কসোভো ১ টাকা বাংলাদেশের কত টাকা লিখে সার্চ করে থাকে। কসোভো টাকার মান কত জানলে আপনি প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন। যারা দেশটিতে যেতে আগ্রহী তারা অবশ্যই মনে রাখবেন খোলা বাজারে ইউরো সেল করলে বেশি রেট পাওয়া যায়। তবে ব্যাংকিং চ্যানেলে ইউরো দেশে পাঠালে আপনি এক ইউরো সমান বাংলাদেশী ১২৬.১৪ টাকা পাবেন।
কসোভো ইউরো | বাংলাদেশী টাকা |
---|---|
১ ইউরো | ১২৬.১৪ টাকা |
১০ ইউরো | ১,২৬১.৪০ টাকা |
৫০ ইউরো | ৬,৩০৭.০০ টাকা |
১০০ ইউরো | ১২,৬১৪.০০ টাকা |
১০০০ ইউরো | ১,২৬,১৪০.০০ টাকা |
কসোভো মুদ্রার নাম কি
অধিকাংশ মানুষই কসোভো মুদ্রার নাম জানে না। দেশটিতে ইউরোপের মুদ্রা ব্যবহার করা হয়। ২০০২ সালের আগে জার্মান মার্ক কসোভোতে প্রচলিত মুদ্রা ছিল। তবে বর্তমানে দেশটির সরকারি মুদ্রার নাম হলো ইউরো। যেটি অত্যন্ত শক্তিশালী মুদ্রা। কসোভো টাকার মান কত জানার পাশাপাশি আপনাকে দেশটির মুদ্রার নাম জানতে হবে।
আরও পড়ুন: কসোভো বেতন কত