কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় [সর্বশেষ আপডেট]

ইউরোপের সর্বশেষ মুসলিম রাষ্ট্র কসোভো ২০০৮ সালে স্বাধীনতা লাভ করে। আমেরিকা সহ বহু দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের অংশ হওয়ায় বাংলাদেশ থেকে অনেকে কাজের ভিসা নিয়ে দেশটিতে যাচ্ছে। দেশটির ভিসা পাওয়া তুলনামূলক সহজ।

বাংলাদেশ থেকে কসোভোতে ১০-১২ মাস কাজ করে আপনি বৈধভাবে ইউরোপের অন্যান্য দেশে (যেমন: ইতালি) যেতে পারবেন। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আপনি জানতে পারবেন কসোভো থেকে ইতালি যেতে কত টাকা লাগে এবং কি কি লাগে।

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

ইউরোপের দ্বার প্রান্তে অবস্থিত ইতালি অনেকের কাছেই একটি স্বপ্নের দেশ। কসোভো থেকে এই স্বপ্ন পূরণের জন্য দুটি পথ রয়েছে: বৈধ এবং অবৈধ। অধিকাংশ মানুষ (প্রায় ৯৫%) দুঃখজনকভাবে ঝুঁকিপূর্ণ অবৈধ পথ বেছে নেয়। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বিকল্প খুঁজছেন। দ্বিতীয়ত, কসোভোতে কাজের ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ।

কিন্তু মনে রাখবেন, অবৈধ উপায়ে ইতালি যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি আইনি জটিলতা ও শাস্তির সম্মুখীন হতে পারেন। প্রতারণা ও শোষণের শিকার হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।অন্যদিকে, বৈধ উপায়ে ইতালি যাওয়া নিরাপদ ও ঝামেলাহীন। কসোভো থেকে ইতালি যাওয়ার দুটি নিরাপদ ও ঝামেলাহীন উপায় রয়েছে। যথা:

ইতালি টুরিস্ট ভিসা

  • প্রথমে কসোভোতে যেকোনো কোম্পানিতে ১০ থেকে ১২ মাস কাজ করতে হবে।
  • কাজের পর কোম্পানি থেকে TRC কার্ড সংগ্রহ করতে হবে।
  • এরপর কোম্পানির ছুটির জন্য অপেক্ষা করতে হবে।
  • ছুটি পেলে ইতালি টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে।
  • ভিসা পেলে ইতালিতে গিয়ে কাজ খুঁজে নিতে পারবেন।

ইতালি কাজের ভিসা

  • প্রথমে ইতালিতে কোনো কোম্পানিতে কাজের অনুমোদন পত্র সংগ্রহ করতে হবে (আপনার আত্মীয় বা পরিচিত লোকের মাধ্যমে)।
  • এরপর কসোভোতে যে কোম্পানিতে কাজ করছেন তাদের থেকে এনওসি (NOC) পত্র সংগ্রহ করতে হবে।
  • উভয় কাগজপত্র সহ ইতালি কাজের ভিসার জন্য আবেদন করতে হবে।

অনেক কসোভো প্রবাসী  উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইতালি অভিবাসনের চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে, অবৈধ পথে ইতালি যাওয়া অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। ধরা পড়লে আটক, জরিমানা ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকে। দয়া করে নিজেকে ঝুঁকিতে ফেলবেন না। বৈধভাবে ইতালি অভিবাসনের জন্য চেষ্টা করুন।

আরও পড়ুন: ইতালিতে বেতন কত

কসোভো থেকে ইতালি কত টাকা লাগে

কসোভো থেকে ইতালি যেতে চাইলে বৈধ পথে যাওয়াই সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক। এই পথে যাত্রার খরচ ৩ লাখ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। যদিও এই পথে খরচ কিছুটা বেশি তবুও ঝামেলামুক্ত ও নিরাপদ যাত্রার জন্য এটিই সবচেয়ে ভালো বিকল্প।

বৈধ পথে যাত্রা করলে আপনাকে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হবে না এবং ইতালি প্রবেশেও কোন সমস্যা হবে না। আর কসোভো থেকে অবৈধ ভাবে ইতালি যেতে ২ থেকে ৩ লাখ টাকা খরচ হবে। তাছাড়া আপনাকে পথে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।

আরও পড়ুন: ইতালিতে বৈধ হওয়ার উপায়

Leave a Comment