কসোভো কাজের ভিসা সম্পর্কে অনেকে জানতে চায়। কসোভো সরকার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে দক্ষ এবং অদক্ষ শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। আপনি চাইলে সরকারিভাবে দেশটিতে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন। তবে যাওয়ার পূর্বে অবশ্যই কসোভো বেতন কত জেনে নেওয়া উচিত।
কারণ কসোভো কাজের ভিসা করার সময় বেসরকারি বিভিন্ন এজেন্সি এবং দালাল-চক্র আপনার কাছ থেকে বেশি বেতনের কথা বলে ভিসার জন্য বেশি টাকা নিবে। এছাড়া আপনাকে আরও জানতে হবে বর্তমানে কসোভো কাজের ভিসা কত টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। এটি বালকান উপদ্বীপের একটি ক্ষুদ্র দেশ।
সম্প্রতি দেশটি অভিবাসীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। উদীয়মান অর্থনীতি এবং ক্রমবর্ধমান কর্মসংস্থানের সুযোগ অনেক বিদেশী কর্মীকে আকৃষ্ট করছে। আপনিও যদি কসোভোতে কাজ করার কথা ভাবেন তবে আপনার একটি কসোভো ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে কসোভো কাজের ভিসা সম্পর্কিত সকল তথ্য পাবেন।
কসোভো কাজের ভিসা আবেদন প্রক্রিয়া
কসোভো কাজের ভিসা পাওয়া সহজ হবে যদি আপনি দেশটির নিয়োগকর্তার নিকট থেকে একটি চাকরির অফার পান। এই অফারটি একটি লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকর্তার কাছ থেকে পেতে হবে। অবশ্যই অফার লেটারে আপনার পদবী, বেতন এবং কাজের শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
কসোভো কাজের ভিসা আবেদন করতে আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:
- আপনি কসোভো মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করবেন। প্রয়োজনে অভিজ্ঞদের সহযোগিতা নিন।
- ভিসার আবেদন করতে প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে সেগুলো আপনাকে আগে থেকে সংগ্রহ করতে হবে।
- আপনার নিয়োগকর্তার মাধ্যমে আপনাকে কসোভো মন্ত্রণালয়ে আবেদনটি জমা দিতে হবে। আপনি প্রয়োজনীয় কাগজপত্র এবং পূরণকৃত আবেদন ফরম নিয়োগকর্তার কাছে জমা দিবেন।
- আপনার নিয়োগকর্তা আপনার ফি পরিশোধ করে দিবে। যদি এজেন্সির মাধ্যমে কসোভো কাজের ভিসার আবেদন করেন তাহলে তারা প্রদান করবে।
- ভিসা প্রসেসিং হতে কয়েক মাস সময় লাগতে পারে। এই সময় আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি ভিসার জন্য অনুমোদিত হলে আপনাকে কসোভো ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হবে। সঙ্গে আপনার জমাকৃত পাসপোর্ট ফেরত দেওয়া হয়।
আরও পড়ুন: ইউরোপের কোন দেশে বেতন বেশি এবং কোন কাজের চাহিদা বেশি
কসোভো কাজের ভিসা করতে কি কি লাগে
- ই-পাসপোর্ট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- লাইসেন্সকৃত নিয়োগকর্তা কর্তৃক কাজের অফার
- মেডিকেল সনদ
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
- কাজের দক্ষতার সার্টিফিকেট
কসোভো কাজের ভিসা কত টাকা
কসোভো ওয়ার্ক পারমিট ভিসার আবেদন ফি মাত্র ৬০ ডলার। তবে আনুষাঙ্গিক খরচসহ মোট খরচ কয়েক লক্ষ টাকা পড়ে। দূতাবাসের মাধ্যমে কসোভো কাজের ভিসার আবেদন করলে ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগে। তবে কেউ সরকারিভাবে গেলে খরচ ৪ থেকে ৫ লক্ষ টাকা আগে।
কিন্তু আপনি যদি বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির সহযোগিতায় যান তাহলে ৬ থেকে ৭ লক্ষ টাকা লাগবে। দালালের মাধ্যমে গেলে খরচ আরও বেশি কিংবা কম লাগতে পারে। তবে দালালের সহযোগিতায় গেলে জীবনের ঝুঁকি থাকবে। উপরে খরচের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। আপনি কম খরচে ইউরোপের এই দেশে যেতে পারবেন।
আরও পড়ুন: ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ
কসোভো বেতন কত
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কর্মীদের বেতন বাংলাদেশের তুলনায় অনেক বেশি। সেখানে সাধারণত ১,০০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা বেতন পাওয়া যায়। কিন্তু কসোভো এই ব্যাপারে ব্যতিক্রম। অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কসোভোতে বেতন অনেক কম। তবে আপনার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার বেতন বৃদ্ধি পাবে।
কসোভোতে যদি আপনি কাজের উদ্দেশ্যে যান তাহলে আপনার ন্যূনতম বেতন হবে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। আপনার দক্ষতা অনুযায়ী বেতন ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। মনে রাখবেন এই বেতন স্থানীয় মুদ্রায় (ইউরো) প্রদান করা হয়। বাংলাদেশি টাকায় রূপান্তর করলে বেতনের পরিমাণ বেশি হবে। তবে কসোভোতে জীবনযাত্রার খরচ বাংলাদেশের তুলনায় অনেক কম। তাই কম বেতনেও আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন।
আরও পড়ুন: ইউরোপে যাওয়ার সহজ উপায়
কসোভো কোন কাজের চাহিদা বেশি
বাংলাদেশ থেকে অনেকেই কসোভোতে কাজের উদ্দেশ্যে যেতে চান। তাদের মনে প্রশ্ন থাকে, কসোভোতে কোন কাজের চাহিদা বেশি? বর্তমানে কসোভোতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কনস্ট্রাকশন এবং উৎপাদন কারখানা কাজের। দেশটি দ্রুত বিকশিত হচ্ছে। তাই নতুন ভবন, রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন।
এছাড়া দেশটিতে পোশাক, ইলেকট্রনিকস এবং অন্যান্য পণ্য তৈরির কারখানা রয়েছে যেখানে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে। রেস্টুরেন্টেও কাজের চাহিদা রয়েছে তবে এটি ঋতু ভিত্তিক। গ্রীষ্মের সময় যখন প্রচুর পর্যটক কসোভো ভ্রমণ করে, তখন রেস্টুরেন্টগুলোতে কর্মীর চাহিদা বেশি থাকে। তবে শীতকালে, পর্যটক সংখ্যা কমে যাওয়ায় চাহিদাও কমে যায়।
আরও পড়ুন: কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়
hello sir
Ji bolun
আমি কসোভো যেতে চাই একটি কোম্পানির জব ভিসায় ক্লিনার অথবা হেলপার হিসেবে আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনাদের সহযোগিতা চাই সেই দেশটি ভিসা পাওয়ার জন্য আমি কিভাবে পাব কোথায় গেলে হবে আমাকে অবশ্যই সহযোগিতা করবেন অনুরোধ রইল
কোম্পানির জব ভিসা
কসোভো কোম্পানির জব ভিসা