আপনি কি মালয়েশিয়ার ভিসা হাতে পেয়েছেন? পেয়ে থাকলে এখনই পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করে নিন। তাহলে খুব সহজে ভিসা প্রতারণা এড়াতে পারবেন।
মালয়েশিয়ার ভিসা হাতে পাওয়ার পর সকলের উচিত মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন চেক করে নেওয়া। বর্তমানে বাংলাদেশে অহরহ জাল ভিসা পাওয়া যাচ্ছে। অনেক সময় দালাল কিংবা এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া গেলে নকল ভিসা লাগিয়ে দেয়। যার কারণে আপনি বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারেন। তাই এসব অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে মুক্তি পেতে অবশ্যই মালয়েশিয়ার ভিসার কাগজ হাতে পাওয়া মাত্র চেক করে নিবেন।
মালয়েশিয়ার ভিসা দুই ধরনের হয়ে থাকে। যথা:
- সাধারণ ভিসা (কলিং ভিসা)
- ই-ভিসা
এই আর্টিকেলটিতে তিন ধরনের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি, আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করবেন জানতে পারবেন।
মালয়েশিয়া কলিং ভিসা চেকিং পদ্ধতি
মালয়েশিয়া কলিং ভিসা সাধারণত গ্রুপ আকারে করা হয়ে থাকে। একটি গ্রুপে থাকা সকল শ্রমিকের ভিসা চেক করতে পারবেন। এজন্য শুধু অ্যাপ্লিকেশন নাম্বর কিংবা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বর প্রয়োজন হয় হবে। আপনার কলিং পেপারে উপরের দিকে অ্যাপ্লিকেশন নাম্বরটি পেয়ে যাবেন। এছাড়া সেখানে অবশ্যই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বর থাকবে আপনি সেটি দিয়েও মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে পারবেন।
- আপনাকে প্রথমে মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ভিজিট করতে হবে।
- তারপর উপরের ছবির মত একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তারপর আপনাকে নিচের নির্দেশনা অনুসরণ করে ইনফরমেশন বসাতে হবে।
- Application Number: আপনার কলিং পেপারে থাকা অ্যাপ্লিকেশন নাম্বারটি হুবহু আপনাকে টাইপ করে বসাতে হবে। নতুবা সার্চ দিলে আপনার ভিসা ইনফরমেশন আসবে না।
- এরপর নিচে থাকা সার্চ অপশনে ক্লিক দিতে হবে। ক্লিক দেয়ার সঙ্গে সঙ্গে গ্রুপে থাকা সকল শ্রমিকের ইনফরমেশন চলে আসবে। আপনাদের নাম এবং ভিসা নাম্বার ইত্যাদি তথ্য দেখতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট ব্যবহার করে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেকিং করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই লিংকে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন।
- প্রথমে আপনাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর উপরের ছবির মত দেখতে পারবেন। তারপর আপনাকে নিচের নির্দেশনা অনুযায়ী ইনফরমেশন দিতে হবে।
- Document No: এই বক্সে আপনাকে আপনার বৈধ পাসপোর্টের নাম্বারটি বসাতে হবে।
- Country Issue: এই বক্সে আপনাকে দেশের নাম সিলেক্ট করতে হবে। আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাম বসাবেন। বাংলাদেশী নাগরিক হলে “Bangladesh” আর ভারতীয় নাগরিক হলে “India” বসাবেন।
- SEARCH: পাসপোর্ট নাম্বর এবং জাতীয়তা সঠিকভাবে বসানোর পর সার্চ অপশনে ক্লিক করুন। এভাবে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর আপনার ভিসা ইনফরমেশন চলে আসবে।
মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম
যারা মালয়েশিয়া ই-ভিসার জন্য আবেদন করেছেন তারা চাইলে অনলাইনে ঘরে বসে ভিসার সর্বশেষ স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এজন্য আপনার শুধু পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার প্রয়োজন হবে। এই দুটি ইনফরমেশন থাকলে মাত্র ১ মিনিটে মালয়েশিয়া ই-ভিসা চেক সম্পন্ন করতে পারবেন।
- এজন্য প্রথমে আপনাকে মালয়েশিয়া ই-ভিসা স্ট্যাটাস চেক ওয়েবসাইটের একটি পেজে ভিজিট করতে হবে।
- তারপর আপনাকে সঠিকভাবে আপনার পাসপোর্ট নাম্বর এবং স্টিকার নাম্বারটি বসাতে হবে। অনলাইনে ই-ভিসার আবেদন কপিতে আপনি স্টিকার নাম্বারটি খুঁজে পাবেন। স্টিকার নাম্বারটি শুরু হয় EV এভাবে।
- এরপর আপনাকে সঠিকভাবে ইমেজ ক্যাপচাটি পূরণ করতে হবে। ইমেজে যা যা লেখা থাকবে সেগুলো সঠিকভাবে ‘Answer’ বক্সে বসাতে হবে। ইমেজের লেখাগুলো বুঝতে না পারলে আপনি রিফ্রেশ ইমেজে ক্লিক করতে পারেন। তাহলে নতুন ক্যাপচা আসবে।
- ইমেজ ক্যাপচাটি সঠিকভাবে বসানোর পর “I have obtained my eVISA” এই লেখার বাম পাশের টিক চিহ্ন তুলে দিতে হবে। তারপর আপনাকে একদম নিচে থাকা “CHECK” অপশনে ক্লিক দিতে হয়। তাহলে আপনি আপনার মালয়েশিয়া ই-ভিসার যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন।
- এভাবে আপনি খুব সহজে অনলাইনে মালায়েশিয়া ই ভিসা চেক করতে পারেন।
আপনার দালাল কিংবা এজেন্সির কাছ থেকে মালয়েশিয়া ভিসা হাতে পাওয়া মাত্র অনলাইনে চেক করে নিবেন। ভিসা চেকিং করে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ভিসাটি আসল কিনা। আপনার ভিসাটি আসল হলে ভিসা চেক করার পর আপনার যাবতীয় তথ্য দেখতে পারবেন। যেমন: আপনার নাম, ভিসার টাইপ, ভিসার মেয়াদ, কোম্পানির নাম এবং ভিসা নাম্বার ইত্যাদি।
আর যদি জাল ভিসা হয় তাহলে আপনার কোন ইনফরমেশন আসবে না। প্রয়োজনে আপনি মালয়েশিয়া ভিসা চেক করার পর অভিজ্ঞ কোন ব্যক্তির সাথে যোগাযোগ করে নিশ্চিত হবেন ভিসাটি আসল কিনা।
আজ সকাল থেকে মালয়েশিয়া ভিসা application website এ ঢুকতে পারছিনা। Website এর কোন প্রবলেম নাকি আমার প্রবলেম বুঝতে পারছিনা।
Server Problem may be. Or wait long time to visit.