মাল্টা ইউরোপের ছোট একটি দ্বীপ রাষ্ট্র। যার কারণে ইউরোপে যারা স্থায়ী হতে চায় তারা মাল্টা থেকে ইতালি যেতে চায়। ইতালির অর্থনীতি মাল্টার তুলনায় অনেক বড় এবং এটি বিভিন্ন ধরনের কাজের সুযোগ প্রদান করে থাকে। এজন্য অনেক মাল্টীয় প্রবাসী ইতালিতে উচ্চ বেতনের কাজ করতে চায়।
দেশটিতে শক্তিশালী সামাজিক নিরাপত্তা, উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তবে ইতালি মাল্টার চেয়ে বেশি ব্যয়বহুল দেশ। যারা মাল্টা থেকে স্বপ্নের দেশ ইতালিতে যেতে চান তাদের অবশ্যই মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে মাল্টা থেকে ইতালি যাওয়ার পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন।
মাল্টা থেকে ইতালি যাওয়ার উপায়
মাল্টা সেনজেনভুক্ত একটি দেশ। যার কারণে এই দেশের ভিসা দিয়ে ২৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। আগে খুব সহজে মাল্টা থেকে ইতালি যাওয়া যেতো। তবে এখন যাওয়ার প্রক্রিয়াটা জটিল হয়েছে। যারা ইতিমধ্যে মাল্টা বিভিন্ন কোম্পানিতে কর্মচারী কর্মরত রয়েছে তারা চাইলেই এখন আর ইতালিতে সহজেই যেতে পারবেন না।
মাল্টা থেকে ইতালি যাওয়ার মাধ্যম হলো শুধু বিমান পথ। আগে বেশিরভাগ মানুষ মাল্টা থেকে ইতালি চলে যেতো। যার কারণে কোম্পানি কাজের লোকের অভাবে বিপদে পড়ে যেতো। তাই এখন আপনি কোম্পানির ছাড়পত্র ছাড়া মাল্টা ত্যাগ করতে পারবেন না। কোম্পানি এই ছাড়পত্র (NOC Letter) পাওয়ার জন্য ছয় মাস থেকে এক বছরের বেশি সময় কোম্পানিতে কাজ করতে হবে।
কোম্পানির লোকজনের সাথে ভালো সম্পর্ক হলে ভ্যাকেশন বুঝে ছুটির জন্য ছাড়পত্র নিতে হবে। কোম্পানি থেকে ছাড়পত্র পেলেই আপনি মাল্টা থেকে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাতে পারবেন। তবে আপনাকে এমনভাবে যেতে হবে যাতে কেউ সন্দেহ না করে যে আপনি আর ইতালি থেকে ফিরে আসবেন না।
আরও পড়ুন: ইতালিতে কোন কাজের বেতন কত
মাল্টা থেকে ইতালি যেতে কি কি লাগে
মাল্টা থেকে স্বপ্নের দেশ ইতালি যেতে বেশি কিছু লাগে না। শুধু সেনজেন ভিসা, কোম্পানি থেকে ছাড়পত্র (NOC Letter) এবং বিমানের টিকিট থাকলেই মাল্টা থেকে ইতালি বৈধভাবে যেতে পারবেন। আর হ্যাঁ, মাল্টা থেকে ইতালি অবৈধভাবে যাওয়ার কোন পথ নেই। উপরোক্ত ডকুমেন্টস ছাড়া কোনভাবেই আপনি মাল্টা থেকে ইতালিতে যেতে পারবেন না।
তবে আগের চেয়ে বর্তমানে মাল্টা থেকে কম মানুষ অন্য দেশে পাড়ি জমাচ্ছে। কারণ এই দেশে ইংরেজি ভাষা ব্যবহারের প্রচলন রয়েছে। কিন্তু আপনি যদি পর্তুগাল, ফ্রান্স কিংবা ইতালিতে যান তাহলে ভাষা জানা না থাকার কারণে কাজ পেতে এবং করতে অসুবিধা হবে।
আরও পড়ুন: ইতালিতে কোন কাজের চাহিদা বেশি
মাল্টা থেকে ইতালি যেতে কত টাকা লাগে
মাল্টা থেকে ইতালি যেতে খুব বেশি টাকা লাগে না। আপনি বিমানের ফ্লাইটে খুব অল্প টাকায় স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছাতে পারবেন। তবে আপনার লোকেশন, টিকিটের ক্লাস এবং বিমানের ফ্লাইট ভেদে মাল্টা থেকে ইতালি যাওয়ার খরচ কম বেশি হবে।
মাল্টা থেকে ইতালি যেতে আনুমানিক প্রায় ৬ হাজার থেকে ৭ হাজার বাংলাদেশী টাকা লাগে। মাল্টা থেকে ইতালির দূরত্ব আনুমানিক প্রায় ১,০৪৯.৮ কিলোমিটার। এই দূরত্ব বিমানে করে অতিক্রম করতে আনুমানিক প্রায় ৯০ থেকে ১০০ মিনিট সময় লাগে।