বিদেশে যাওয়ার জন্য ভিসা যেমন দরকার তেমনি মেডিকেল রিপোর্ট দরকার। যারা স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট প্রয়োজন হবে। মেডিকেল সেন্টারে মেডিকেল করার পর রিপোর্ট পেতে অনেক সময় লাগে। আগে মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস জানা লাগত। কিন্তু এখন তথ্য প্রযুক্তির কল্যাণে ঘরে বসে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করা যায়।
বিদেশে যাওয়ার জন্য মেডিকেল চেকআপ অত্যন্ত জরুরী। ফিজিক্যালি আপনি ফিট না হলে আপনি বিদেশে যেতে পারবেন না। বাংলাদেশে মেডিকেল চেকআপ করার অনেক মেডিকেল সেন্টার রয়েছে। তাছাড়া আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে মেডিকেল চেকআপ সম্পন্ন করতে পারবেন। মেডিকেল পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট হাতে পেতে কিছুদিন অপেক্ষা করতে হয়। তবে এখন ফ্রিতে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক অনলাইন করে স্ট্যাটাস দেখতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
অনলাইনে বিভিন্ন দেশের মেডিকেল রিপোর্ট চেক করা যায়। প্রতিটি দেশের মেডিকেল রিপোর্ট চেকিং পদ্ধতি আলাদা হয়ে থাকে। এজন্য আপনাকে প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা নিয়ম জানতে হবে। শেষ পর্যন্ত লেখাটি পড়লে সকল দেশের মেডিকেলে রিপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিচের টেবিলে গুরুত্বপূর্ণ দেশগুলোর পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার আর্টিকেল লিংক দেওয়া হয়েছে।
ক্রমিক নম্বর | আর্টিকেল লিংক |
---|---|
১ | কাতার মেডিকেল রিপোর্ট চেক |
২ | সৌদি মেডিকেল রিপোর্ট চেক |
৩ | মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক |
৪ | সার্বিয়া ভিসা চেক |
৫ | ইতালি ভিসা চেক |
বাংলাদেশের কিছু স্বনামধন্য মেডিকেল সেন্টারের নাম উল্লেখ করা হলো যেখানে গিয়ে আপনি মেডিকেল টেস্ট করতে পারবেন:
- মীম মেডিকেল সেন্টার
- নোভা মেডিকেল
- মেডিসন মেডিকেল
- আল হুমায়রা মেডিকেল
- কাতার মেডিকেল সেন্টার
- ক্যাথার্সিস মেডিকেল
- আল হামাদ মেডিকেল
- সিলমুন ডায়াগনস্টিক সেন্টার
- পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড
- রাজধানী ডিজিটাল মেডিকেল সার্ভিস
মেডিকেল রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন ফিট নাকি আনফিট?
অনেকে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস বের করার পর বুঝতে পারে না। তবে টেনশনের কোন কারণ নেই। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আশা করি সবকিছু বুঝতে পারবেন।
মেডিকেল টেস্টে সাধারণত নিম্নে উল্লেখিত পরীক্ষাগুলো করা হয়ে থাকে:
- শারীরিক পরীক্ষা
- বুকের এক্স-রে
- ইমিউনাইজেশন স্ট্যাটাস পরীক্ষা
- রক্ত পরীক্ষা
- মূত্র পরীক্ষা
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার পর যদি স্ট্যাটাস “UNFIT” লেখা আসে তাহলে বুঝবেন আপনি মেডিকেল পরীক্ষায় ফেল করেছেন। আপনি আনফিট হলে বিদেশে যেতে পারবেন না। বিদেশে যেতে হবে মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস “FIT” হতে হবে।
মেডিকেল টেস্টে আনফিট হওয়ার কারণ
- প্রেগনেন্ট মহিলা হলে (সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
- হূদরোগ
- শ্বাসকষ্ট বা হাঁপানি
- জন্ডিস
- হেপাটাইটিস বি
- এইচআইভি
- অঙ্গ প্রত্যঙ্গের হানি হলে (সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
- চর্মরোগ