আমেরিকার সর্বনিম্ন বেতন কত ২০২৪ [প্রদেশ অনুযায়ী]

স্বপ্নের দেশ আমেরিকা, সুযোগের দেশ আমেরিকা – এই ধারণা দীর্ঘকাল ধরে আমাদের মনে গেঁথে আছে। উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর হাজার হাজার বাঙালি পাড়ি জমায় এই বিশাল দেশে। তাই আমেরিকা সর্বনিম্ন বেতন কত সকলের জানা উচিত। আমেরিকার সর্বনিম্ন বেতন শুধুমাত্র একটি অর্থনৈতিক বিষয় নয়, এর সাথে জড়িত নীতি, নৈতিকতা, আইন ও মানবিক দিক।

এই আর্টিকেলের মাধ্যমে আমরা আমেরিকার সর্বনিম্ন বেতন কত এবং সর্বোচ্চ বেতন কত (বিভিন্ন প্রদেশ অনুযায়ী) তা তুলে ধরবো এবং  কোন কাজের চাহিদা বেশি তা আলোচনা করবো।

আমেরিকার সর্বনিম্ন বেতন ফেডারেল অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। এছাড়া প্রতিটি প্রদেশে আলাদা সর্বনিম্ন বেতন কাঠামো থাকে। এদেশে প্রতি ঘন্টা অনুযায়ী মজুরি হিসাব করা হয়। এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কর্মঘন্টা নিয়ন্ত্রণের জন্য কোন একক আইন নেই। তবে একজন ব্যক্তি সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করলে সেটা ওভারটাইম হিসেবে গণ্য হবে।

আমেরিকার সর্বনিম্ন বেতন কত

নিচের টেবিলে আমেরিকার প্রতিটি প্রদেশের সর্বনিম্ন প্রতি ঘন্টায় কত বেতন দেয়া হয় সেটা উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবে আমেরিকায় প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতনের চেয়ে দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন। আমেরিকায় প্রবাসীদের বেতন এমন হয়ে থাকে। তবে আপনাকে সর্বনিম্ন বেতন প্রতি ঘন্টা 7.25 ডলারের কম কেউ দিতে পারবে না। এটা ফেডারেল কতৃক নির্ধারিত সর্বনিম্ন বেতন।

আমেরিকার সর্বনিম্ন বেতন কত (প্রদেশ অনুযায়ী)
ক্রমিক নম্বর প্রদেশের নাম প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতন (USD)
আলাবামা (Alabama) $7.25
আলাস্কা (Alaska) $11.73
অ্যারিজোনা (Arizona) $14.35
আরকানসাস (Arkansas) $11.00
ক্যালিফোর্নিয়া (California) $16.00
কলোরাডো (Colorado) $14.42
কানেক্টিকাট (Connecticut) $15.69
ডেলাওয়ার (Delaware) $13.25
ফ্লোরিডা (Florida) $13.00
১০ জর্জিয়া (Georgia) $7.25
১১ হাওয়াই (Hawaii) $14.00
১২ আইডাহো (Idaho) $7.25
১৩ ইলিনয় (Illinois) $14.00
১৪ ইন্ডিয়ানা (Indiana) $7.25
১৫ আইওয়া (Iowa) $7.25
১৬ কানসাস (Kansas) $7.25
১৭ কেন্টাকি (Kentucky) $7.25
১৮ লুইজিয়ানা (Louisiana) $7.25
১৯ মেইন (Maine) $14.15
২০ মেরিল্যান্ড (Maryland) $15.00
২১ ম্যাসাচুসেটস (Massachusetts) $15.00
২২ মিশিগান (Michigan) $10.33
২৩ মিনেসোটা (Minnesota) $10.85
২৪ মিসিসিপি (Mississippi) $7.25
২৫ মিজুরি (Missouri) $12.30
২৬ মন্টানা (Montana) $10.30
২৭ নেব্রাস্কা (Nebraska) $12.00
২৮ নেভাডা (Nevada) $12.00
২৯ নিউ হ্যাম্পশায়ার (New Hampshire) $7.25
৩০ নিউ জার্সি (New Jersey) $15.73
৩১ নিউ মেক্সিকো (New Mexico) $12.00
৩২ নিউ ইয়র্ক (New York) $16.00
৩৩ উত্তর ক্যারোলিনা (North Carolina) $7.25
৩৪ উত্তর ডাকোটা (North Dakota) $7.25
৩৫ ওহাইও (Ohio) $10.45
৩৬ ওকলাহোমা (Oklahoma) $7.25
৩৭ ওরেগন (Oregon) $14.20
৩৮ পেনসিলভেনিয়া (Pennsylvania) $7.25
৩৯ রোড আইল্যান্ড (Rhode Island) $14.00
৪০ দক্ষিণ ক্যারোলিনা (South Carolina) $7.25
৪১ দক্ষিণ ডাকোটা (South Dakota) $11.20
৪২ টেনেসি (Tennessee) $7.25
৪৩ টেক্সাস (Texas) $7.25
৪৪ ইউটা (Utah) $7.25
৪৫ ভার্মন্ট (Vermont) $13.67
৪৬ ভার্জিনিয়া (Virginia) $13.00
৪৭ ওয়াশিংটন (Washington) $16.28
৪৮ পশ্চিম ভার্জিনিয়া (West Virginia) $8.75
৪৯ উইসকনসিন (Wisconsin) $7.25
৫০ ওয়াইয়োমিং (Wyoming) $7.25
৫১ ওয়াশিংটোন ডিসি (Washington D.C.) $17.00

আমেরিকার সর্বোচ্চ বেতন কত

প্রথমেই মনে রাখতে হবে যে কোন নির্দিষ্ট পেশার জন্য সর্বোচ্চ বেতন অবস্থান, অভিজ্ঞতা, দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে। আপনি যদি আমেরিকায় উচ্চ বেতনের পেশায় নিয়োজিত থাকেন তাহলে বছরে আনুমানিক প্রায় এক লাখ ডলার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন। এরকম পেশার মধ্যে রয়েছে: 

  • ডাক্তার
  • বিশেষজ্ঞ
  • নার্স
  • সফ্টওয়্যার ডেভেলপার
  • ডেটা বিজ্ঞানী
  • কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ
  • আইনজীবী
  • বিচারক
  • উচ্চপদস্থ কর্মকর্তা

তবে ব্যতিক্রম কিছু পেশা রয়েছে যাদের বেতন বছরে কোটি কোটি ডলার হয়ে থাকে। এরকম ব্যতিক্রমী কিছু পেশা হলো:

  • সিইও
  • জনপ্রিয় খেলাধুলার

এছাড়া আরও জানতে পারেন আমেরিকা যাওয়ার উপায়

আমেরিকায় কোন কাজের চাহিদা বেশি

আমেরিকা বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ, সর্বদা দক্ষ ও কর্মঠ শ্রমিকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। যারা উন্নত জীবনযাত্রার স্বপ্ন দেখেন এবং তাদের কর্মজীবনে সাফল্যের সন্ধান করেন তাদের জন্য আমেরিকা একটি আদর্শ গন্তব্য হতে পারে।

তবে আমেরিকায় চাকরি খোঁজার ক্ষেত্রে কোন কাজগুলোর চাহিদা বেশি তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে আমরা আমেরিকায় বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কিছু কাজের তালিকা তুলে ধরবো:

  • ইঞ্জিনিয়ার
  • ডাক্তার
  • নার্স
  • শিক্ষক
  • প্লাম্বার
  • ডেলিভারি ম্যান
  • ওয়েটার
  • ড্রাইভিং
  • ইলেকট্রিশিয়ান
  • নির্মাণ শ্রমিক
  • পেইন্টার

আমেরিকায় চাকরি খোঁজার ক্ষেত্রে আপনার দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাজের ধরন নির্বাচন করা উচিত। এই আর্টিকেলে উল্লেখিত কাজগুলো আমেরিকায় বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন। তবে এর বাইরেও অসংখ্য কাজের সুযোগ বিদ্যমান। এছাড়া আরও জানতে পারেন আমেরিকা ভিসা পাওয়ার যোগ্যতা

Leave a Comment