মানুষ নিজের চুলকে সুন্দর ও ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকে। তবে এসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল। ইন্টারনেটে অর্গানিক হেয়ার অয়েল দাম কত লিখে প্রচুর পরিমাণে সার্চ হয়। পুরুষ ও নারী উভয় নিজের চুলের যত্ন নিশ্চিত করতে অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করে থাকে। কারণ এই তেল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়।
ফলে চুলের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে। কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় ছাড়ায় অর্গানিক এই তেলটি ব্যবহার করা যায়। এজন্যই মূলত গুগলে অর্গানিক হেয়ার অয়েল দাম কত, ব্যবহারের নিয়ম ও উপকারিতা সম্পর্কে মানুষ জানতে চায়। আপনিও যদি জানতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
অর্গানিক হেয়ার অয়েল দাম কত
অর্গানিক হেয়ার অয়েল প্রাকৃতিক হওয়ায় দাম সাধারণত তুলনামূলক অন্যান্য তেলের চেয়ে বেশি হয়ে থাকে। বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানী রয়েছে যেগুলো অর্গানিক হেয়ার অয়েল উৎপাদন ও বাজারজাতকরণ করে থাকে। অর্গানিক হেয়ার অয়েলের ব্র্যান্ড ও পরিমাণ অনুযায়ী দাম আলাদা হয়ে থাকে। নিচে উল্লেখিত অর্গানিক হেয়ার অয়েল প্রাইস ইন বাংলাদেশ টেবিলটি পড়লেই অর্গানিক হেয়ার অয়েল দাম কত হয় জানতে পারবেন।
ক্রমিক নম্বর | তেলের ব্র্যান্ডের নাম | পরিমাণ (ml) | মূল্য (টাকা) |
---|---|---|---|
১ | Dabur Amla Hair Oil | 100 | ৮৫ |
২ | Dabur Vatika Enriched Coconut Hair Oil | 150 | ১৪০ |
৩ | Hawaa Hair Fall Avenger Oil | 120 | ১৯৬ |
৪ | Kesh King Plus Herbal Hair Oil | 100 | ২১৫ |
৫ | Kesh King Plus Herbal Hair Oil | 200 | ৩৯০ |
অর্গানিক হেয়ার অয়েল ব্যবহারের নিয়ম
যেকোনো তেল সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করলে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়। অনেকে চুলের সমস্যা দূর করার জন্য অর্গানিক হেয়ার অয়েল কিনে। কিন্তু ব্যবহারের নিয়ম জানে না। যারা চুল পড়া সমস্যা দূর করতে চান এবং চুল বড় করতে চান তারা গোসলের পর প্রতিদিন চুলের গোড়ায় ভালোভাবে এই তেলটি ব্যবহার করবেন। অথবা চুল ধোয়ার এক থেকে দুই ঘন্টা পূর্বে এই তেল লাগিয়ে পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অথবা চুল ধোয়ার পরে হালকা ভেজা চুলে এই তেল ব্যবহার করতে পারেন। প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার এই তেল ব্যবহার করবেন।
অর্গানিক হেয়ার অয়েল এর উপকারিতা
অর্গানিক হেয়ার অয়েল ব্যবহারে আপনি চুলের নানাবিধ উপকারিতা পাবেন। তাছাড়া এই তেল ব্যবহারে তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কারণ এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়। অর্গানিক হেয়ার অয়েল ব্যবহারে নিম্নে উল্লেখিত উপকারিতাগুলো পাবেন:
- চুল পড়া বন্ধ করে।
- চুল বড় করে।
- চুলের গোড়া মজবুত করে।
- মাথার ত্বক ভালো রাখে।
- খুশকি প্রতিরোধ করে।
- চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়।
- চুল নরম ও ঝলমলে করে।
- চুল ঘন করে।
- চুলের প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণ করে।
- চুলের ড্যামেজ রিকভার করে।